ভারতের সাধারণজ্ঞান প্রশ্ন ও উত্তর
প্রিয় পাঠক, আজকের এই পর্বটির [ ভারতের সাধারণজ্ঞান প্রশ্ন ও উত্তর ] মধ্যে ভারত সম্পর্কে ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এম সি কিউ আকারে আলোচনা করলাম। যা রাজ্য ও কেন্দ্রের পরীক্ষার জন্য ভীষন গুরুত্বপূর্ণ ।
ভারতের সাধারণজ্ঞান প্রশ্ন উত্তর MCQ আকারে
প্রশ্নঃ ভারত নামটির উৎপত্তি প্রাচীন যুগের কোন রাজকন্যার সাথে সম্পর্কিত ?
A) মহারানা প্রতাপ
B) চন্দ্রগুপ্ত মৌর্য
C) ভরত চক্রবর্তী
D) অশোকা মৌর্য
উঃ (C)
প্রশ্নঃ ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি ?
A) মুম্বাই
B) কলকাতা
C) দিল্লি
D) মাদ্রাজ
উঃ (A)
প্রশ্নঃ ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি ?
A) উত্তর প্রদেশ
B) মহারাষ্ট্র
C) রাজস্থান
D) মধ্যপ্রদেশ
উঃ (C)
প্রশ্নঃ বর্তমানে ভারতে কতগুলি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল আছে ?
A) 29 রাজ্য ও 7 কেন্দ্র শাসিত
B) 28 রাজ্য ও 9 কেন্দ্র শাসিত
C) 30 রাজ্য ও 8 কেন্দ্র শাসিত
D) 32 রাজ্য ও 9 কেন্দ্র শাসিত
উঃ (B)
প্রশ্নঃ ভারতের সবথেকে দীর্ঘতম নদী কোনটি ?
A) গন্ডকী
B) কোশী
C) ব্রহ্মপুত্র
D) গঙ্গা
উঃ (D)
প্রশ্নঃ ভারতের সবচেয়ে চওড়া নদী কোন টি ?
A) ব্রহ্মপুত্র
B) গোমতী
C) গঙ্গা
D) চম্বল
উঃ (A)
প্রশ্নঃ ভারতের উচ্চতম টাওয়ার কোনটি ?
A) চারমিনার
B) কুতুবমিনার
C) ঝুলন্ত টাওয়ার
D) শহীদ টাওয়ার
উঃ (B)
প্রশ্নঃ ভারতের সবচেয়ে লম্বা বাঁধের নাম কি ?
A) ভাখরা বাঁধ
B) ইন্দিরা সাগর বাঁধ
C) হীরাকুঁদ বাঁধ
D) নাগার্জুন সাগর বাঁধ
উঃ (C)
প্রশ্নঃ ভারতের সবচেয়ে লম্বা সুড়ঙ্গ এর নাম কি ?
A) শ্যাম সুড়ঙ্গ
B) জওহর সুড়ঙ্গ
C) চেনানি-নাশরী সুড়ঙ্গ
D) পেটনিটোপ সুড়ঙ্গ
উঃ (B)
প্রশ্নঃ ভারতের সবচেয়ে উচ্চতম মূর্তি কোনটি ?
A) হরমন্দির সাহেব
B) হ্যাম্পি
C) নালন্দা
D) গোমতেশ্বর
উঃ (D)
প্রশ্নঃ ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয় ?
A) 1917
B) 1915
C) 1916
D) 1925
উঃ (C)
প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় এর নাম কি ?
A) শ্রীমতি পদ্মাবতী মহিলা বিশ্ববিদ্যালয়
B) এস.এন.ডি.টি.মহিলা বিশ্ববিদ্যালয়
C) বনস্থলী বিদ্যাপীঠ
D) LSR মহিলা বিশ্ববিদ্যালয়
উঃ (B)
প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় ককথাই স্থাপিত হয়েছিল?
A) দিল্লি
B) কলকাতা
C) মুম্বাই
D) বেঙ্গালুরু
উঃ (C)
প্রশ্নঃ এশিয়া গেমসে স্বর্ণপদক প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলার নাম কি ?
A) কমলজিৎ সিন্ধু
B) সুচেতা কৃপালিনি
C) রাজিয়া বেগম
D) বাচেন্দ্রী পাল
উঃ (A)
প্রশ্নঃ মাউন্ড এভারেস্যে আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন ?
A) কল্পনা চাওলা
B) রাজিয়া সুলতান
C) বাচেন্দ্রী পাল
D) সুচেতা কৃপালিনি
উঃ (C)
প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা IPS কে ছিলেন ?
A) সরোজিনী নাইডু
B) কিরণ বেদী
C) বিমলা দেবী
D) মাদার তেরেসা
উঃ (B)
প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন ?
