ভারতের ভূগোল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
প্রিয় পাঠক, আজকের এই পর্বটির [ ভারতের ভূগোল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ] মধ্যে ভারতের ভূগোল সম্পর্কে One Liner Question আলোচনা করলাম। যা রাজ্য ও কেন্দ্রের পরীক্ষার জন্য ভীষন গুরুত্বপূর্ণ ।
১ ) আয়তনে ভারতের বড় রাজ্য– রাজস্থান |
২ ) আয়তেন ছােট রাজ্য – গােয়া
৩ ) জনসংখ্যায় প্রথম রাজ্য—– উত্তর প্রদেশ
৪ ) জনসংখ্যায় কম কোন রাজ্য — সিকিম
৫ ) আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের —– ১৩ তম রাজ্য
৬ ) আয়তনে বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চল— আন্দামান নিকোবর
৭ ) লােক সংখ্যায় প্রথম কোন কেন্দ্র শাসিত অঞ্চল– দিল্লী
৮ ) জনসংখ্যায় কনিষ্ঠতম কেন্দ্র শাসিত অঞ্চল— লাক্ষ্মাদ্বীপ
৯ ) হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতা কে —– কুতুবশাহী
১০ ) পাটনার প্রতিষ্ঠাতা কে —– শেরশাহ
১১ ) চন্ডিগড়ের রূপকার কে —– ফ্রেন্স আর্কিটেকট কবুশিয়ার
১২ ) ভারতের বৃহত্তম বৌদ্ধ আশ্রম কোথায়— তাবাং ( অরুনাচল প্রদেশ )
১৩ ) ভারতের কোথায় প্রথম তৈলখনি অবস্থিত হয়— ১৮৮৯ খ্রীঃ আসামের ডিগবয়
১৪ ) বিড়ি পাতা কোথায় উৎপাদিত হয়— ছত্তিশগড়
১৫ ) ভারতের “ Milk pail ” ( দুধের ভান্ড ) কাকে বলা হয়— হরিয়ানা
১৬ ) ভারতের কোন রাজ্যে প্রথম সমস্ত গ্রামে বৈদ্যুতি করণ সম্পন্ন হয় — হরিয়ানা
১৭ ) ভারতে “ Lofty Land ” কাকে বলা হয়—কর্ণাটকের কুরুন্ডু
১৮ ) ভারতের “ গার্ডেন সিটি ” কাকে বলা হয— ব্যাঙ্গালাের ।
১৯ ) ভারতের উচ্চতম জল প্রপাতের নাম কি—কর্ণাটক রাজ্যের যোগ জলপ্রপাত ,( গােরাসপ্পো নদী )
২০ ) ১৯৯১ সালে ভারতের কোন রাজ্য সর্ব স্বাক্ষর ঘােষিত হয়— কেরালা
২১ ) প্রথম সর্বস্বাক্ষর শহরের নাম কি – কোট্টায়ম ( কেরালা )
২২ ) কোন জেলা প্রথম সর্বস্বাক্ষর হিসাবে ঘােষিত হয় — এরনাকোলাম
২৩ ) আরব সাগরের রাণী কাকে বলা হয়— কোচিন
২৪ ) ভারতের ডেট্রয়েড কাকে বলা হয়— পিথামপুর
২৫ ) ভারত তথা এশিয়ার প্রথম স্পাের্টস ইউনিভারসিটি কোথায় প্রতিষ্ঠিত হয় – পুনে
২৬ ) ভারতের জুয়েল কাকে বলা হয়— ইম্ফল
২৭ ) কোন রাজ্যে বেশি সার ব্যবহৃত হয়— পাঞ্জাব
২৮ ) ভারতের কোন রাজ্য কেন্দ্রকে সবচেয়ে বেশি খাদ্যশস্য সরবরাহ করে — পাঞ্জাব
২৯ ) ভারতের কোন রাজ্যকে চিনির পাত্র বলা হয় — উত্তর প্রদেশ
৩০ ) ভারতের কোন রাজ্য প্রথম নির্বাচনের ক্ষেত্রে মহিলাদের জন্য ৩০ % সংরক্ষন করা হয় — পশ্চিমবঙ্গ
৩১ ) আন্দামান নিকোবরের মােট দ্বীপ সংখ্যা কত – ২২৩ টি
৩২ ) লাক্ষাদ্বীপের মােট দ্বীপ সংখ্যা কত ৩৬ টি — ৩৬ টি
৩৩ ) ভারতের প্রথম হাইকোর্ট তিনটি কি কি — বােম্বাই , কলকাতা ও মাদ্রাজ । ( ১৮৬২ সনে )
৩৪ ) জনসংখ্যা অনুসারে ভারতের অবস্থান পৃথিবীতে কত তম— ২ য় ( চীনের পরেই )
