GK Question in Bengali Page 9 of 200 – lakhya

GK Question in Bengali Page 9 of 200 – lakhya

প্রিয় পাঠক, GK Question in Bengali পর্বের আজকের এটি নবম পর্ব। এই পর্বটির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা ৫০ টি প্রশ্ন উত্তর । যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

১। ওস্তাদ বরেগোলামালি খান কোন ঘরানার শিল্পী ছিলেন ?
উত্তর: ওস্তাদ বরেগোলামালি খান গোয়ালিয়র ঘরানার শিল্পী ছিলেন ।

২। নির্বাচন কেন্দ্রে কবে প্রথমবার বৈদ্যুতিক ভোটদান যন্ত্র ব্যবহার করা হয় ?
উত্তর: নির্বাচন কেন্দ্রে ১৯৮২ সালের মে মাসে প্রথমবার বৈদ্যুতিক ভোটদান যন্ত্র ব্যবহার করা হয়।

৩। মাউন্ট কিলিমাঞ্জারো পর্বতশৃঙ্গটি কোন দেশে অবস্থিত ?
উত্তর: মাউন্ট কিলিমাঞ্জারো পর্বতশৃঙ্গটি তানজানিয়ায় অবস্থিত ।

৪। আইস হকি খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে ?
উত্তর: আইস হকি খেলায় একটি দলে ৬ জন খেলোয়াড় থাকে।

৫। কিষেণ মহারাজের নাম কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?
উত্তর: কিষেণ মহারাজের নাম তবলার সাথে যুক্ত ।

৬। সৈন্ধব লবন কোন শিলার অন্তর্গত ?
উত্তর: সৈন্ধব লবন পাললিক শিলার অন্তর্গত ।

৭। কোন ভারতীয় রাজা প্রথম নিজ রাজ্যে অস্পৃশ্যতা নিষিদ্ধ করেন ?
উত্তর: ভারতীয় রাজা ছত্রপতি শাহ প্রথম নিজ রাজ্যে অস্পৃশ্যতা নিষিদ্ধ করেন।

৮। বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর লুসানে অবস্থিত ।

৯। ‘বাদ’ কাকে বলে ?
উত্তর: সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমি ও বনভূমিকে ।

১০। কোন স্থান দক্ষিণ ভারতের বাগান, নামে পরিচিত ?
উত্তর: তাঞ্জোর দক্ষিণ ভারতের বাগান, নামে পরিচিত।

১১। পৃথিবীর কোন কাল্পনিক রেখাকে, মহাবৃত্ত বলা হয় ?
উত্তর: জিরো (০) ডিগ্রি অক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় ।

১২। রিভার হর্স কোন প্রাণীর অপর নাম ?
উত্তর: রিভার হর্স জলহস্তীর অপর নাম ।

১৩। বাংলায় ছিয়াত্তরের মন্বন্তরের সময় কোন ইংরেজ ভারত শাসক ছিলেন ?
উত্তর: বাংলায় ছিয়াত্তরের মন্বন্তরের সময় লর্ড কার্টিয়ের ভারত শাসক ছিলেন ।

১৪। ভারতে পোলট্রি শিল্পের জনক কাকে বলা হয় ?
উত্তর: ভারতে পোলট্রি শিল্পের জনক বলা হয় ড : বি ভিরাওকে ।

১৫। নাইকুম ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব ?
উত্তর: নাইকুম ভারতের অরুণাচল প্রদেশের একটি বিখ্যাত উৎসব।

১৬। ভারতের জাতীয় ক্যালেন্ডার কত সালে গৃহীত হয় ?
উত্তর: ভারতের জাতীয় ক্যালেন্ডার ১৯৫৭ সালের ২২ শে মার্চ গৃহীত হয়।

১৭। টোবাকো মোজেইক রোগটি কোন বিজ্ঞানীর নামের অনুকরণে রাখা হয়েছে ?
উত্তর: টোবাকো মোজেইক রোগটি বিজ্ঞানী স্ট্যানলির নামের অনুকরণে রাখা হয়েছে ।

১৮। ‘এসম’ স্টেডিয়াম কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর: ‘এসম’ স্টেডিয়াম ঘৌড়দৌড় খেলার সাথে যুক্ত।

১৯। ভারতে গরিবী হটাও কর্মসূচী কোন পরিকল্পনাকালে গৃহীত হয় ?
উত্তর: ভারতে গরিবী হটাও কর্মসূচী পঞ্চম পরিকল্পনায় গৃহীত হয়।

২০। মেট্রোনাম যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
উত্তর: মেট্রোনাম যন্ত্রের সাহায্যে সময় পরিমাপ করা হয়।

২১। ভারতের পশুক্লেশ বন্ধে সর্বপ্রথম কে উদ্যোগ নেন ?
উত্তর: ভারতের পশুক্লেশ বন্ধে সর্বপ্রথম প্যারীচাঁদ মিত্র উদ্যোগ নেন।

২২। ব্যাটম্যানের ব্যাট কোন শ্রেণির লিভার ?
উত্তর: ব্যাটম্যানের ব্যাট তৃতীয় শ্রেণির লিভার ।

২৩। বিখ্যাত সরোদ বাদক ওস্তাদ আমজাদ আলি খান কোন ঘরানার শিল্পী ?
উত্তর: বিখ্যাত সরোদ বাদক ওস্তাদ আমজাদ আলি খান সেনিয়া বাঙ্গাস ঘরানার শিল্পী ।

২৪। ভারতে হিন্দি সাহিত্যে সর্বাধিক বিকাশ ঘটে কোন যুগে ?
উত্তর: ভারতে হিন্দি সাহিত্যে সর্বাধিক বিকাশ ঘটে সুলতানী যুগে।

২৫। কুস্তির ক্ষেত্রে একটি নাম কতক্ষণ স্থায়ী হয় ?
উত্তর: কুস্তির ক্ষেত্রে একটি নাম ন মিনিট স্থায়ী হয় ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top