প্রিয় পাঠক, GK Question in Bengali পর্বের আজকের এটি অষ্টম পর্ব। এই পর্বটির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা ৫০ টি প্রশ্ন উত্তর । যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
১। প্লুরেসি রোগে মানবদেহের কোন অঙ্গ আক্রান্ত হয় ?
উত্তর: প্লুরেসি রোগে মানবদেহের ফুসফুস আক্রান্ত হয়।
২। ওয়াটার গ্যাস কি ?
উত্তর: কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ ।
৩। ম্যাকমিটার যন্ত্রের দ্বারা কি পরিমাপ করা হয় ?
উত্তর: ম্যাকমিটার যন্ত্রের দ্বারা বিমানের গতি পরিমাপ করা হয়।
৪। ভারতের কোন রাজ্য ঈশ্বরের আপন দেশ নামে পরিচিত।
উত্তর: ভারতের কেরালা রাজ্য ঈশ্বরের আপন দেশ নামে পরিচিত।
৫। বিন্দুসার কোন প্রদেশে বিদ্রোহ দমন করতে অশোককে পাঠিয়েছিলেন ?
উত্তর: বিন্দুসার উজ্জয়িনীতে বিদ্রোহ দমন করতে অশোককে পাঠিয়েছিলেন।
৬। রক্তে বিলিরুবিনের বৃদ্ধি কোন রোগকে নির্দেশিত করে ?
উত্তর: রক্তে বিলিরুবিনের বৃদ্ধি জন্ডিসকে নির্দেশিত করে।
৭। সূর্যগ্রহণের সময় সূর্যের যে অংশ মানব চোখে প্রতীয়মান হয় , তাকে কি বলে ?
উত্তর: সূর্যগ্রহণের সময় সূর্যের যে অংশ মানব চোখে প্রতীয়মান হয় , তাকে করোনা বলে ।
৮। কার সময় থেকে কংগ্রেসে আবেদন নিবেদন নীতির অবসান ঘটে ?
উত্তর: মহাত্মা গান্ধীর সময় থেকে কংগ্রেসে আবেদন নিবেদন নীতির অবসান ঘটে ।
৯। কসমিক বর্ষ কাকে বলে ?
উত্তর: সূর্য যে সময় নিজের কেন্দ্রের চারিদিকে ঘোরে ।
১০। ভারতের প্রথম স্পঞ্জ আয়রণ কারখানা কোথায় প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ভারতের প্রথম স্পঞ্জ আয়রণ কারখানা উড়াপ্পাতে প্রতিষ্ঠিত হয়।
১১। জিরানিয়াম গাছের কোন অংশ থেকে প্রাপ্ত তেল আতর প্রস্তুতিতে ব্যবহৃত হয় ?
উত্তর: জিরানিয়াম গাছের কান্ড থেকে প্রাপ্ত তেল আতর প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
১২। অনাবাসী দিবস কোন দিন পালিত হয় ?
উত্তর: ৯ ই জানুয়ারি অনাবাসী দিবস পালিত হয়।
১৩। আলকাতরা থেকে কোন গ্যাস পাওয়া যায় ?
উত্তর: আলকাতরা থেকে কার্বলিক গ্যাস পাওয়া যায়।
১৪। একটি সোজা দন্ডকে তির্যকভাবে জলে আংশিক ডোবালে দন্ডটি বাঁকা দেখানোর কারণ কি ?
উত্তর: একটি সোজা দন্ডকে তির্যকভাবে জলে আংশিক ডোবালে দন্ডটি বাঁকা দেখানোর কারণ হল আলোকের প্রতিসরণ ।
১৫। গুইন্ডি হরিণ অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: গুইন্ডি হরিণ অভয়ারণ্য ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত।
১৬। পেরিটোনিয়াম কি ?
উত্তর: পেরিটোনিয়াম হল যকৃতের বহিরাবরণ ।
১৭। ফার্নান্দো অ্যালনসো কোন ধরণের খেলার একটি বিখ্যাত নাম ?