৩৫ ) আয়তন অনুসারে ভারত পৃথিবীর মধ্যে কত তম স্থান অধিকার করে —৭ ম
৩৬ ) ভারত পৃথিবীর ভূ – ভাগের মােট কত অংশ দখল করে আছে — ২.৪ শতাংশ ।
৩৭ ) ভারতের মােট জনসংখ্যা — ১২১.০২ কোটি ( ২০১১ সালের আদমসুমারী মুখটা অনুযায়ী )
৩৮ ) পৃথিবীর কত শতাংশ লােক ভারতে বাস করে —১৭.৫ শতাংশ
৩৯ ) ভারতের উত্তর থেকে দক্ষিণে সর্বাধিক দূরত্ব কত —৩২১৪ কিমি
৪০ ) ভারতের পূর্ব পশ্চিমের সর্বাধিক দূরত্ব কত- ২৯৩৩ কিমি
৪১ ) হিমালয়ের উত্তর থেকে দক্ষিণের দৈর্ঘ্য কত — ৫০০ কিমি ।
৪২ ) হিমালয়ের পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য কত —২৪০০ কিমি
৪৩ ) শ্রীলঙ্কা ও ভারতের মধ্যবর্তী প্রণালীর নাম — পক প্রণালী
৪৪ ) পাকিস্তান ও ভারতের সীমান্তের নাম কি — র্যাডক্লিফ লাইন ( ২৪ প্যারালাল । কেবলমাত্র পাকিস্তান দাবী করে ।
৪৫ ) ভারত ও চীনের সীমান্তের নাম কি– ম্যাকমােহন লাইন
৪৬ ) ব্রিটিশ ভারত ও আফগানিস্থানের সীমান্তে নাম কি ছিল — ডুরান্ড লাইন
৪৭ ) ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি গবাদি পশু আছে — মধ্যপ্রদেশ ।
৪৮ ) ভারতের কোন রাজ্য বাধের সংখ্যা বেশি— মধ্যপ্রদেশ
৪৯ ) ভারতের কোন রাজ্যে সড়ক পথের দৈর্ঘ্য সর্বাধিক — মহারাষ্ট্র
৫০ ) ভারতের কোন রাজ্যে বনভূমির আয়তন কম— হরিয়ানা
৫১ ) ভারতের মােট ভূমির কত শতাংশ বনভূমি —২২.৩ শতাংশ
৫২ ) ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি — আরাবল্লী
৫৩ ) ভারতের মােট রাজ্যের সংখ্যা কত- ২৮ টি
৫৪ ) নবীন তম রাজ্য কোনটি — ঝাড়খন্ড
৫৫ ) ভারতের কোন অভয়ারণ্যে বাঘের সংখ্যা বেশি — সুন্দরবনে ( পঃবঃ ) ।
৫৬ ) ভারতের পশ্চিম উপকুলের প্রধান বন্দর সমূহ হলাে— মুম্বাই , কান্ডালা , নবসেবা ( মুম্বাই ) , মারমাগাও , কোচিন , নিউম্যাঙ্গালাের
৫৭ ) পূর্ব উপকূলের বন্দর সমূহ— কলকাতা , পারাদ্বীপ , চেন্নাই , বিশাখাপত্তনম
৫৮ ) ভারতের কোন রাজ্যের বনভূমির আয়তন সর্বাধিক — মধ্যপ্রদেশ
৫৯ ) ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম — পশ্চিমবঙ্গ
৬০ ) হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম — পাঞ্জাব
৬১ ) গম উৎপাদনে কোন রাজ্য প্রথম — উত্তর প্রদেশ
৬২ ) হেক্টর প্রতি গম উৎপাদনে কোন রাজ্য প্রথম —পাঞ্জাব
৬৩ ) চা উৎপাদনে কোন রাজ্য প্রথম — আসাম
৬৪ ) কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম— কর্ণাটক
৬৫ ) তুলা উৎপাদনে কোন রাজ্য প্রথম — পাঞ্জাব
৬৬ ) আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম — উত্তর প্রদেশ
৬৭ ) হেক্টর প্রতি আখ উৎপাদনে প্রথম– তামিলনাড়ু
৬৮ ) তামাক উৎপাদনে কোন রাজ্য প্রথম— অন্ধ্রপ্রদেশ
৬৯ ) চীনা বাদাম উৎপাদনে প্রথম— গুজরাট
৭0 ) কয়লা উৎপাদনে প্রথম কোন রাজ্য — ঝাড়খন্ড