A) সরোজিনী নাইডু
B) সুস্মিতা সেন
C) প্রতিভা পাটিল
D) মমতা বন্দ্যোপাধ্যায়
উঃ (A)
প্রশ্নঃ কে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক ছিলেন ?
A) উমা ভারতী
B) সুস্মিতা সেন
C) এম.ফতিমা বিবি
D) কর্নম মালেশ্বরি
উঃ (C)
প্রশ্নঃ স্বতন্ত্র ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
A) লর্ড ক্যানিং
B) লর্ড মাউন্ডবাটেন
C) লর্ড ডাফরিন
D) লর্ড লিটন
উঃ (B)
প্রশ্নঃ ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
A) জওহরলাল নেহেরু
B) লাল বাহাদুর শাস্ত্রী
C) ইন্দিরা গান্ধী
D) মরারজি দেশাই
উঃ (A)
প্রশ্নঃ জওহরলাল নেহেরু কত সালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন ?
A) 26 জানুয়ারি 1950
B) 15 আগস্ট 1947
C) 15 আগস্ট 1948
D)কোনটিই নয়
উঃ (B)
প্রশ্নঃ ভারতে প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হয়েছিলেন ?
A) প্রতিমা পাতিল
B) এম. ফাতিমা বিবি
C) ইন্দিরা গান্ধী
D) কোনটিই নয়
উঃ (B)
প্রশ্নঃ ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
A) আব্দুল কালাম
B) ডাঃ রাজেন্দ্র প্রসাদ
C) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণন
D) জওহরলাল নেহেরু
উঃ (B)
প্রশ্নঃ প্রথম ভারতীয় কোন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছিলেন ?
A) হরগোবিন্দ খুরানা
B) মাদার তেরেসা
C) অমর্ত্য সেন
D) রবীন্দ্রনাথ ঠাকুর
উঃ (D)
প্রশ্নঃ ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
A) উমেশচন্দ্র ব্যানার্জি
B) ফিরোজশাহ মেহেতা
C) বল গঙ্গাধর তিলক
D) লালা লাজপত রায়
উঃ (A)
প্রশ্নঃ প্রথম ভারতীয় নভোচারী কে ছিলেন ?
A) রাকেশ শর্মা
B) কল্পনা চাওলা
C) সুনিতা উইলিয়াম
D) কোনটিই নয়
উঃ (A)
প্রশ্নঃ দক্ষিণ ধ্রুবতে প্রথম কোন ভারতীয় মহিলা পৌঁছেছিলেন ?
A) তারা চেরিয়ান
B) বিমলা দেবী
C) রিনা কৌশল ধর্ম শক্ত
D) ডাঃ অমৃতা প্যাটেল
উঃ (C)
প্রশ্নঃ ভারতে নির্মিত প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি ?
A) রাজা হরিশ্চন্দ্র
B) কৃষ্ণ কানাইয়া
C) পুন্ডলিক
D) ভীষ্ম প্রতিজ্ঞা
উঃ (A)
প্রশ্নঃ ভারতের প্রথম চলচ্চিত্র মোনি সিনেমা রাজা হরিশ্চন্দ্র কত সালে নির্মিত হয়েছিল ?
A) 1934
B) 1918
C) 1919
D) 1913
উঃ (D)
প্রশ্নঃ ভারতের ইংরেজি নাম ‘ইন্ডিয়া’ এর উৎপত্তি কোন শব্দ থেকে এসেছে ?
A) ভরত চক্রবর্তী
B) হিন্দুস্তান
C) সিন্ধু শব্দ
D) কোনটিই নয়
উঃ (C)
প্রশ্নঃ ভারতখন্ড ভারতের কি বোঝায় ?
A) দ্বিতীয় নাম
B) রাষ্ট্র
C) সভ্যতা
D) কোনটিই নয়
উঃ (A)
প্রশ্নঃ কৃষি ভারতীয় অর্থব্যবস্থার কি ?
A) আর্থিক প্রগতি
B) রিঢ়
C) আর্থিক ব্যয়
D) কোনটিই নয়
উঃ (B)
প্রশ্নঃ ভারতের সবচেয়ে কম জনসংখ্যা রাজ্য কোনটি ?
A) চন্ডীগড়
B) মিজোরাম
C) সিকিম
D) গোয়া
উঃ (C)
প্রশ্নঃ প্রথম ভারতীয় রঙিন চলচ্চিত্র কোনটি ?
A) রাজা হরিশ্চন্দ্র
B) কৃষ্ণ কানহাইয়া
C) সীতা বিবাহ
D) সতী সুলোচনা
উঃ (B)
প্রশ্নঃ লাইফ টাইম অ্যাচিভমেন্ট এর অস্কার বিজেতা কে ?