উত্তর: ফার্নান্দো অ্যালনসো ফর্মুলা -১ কার রেসিং খেলার একটি বিখ্যাত নাম।
১৮। কোন পাখি সরাসরি সূর্যের দিকে তাকাতে পারে ?
উত্তর: ঈগল সরাসরি সূর্যের দিকে তাকাতে পারে।
১৯। কে ব্রিটিশ সংবিধানের বাইবেল নামে পরিচিত ?
উত্তর: ম্যাগনাকার্টা ব্রিটিশ সংবিধানের বাইবেল নামে পরিচিত।
২০। কোন প্রাণীর দেহে অন্তঃকোষীয় ও বহুকোষীয় উভয়প্রকার পরিপাক দেখা যায় ?
উত্তর: হাইড্রার দেহে অন্তঃকোষীয় ও বহুকোষীয় উভয়প্রকার পরিপাক দেখা যায় ।
২১। কিওটো প্রোটোকল কিসের সঙ্গে সম্পর্কিত ?
উত্তর: কিওটো প্রোটোকল পরিবেশ সংক্রান্ত ক্ষতিকারক গ্যাসের পরিমাণ কমানোর সঙ্গে সম্পর্কিত ।
২২। ভিয়েতনাম যুদ্ধ কত সালে শেষ হয় ?
উত্তর: ভিয়েতনাম যুদ্ধ ১৯৭৪ সালে শেষ হয়।
২৩। নটবর সিং ভোলকার কান্ডের তদন্তে নিযুক্ত কমিশনের প্রধান কে ছিলেন ?
উত্তর: নটবর সিং ভোলকার কান্ডের তদন্তে নিযুক্ত কমিশনের প্রধান আর এস পাঠক ।
২৪। সেফলজি কোন ক্ষেত্রের সাথে জড়িত ?
উত্তর: সেফলজি নির্বাচনী ফলাফলের ভবিষ্যৎবাণীর সাথে জড়িত ।
২৫। টাইবার নদী কোন শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ?
উত্তর: টাইবার নদী রোম শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে।
আরও কিছু পর্ব
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
২৬। পূর্ব ও পশ্চিম জার্মানি বার্লিন প্রাচীর ভেঙে কত সালে একত্রিত হয় ?
উত্তর: পূর্ব ও পশ্চিম জার্মানি বার্লিন প্রাচীর ভেঙে ১৯৯০ সালে একত্রিত হয়।
২৭। অ্যাকোয়াফর্টিস কি ?
উত্তর: অ্যাকোয়াফর্টিস হল নাইট্রিক অ্যাসিড ।
২৮। কোন প্রাণীর জীব তাদের শরীরের সমান মাপের ?
উত্তর: গিরগিটির জীব তাদের শরীরের সমান মাপের ।
২৯। ল্যাপটপ কম্পিউটার কে আবিষ্কার করেন ?
উত্তর: ল্যাপটপ কম্পিউটার আবিষ্কার করেন সিন ক্লেয়ার ।
৩০। পাইরাফোবিয়া কিসের সাথে যুক্ত ?
উত্তর: পাইরাফোবিয়া আগুনের সাথে যুক্ত ।
৩১। চাপের প্রভাবে দুই খন্ড বা ততোধিক পরিমাণ বরফ খন্ডের সংযুক্ত কি নামে পরিচিত ?
উত্তর: চাপের প্রভাবে দুই খন্ড বা ততোধিক পরিমাণ বরফ খন্ডের সংযুক্ত পুনঃশিলীভবন নামে পরিচিত।
৩২। আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা বা ফিফা কত সালে গঠিত হয় ?
উত্তর: আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা বা ফিফা ১৯৩৪ সালে গঠিত হয় ।
৩৩। ‘হোয়াট ইন্ডিয়া নিড্স টুডে ইজ এ বোম্ব’ উক্তিটি কার ?
উত্তর: ‘হোয়াট ইন্ডিয়া নিড্স টুডে ইজ এ বোম্ব’ উক্তিটি হল নেতাজী সুভাষ চন্দ্র বসুর।
৩৪। শাশুড়ি বৌ মন্দির কোথায় অবস্থিত ?