৭১ ) রবার উৎপাদনে প্রথম কোন রাজ্য — কেরালা
৭২ ) অভ্র উৎপাদনে প্রথম — বিহার
৭৩ ) লৌহ আকরিক উৎপাদনে প্রথম — মধ্যপ্রদেশ
৭৪ ) কোন রাজ্য সমুদ্র উপকূলের দৈঘ্য বেশি— অন্ধ্রপ্রদেশ
৭৫ ) ভারতের আয়তন কত— ৩২,৮৭ , ২৬৩ বর্গ কিমি
৭৬ ) ভারতের স্থল সীমানার দৈঘ্য কত— ১৫,২০০ কিমি
৭৭ ) হিমালয় কোন শিলায় তৈরী— পাললিক শিলায়
৭৮ ) কোন উপজাতির সংখ্যা ভারতে সর্বাধিক — সাঁওতাল
৭৯ ) ভারতের কোন নদীর উপত্যকা দ্বিতীয় ( গঙ্গার পর ) — গােদাবরী
৮০ ) একটি পশ্চিম বাহিনী নদীর নাম— তাপ্তী , নর্মদা
৮১ ) হিমালয়ের রাণী ” কাকে বলা হয়— কাঞ্চনজঙ্ঘা
৮২ ) ভারতবর্ষের গড় বৃষ্টিপাত কত– ১০৫ সেঃ মিঃ
৮৩ ) কোন রাজ্যে খালের মাধ্যমে জলসেচ সর্বাধিক— উত্তর প্রদেশ
৮৪ ) পৃথিবীর দীর্ঘতম বাঁধ কোনটি— হীরাকুদ
৮৫ ) দক্ষিণের গঙ্গা কাকে বলা হয়— গােদাবরী
৮৬ ) কয়েকটি রবি শস্যের নাম বল— গম , ছােলা , বাদাম ।
৮৭ ) কয়েকটি খারিফ শস্যের নাম বল– ধান , জোয়ার , বাজরা , তুলা
৮৮ ) সােনালী তন্তু কাকে বলা হয়— পাট
৯০ ) সােনা উৎপাদনে কোন রাজ্য প্রথম— কর্ণাটক
৯১ ) জীবাশ্ম জাতীয় জ্বালানী কি কি — কয়লা , পেট্রোলিয়ম
৯২ ) ভারতের শক্তি সম্পদের প্রধান উৎস কি — তাপবিদ্যুৎ শক্তি
৯৩ ) ভারতের কোন রাজ্যে ডায়মন্ড পাওয়া যায়— মধ্যপ্রদেশ
৯৪ ) ভারতের কোন রাজ্যে মােট জনসংখ্যার উপজাতির শতকরা হার বেশি— নাগাল্যান্ড
৯৫ ) ভারতের কোন রাজ্যে উপজাতি নেই— হরিয়ানা
৯৬ ) উপজাতির সংখ্যা কোন রাজ্যে বেশি— মধ্যপ্রদেশ
৯৭ ) ভারতের সীমান্ত অক্ষাংশ কত ৮ ডিগ্রী – ৪ মিনিট উত্তর এবং ৩৭ ডিগ্রী – ৬ মিনিট উত্তর
৯৮ ) ভারতের জলসেচ ব্যবস্থার সর্বোত্তম পদ্ধতি কোনটি — খাল ব্যবস্থা
৯৯ ) “ রু – রিভােলিউশন ” কিসের সহিত সম্পর্কিত —ফিসিং
১০০ ) শিল্পোন্নয়ন ও মূলধন বিনিয়ােগে কোন রাজ্যের সর্বাধিক গুরুত্ব রয়েছে — মহারাষ্ট্রে
১০১ ) ভিলাই লৌহ ইস্পাত শিল্পে কোন রাষ্ট্রের সহযােগিতায় তৈরী— পূর্বতন সােভিয়েত রাশিয়া ।
১০২ ) ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ— কুল্লেরু
১০৩ ) ভূপালে ইউনিয়ন কাবাইডের কারখানা থেকে কোন গ্যাস নির্গত হয়— মিথাইল আইসাে সায়ানাইড ।
১০৪ ) ভারতের কোন রাজ্যে প্রথম বৈদ্যুতিক মেশিনে ভােট হয়— গােয়া
১০৫ ) দিল্লি ছাড়া আর কোথায় যন্তর মন্তর আছে— জয়পুর
১০৬ ) তিব্বতীভাষায় এভারেষ্টের নাম কি —চোমং লাঙমা
১০৭ ) ভারতের বৃহত্তম থিয়েটার কোথায় অবস্থিত —মাদুরাই ( থােঙ্গামা ) থানগম
১০৮ ) ভারতের প্রথম চালকবিহীন বিমানের নাম কি —লক্ষ্য
১০৯ ) ভারতের সবচেয়ে বড় পশু মেলা কোথায় হয়– শােনপুর ( বিহার )
১১০ ) সিয়াচেনের পর ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহের নাম কি — গঙ্গোত্রী
১১১ ) ভারতের একমাত্র আগ্নেয়গিরি কোথায় অবস্থিত— আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন ও নারকোন ডাম দ্বীপ