A) সত্যজিৎ রায়
B) ভানু অথৈয়া
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) কিরণ বেদী
উঃ (B)
প্রশ্নঃ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
A) স্যার জন শোর
B) লর্ড ক্যানিং
C) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
D) লর্ড কর্ণওয়ালিস
উঃ (B)
প্রশ্নঃ ভারতের কেন্দ্র সরকারের প্রথম মহিলা মন্ত্রী কে ছিলেন ?
A) শ্রীমতী শত্রো দেবী
B) বি.এস.রমা দেবী
C) রাজকুমারী অমৃত কৌর
D) প্রিয়া হিমোরানী
উঃ (C)
প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
A) ইন্দিরা গান্ধী
B) অমৃতা প্রীতম
C) সরোজিনী নাইডু
D) সুচেতা কৃপালিনী
উঃ (D)
প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ?
A) শ্রীমতী প্রতিমা পাতিল
B) শ্রীমতী সুচেতা কৃপালিনী
C) শ্রীমতী ইন্দিরা গান্ধী
D) কোনটিই নয়
উঃ (A)
প্রশ্নঃ ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
A) জি.বি.মাভালঙ্কার
B) ডাঃ রাজেন্দ্র প্রসাদ
C) উমেশচন্দ্র ব্যানার্জী
D) কোনটিই নয়
উঃ (A)
প্রশ্নঃ দাবা খেলায় প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হন ভারতীয় কোন ব্যক্তি ?
A) ব্লাডিমিক ক্রেমনিক
B) মীর সুলতান খান
C) বিশ্বনাথন আনন্দ
D) দিব্যেন্দু বড়ুয়া
উঃ (C)
প্রশ্নঃ ভারতের প্রথম News Paper কোনটি ?
A) হরি ভূমি
B) দ্য নিউজ টুডে
C) মর্নিং নিউজ
D) কোনটিই নয়
উঃ (B)
প্রশ্নঃ দ্বিশত রান করা প্রথম ভারতীয় মহিলা হলেন –
A) মিতালি রাজ
B) অঞ্জুম চোপড়া
C) অমিতা শর্মা
D) পুনাম যাদব
উঃ (A)
প্রশ্নঃ ভারতের কোন তফসিলিতে ভারতের ভাষা সম্বন্ধে স্বীকৃতি রয়েছে ?
A) সপ্তম
B) অষ্টম
C) নবম
D) পঞ্চম
উঃ (B)
প্রশ্নঃ আন্তর্জাতিক আদালতে প্রথম ভারতীয় বিচারক হিসাবে নিযুক্ত হয়েছিলেন কে ?
A) ডাঃ নাগেন্দ্র সিংহ
B) জি.বি. মাভালঙ্কার
C) জগদীশচন্দ্র বসু
D) আর.কে.নারায়ন
উঃ (A)
প্রশ্নঃ ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম মহিলা উপ-গভর্নর কে ছিলেন ?
A) প্রতিমা রায়
B) কে.জে.উদেশি
C) মধুর জাফরী
D) কোনটিই নয়
উঃ (B)
প্রশ্নঃ ভারতের প্রথম কোন মহিলা লোকসভার অধ্যক্ষ ছিলেন ?
A) শ্রীমতী সুচেতা কৃপালিনী
B) রাজকুমারী অমৃত কৌর
C) মীরা কুমার
D) বিমলা দেবী
উঃ (C)
প্রশ্নঃ ভারতের সর্ব প্রথম গৃহমন্ত্রী কে ছিলেন ?
A) বিষ্ণুদেব সাই
B) শ্রী বেনি প্রসাদ বর্মা
C) সর্দার বল্লভ ভাই প্যাটেল
D) কোনটিই নয়
উঃ (C)
প্রশ্নঃ কে ভৌতিক বিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় ?
A) সি ভি রমন
B) জে জে থমসন
C) কৈলাশ সত্যার্থী
D) মাদার তেরেসা
উঃ (A)
প্রশ্নঃ ভারতে প্রথম কে চিকিৎসায় নোবেল অর্জন করেন ?
A) শুব্ৰনয়ন চন্দ্রশেখর
B) নিলস রিবর্গ ফিনসেন
C) ডঃ হরগোবিন্দ খুরানা
D) অমর্ত্য সেন
উঃ (C)
গুরুত্বপূর্ণ কিছু Article
ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ
List of Government Scheme In Bengali
ভারতের 2011 সালের জনগণনা
RRB Group D Science Question in Bengali
ভারতের প্রথম মহিলা তালিকা
ভারতের প্রথম পুরুষ তালিকা
[ ভারতের সাধারণজ্ঞান প্রশ্ন ও উত্তর ] এই পর্বটি আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
ভারতের সাধারণজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড লিংক
Name : ভারতের সাধারণজ্ঞান প্রশ্ন ও উত্তর
Language : Bengali
Size : 511KB
No of Page : 11
Download Link : Click Here For Download