উত্তর: শাশুড়ি বৌ মন্দির গোয়ালিয়রে অবস্থিত ।
৩৫। ‘ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্দরে’ – উক্তিটি কার ?
উত্তর: ‘ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্দরে’ – উক্তিটি হল গোলাম মোস্তাফা ।
৩৬। পুসতাম কোন দেশের তৃণভূমি ?
উত্তর: পুসতাম হাঙ্গেরীর তৃণভূমি ।
৩৭। ভুমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে কোন প্রণালী যুক্ত করেছে ?
উত্তর: ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে জিব্রাল্টার প্রণালী যুক্ত করেছে।
৩৮। অষ্টমুদি হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: অষ্টমুদি হ্রদ ভারতের কেরালা রাজ্যে অবস্থিত।
৩৯। বর্ণ বেলাক কাপ কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর: বর্ণ বেলাক কাপ টেবিল টেনিস খেলার সাথে যুক্ত।
৪০। থিওরি অফ অপজিট কুইস কোন মনোবিজ্ঞানীর মতোবাদ ?
উত্তর: থিওরি অফ অপজিট কুইস গিরীন্দ্রশেখর বসুর মতোবাদ ।
৪১। কোন ভাইরাসের কারণে মানুষ হাম রোগে আক্রান্ত হয় ?
উত্তর: মিজল ভাইরাসের কারণে মানুষ হাম রোগে আক্রান্ত হয়।
৪২। ভিক্টর হুগো কোন ভাষার বিখ্যাত লেখক ছিলেন ?
উত্তর: ভিক্টর হুগো ফরাসি ভাষার বিখ্যাত লেখক ছিলেন।
৪৩। স্টম্যাক স্টিকিং কি ?
উত্তর: ভেনট্রিলোকুইজম বা দূরাগত শব্দানুকরণ বিদ্যার অপর নাম ।
৪৪। সারাবন্দী আন্দোলনের নায়ক কে ছিলেন ?
উত্তর: সারাবন্দী আন্দোলনের নায়ক ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী ।
৪৫। কোন অলিম্পিকে সর্বপ্রথম অলিম্পিক ভিলেজের ধারণাটি বাস্তবায়িত করা হয় ?
উত্তর: লস অ্যাঞ্জেল্স অলিম্পিকে সর্বপ্রথম অলিম্পিক ভিলেজের ধারণাটি বাস্তবায়িত করা হয়।
৪৬। গভর্নর জেনারেল উপাধিটি পরিবর্তিত হয়ে ভাইসরয় হয় কোন সাল থেকে ?
উত্তর: গভর্নর জেনারেল উপাধিটি পরিবর্তিত হয়ে ভাইসরয় হয় ১৮৫৮ সাল থেকে ।
৪৭। কোন বিষয়ের বিদ্যাকে থিওলজি বলা হয় ?
উত্তর: ধর্ম বিষয়ক বিদ্যাকে থিওলজি বলা হয়।
৪৮। মহাপ্রয়ান ঘাট কার সমাধিস্থল ?
উত্তর: মহাপ্রয়ান ঘাট ড : রাজেন্দ্রপ্রসাদের সমাধিস্থল ।
৪৯। ডেলটিওলজি কিসের সাথে যুক্ত ?
উত্তর: ডেলটিওলজি পোস্টকার্ডের সাথে যুক্ত।
৫০। কোন দেশের সর্বোচ্চ বিচারালয়কে আইনসভার তৃতীয় কক্ষ বলা হয় ?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বিচারালয়কে আইনসভার তৃতীয় কক্ষ বলা হয়।
GK Question in Bengali এই অষ্টম পর্বটির প্রশ্ন উত্তর গুলি যে সকল চাকরির পরীক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেগুলি হল পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, ভারতীয় রেলের পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা ইত্যাদি আরও state এর exam গুলিতে খুব ভাল একটি ফল দেবে ।