১১২ ) দিল্লীর লালকেল্লা কে স্থাপন করেন— শেরশাহ
১১৩ ) ভারতের উচ্চতম দরজার নাম কি — বুলন্দ দরওয়াজা
১১৪ ) ভারতের প্রথম উপপ্রধান মন্ত্রী কে ছিলেন— বল্লভ ভাই প্যাটেল
১১৫ ) কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি — স্যার এলিজা ইম্পে
১১৬ ) কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি — শম্ভুনাথ পন্ডিত
১১৭ ) ভূদান আন্দোলনের সহিত কে ও কোন রাজ্য সম্পর্কিত — রাজস্থান
১১৮ ) চিপকো আন্দোলনের সহিত কে যুক্ত— গৌরীদেবী , সুন্দরলাল বহুগুণা
১১৯ ) উলার , ডাল , জেনার হ্রদ কোথায় অবস্থিত— কাশ্মীর উপত্যকায়
১২০ ) বানিহাল বর্তমান জওহর টানেল কোথায় অবস্থিত — কাশ্মীরে
১২১ ) গাঙ্গেয় উপত্যকায় অবস্থিত প্রাচীন পলি গঠিত সমভূমির নাম— ভাঙ্গর
১২২ ) গাঙ্গেয় উপত্যকায় অবস্থিত নতুন পলিগঠিত সমভূমির নাম— খাদর
১২৩ ) আবহাওয়া সংক্রান্ত যাবতীয় ঘটনা ঘটে কোন স্তরে— ট্রপােস্ফিয়ার
১২৪ ) Wily Wily কি ক্ৰাষ্ট্ৰীয় ঝড় — উত্তর -পশ্চিম অস্ট্রেলিয়ায়
১২৫ ) শিবকিলা , বরলাচা , রােটা , পাস কোন রাজ্যে — হিমাচল প্রদেশ
১২৬ ) নাথুলা জেলেকালা কোথায় অবস্থিত — সিকিমে
১২৭ ) ভারতের জলসীমান্ত কতদূর পর্যন্ত — ১২ নটিকাল মাইল
১২৮ ) আপাত বেকারত্ব দেখা যায় কোন ক্ষেত্রে— কৃষিক্ষেত্রে
১২৯ ) ভারতের কোন মহিলা প্রথম রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দিতা – লক্ষ্মী সায়গল ।
১৩০ ) পাইরােমিটার কোন কাজে ব্যবহৃত হয়— উচ্চ তাপমাত্রা পরিমাপে
১৩১ ) ভারতের কোন উপজাতি সর্বাধিক — সাঁওতাল
১৩২ ) ব্ল্যাক প্যাগােডা কাকে বলে— কোনারকের সূর্যমন্দির
১৩৩ ) ভারতের চারপ্রান্তে চারটি মন্দির স্থাপন করেন কে— শঙ্করাচার্য
১৩৪ ) ভারতের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন গ্রহকে কুগ্রহ বলা হয়— শনি
১৩৫ ) বিভিন্ন রাজ্যের লােকসভার আসন কোন সেন্সস অনুযায়ী হয়েছিল —১৯৭১ সালে
১৩৬ ) ভারতের কোন রাজ্য প্রথম সর্বস্বাক্ষর হিসাবে পরিগণিত হয় — কেরালা
১৩৭ ) ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশী সংখ্যক লােক দারিদ্র্য সীমার নীচে বাস করে— ওড়িশা ( ২০০১ )
১৩৮ ) রেগুর ’ বলতে কি বােঝ— কৃষ্ণ মৃত্তিকাকে বােঝায় ।
১৩৯ ) যে শক্তি ভূ – পৃষ্ঠে ভূ – কম্প ও অগ্নৎপাতের জন্য দায়ী তা হল— টেকটনিক শক্তি
১৪০ ) ভারতের সবুজ নগরী কোনটি— চেন্নাই ।
১৪১ ) ভারতে হলিউড কাকে বলে — মুম্বাই
১৪২ ) হ্রদ নগরী কাকে বলে— হায়দ্রাবাদ
১৪৩ ) দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়— মাদুরাই
১৪৪ ) ভারতে অবস্থিত বৃহত্তম নদীগঠিত দ্বীপ / চড়া— মাজুলি ( ব্রহ্মপুত্র নদীতে )
১৪৫ ) চারমিনার সৌধস্তম্ভ কোথায় অবস্থিত— হায়দ্রাবাদ
১৪৬ ) ভারতে কোন শিল্পে সর্বাধিক শ্রমিক নিযুক্ত — বস্ত্রশিল্পে
১৪৭ ) হায়দ্রাবাদের যমজ শহর কাকে বলে— সেকেন্দ্রাবাদ
১৪৮ ) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উচ্চতম শৃঙ্গ — মাউন্ট স্যাডল
১৪৯ ) ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি — ইন্দিরা পয়েন্ট
১৫০ ) সাগর সম্রাট ’ কি — মুম্বাই দরিয়ায় ভাসমান খনিজ তেল উত্তোলনকারী জাহাজ
১৫১ ) ভারতে বৃহত্তম কৃত্রিম হ্রদের নাম— গােবিন্দ সরােবর
১৫২ ) ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি— মুম্বাই
১৫৩ ) ‘ National Geographical Research Institute অবস্থিত — হায়দ্রাবাদ
১৫৪ ) ভারতের উচুতম সড়কপথ— খরদুংলা সড়ক ( লে থেকে মানালী পর্যন্ত )
১৫৫ ) প্রাচ্যের ডান্ডী কাকে বলা হয় — বাংলাদেশের নারায়ণগঞ্জ
১৫৬ ) কত সালে ভারতে ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয়— ১৯৫৬ সালে
১৫৭ ) হিমালয় কোন শিলা দ্বারা গঠিত — পাললিক শিলাদ্বারা
১৫৮ ) ভারতের একটি পশ্চিমবাহিনী নদীর নাম কি — নর্মদা
১৫৯ ) ভারতের কোন রাজ্যে ৯০ শতাংশ বনভূমি— অরুনাচলপ্রদেশ
১৬০ ) ভারতের কোথায় বিভিন্ন প্রকারের ফুল পাওয়া যায়— হিমালয়ের উত্তরাঞ্চলে
১৬১ ) ভারতের কোথায় গাধা সংরক্ষন কেন্দ্র অবস্থিত— গুজরাট
১৬২ ) ” ঝুম ” কি – পার্বত্য অঞ্চলে এক প্রকার উপজাতীয় চাষ পদ্ধতি
১৬৩ ) ” গেরুয়া রঙ “কোথায় বেশী দেখা যায়— জম্মু ও কাশ্মীর
১৬৪ ) কফি গাছের কোন অংশ থেকে সংগ্রহ করা হয়— ফল
১৬৫ ) নীরব উপত্যকা কোন রাজ্যে অবস্থিত — কেরালা
১৬৬ ) ভারতের শক্তি সম্পদের প্রধান উৎস কি— তাপবিদ্যুৎ
১৬৭ ) ভারতের ভৌগলিক মানচিত্র তৈরী করে কোন সংস্থা— Survey of India .
১৬৮ ) ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথের নাম কি– NH – 7
১৬৯ ) মিগ ইঞ্জিন কোথায় সংযােজন করা হয়— কোরাপুট
১৭০ ) ১৮২৭ সালে ভারতবর্ষের কোথায় প্রথম ডাকটিকিট চালু করা হয় — করাচী
১৭১ ) ভারতের কতগুলি ‘ পােস্টাল জোন ’ আছে— ৮ টি
১৭২ ) ভারতের পিনকোডে কতগুলি কোড আছে— ৬ টি
১৭৩ ) সবুজ বিপ্লবে কোন ফসলের উপর বেশী গুরুত্ব আরােপ করা হয়েছিল— গম |
সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল
ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ
List of Government Scheme In Bengali
ভারতের 2011 সালের জনগণনা
RRB Group D Science Question in Bengali
ভারতের প্রথম মহিলা তালিকা
ভারতের প্রথম পুরুষ তালিকা
[ ভারতের ভূগোল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ] এই পর্বটি আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
ভারতের ভূগোল সম্পর্কে পর্বটির PDF ডাউনলোড লিংক
Name : ভারতের ভূগোল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
Language : Bengali
Size : 496KB
No of Page : 09
Download Link : Click Here For Download