GK Question in Bengali

GK Question in Bengali Page 8 of 200 – lakhya

১। প্লুরেসি রোগে মানবদেহের কোন অঙ্গ আক্রান্ত হয় ?
উত্তর: প্লুরেসি রোগে মানবদেহের ফুসফুস আক্রান্ত হয়।

২। ওয়াটার গ্যাস কি ?
উত্তর: কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ ।

৩। ম্যাকমিটার যন্ত্রের দ্বারা কি পরিমাপ করা হয় ?
উত্তর: ম্যাকমিটার যন্ত্রের দ্বারা বিমানের গতি পরিমাপ করা হয়।

৪। ভারতের কোন রাজ্য ঈশ্বরের আপন দেশ নামে পরিচিত।
উত্তর: ভারতের কেরালা রাজ্য ঈশ্বরের আপন দেশ নামে পরিচিত।

৫। বিন্দুসার কোন প্রদেশে বিদ্রোহ দমন করতে অশোককে পাঠিয়েছিলেন ?
উত্তর: বিন্দুসার উজ্জয়িনীতে বিদ্রোহ দমন করতে অশোককে পাঠিয়েছিলেন।

৬। রক্তে বিলিরুবিনের বৃদ্ধি কোন রোগকে নির্দেশিত করে ?
উত্তর: রক্তে বিলিরুবিনের বৃদ্ধি জন্ডিসকে নির্দেশিত করে।

৭। সূর্যগ্রহণের সময় সূর্যের যে অংশ মানব চোখে প্রতীয়মান হয় , তাকে কি বলে ?
উত্তর: সূর্যগ্রহণের সময় সূর্যের যে অংশ মানব চোখে প্রতীয়মান হয় , তাকে করোনা বলে ।

৮। কার সময় থেকে কংগ্রেসে আবেদন নিবেদন নীতির অবসান ঘটে ?
উত্তর: মহাত্মা গান্ধীর সময় থেকে কংগ্রেসে আবেদন নিবেদন নীতির অবসান ঘটে ।

৯। কসমিক বর্ষ কাকে বলে ?
উত্তর: সূর্য যে সময় নিজের কেন্দ্রের চারিদিকে ঘোরে ।

১০। ভারতের প্রথম স্পঞ্জ আয়রণ কারখানা কোথায় প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ভারতের প্রথম স্পঞ্জ আয়রণ কারখানা উড়াপ্পাতে প্রতিষ্ঠিত হয়।

১১। জিরানিয়াম গাছের কোন অংশ থেকে প্রাপ্ত তেল আতর প্রস্তুতিতে ব্যবহৃত হয় ?
উত্তর: জিরানিয়াম গাছের কান্ড থেকে প্রাপ্ত তেল আতর প্রস্তুতিতে ব্যবহৃত হয়।

১২। অনাবাসী দিবস কোন দিন পালিত হয় ?
উত্তর: ৯ ই জানুয়ারি অনাবাসী দিবস পালিত হয়।

১৩। আলকাতরা থেকে কোন গ্যাস পাওয়া যায় ?
উত্তর: আলকাতরা থেকে কার্বলিক গ্যাস পাওয়া যায়।

১৪। একটি সোজা দন্ডকে তির্যকভাবে জলে আংশিক ডোবালে দন্ডটি বাঁকা দেখানোর কারণ কি ?
উত্তর: একটি সোজা দন্ডকে তির্যকভাবে জলে আংশিক ডোবালে দন্ডটি বাঁকা দেখানোর কারণ হল আলোকের প্রতিসরণ ।

১৫। গুইন্ডি হরিণ অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: গুইন্ডি হরিণ অভয়ারণ্য ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত।

১৬। পেরিটোনিয়াম কি ?
উত্তর: পেরিটোনিয়াম হল যকৃতের বহিরাবরণ ।

১৭। ফার্নান্দো অ্যালনসো কোন ধরণের খেলার একটি বিখ্যাত নাম ?
উত্তর: ফার্নান্দো অ্যালনসো ফর্মুলা -১ কার রেসিং খেলার একটি বিখ্যাত নাম।

১৮। কোন পাখি সরাসরি সূর্যের দিকে তাকাতে পারে ?
উত্তর: ঈগল সরাসরি সূর্যের দিকে তাকাতে পারে।

১৯। কে ব্রিটিশ সংবিধানের বাইবেল নামে পরিচিত ?
উত্তর: ম্যাগনাকার্টা ব্রিটিশ সংবিধানের বাইবেল নামে পরিচিত।

২০। কোন প্রাণীর দেহে অন্তঃকোষীয় ও বহুকোষীয় উভয়প্রকার পরিপাক দেখা যায় ?
উত্তর: হাইড্রার দেহে অন্তঃকোষীয় ও বহুকোষীয় উভয়প্রকার পরিপাক দেখা যায় ।

২১। কিওটো প্রোটোকল কিসের সঙ্গে সম্পর্কিত ?
উত্তর: কিওটো প্রোটোকল পরিবেশ সংক্রান্ত ক্ষতিকারক গ্যাসের পরিমাণ কমানোর সঙ্গে সম্পর্কিত ।

২২। ভিয়েতনাম যুদ্ধ কত সালে শেষ হয় ?
উত্তর: ভিয়েতনাম যুদ্ধ ১৯৭৪ সালে শেষ হয়।

২৩। নটবর সিং ভোলকার কান্ডের তদন্তে নিযুক্ত কমিশনের প্রধান কে ছিলেন ?
উত্তর: নটবর সিং ভোলকার কান্ডের তদন্তে নিযুক্ত কমিশনের প্রধান আর এস পাঠক ।

২৪। সেফলজি কোন ক্ষেত্রের সাথে জড়িত ?
উত্তর: সেফলজি নির্বাচনী ফলাফলের ভবিষ্যৎবাণীর সাথে জড়িত ।

২৫। টাইবার নদী কোন শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ?
উত্তর: টাইবার নদী রোম শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে।

২৬। পূর্ব ও পশ্চিম জার্মানি বার্লিন প্রাচীর ভেঙে কত সালে একত্রিত হয় ?
উত্তর: পূর্ব ও পশ্চিম জার্মানি বার্লিন প্রাচীর ভেঙে ১৯৯০ সালে একত্রিত হয়।

২৭। অ্যাকোয়াফর্টিস কি ?
উত্তর: অ্যাকোয়াফর্টিস হল নাইট্রিক অ্যাসিড ।

২৮। কোন প্রাণীর জীব তাদের শরীরের সমান মাপের ?
উত্তর: গিরগিটির জীব তাদের শরীরের সমান মাপের ।

২৯। ল্যাপটপ কম্পিউটার কে আবিষ্কার করেন ?
উত্তর: ল্যাপটপ কম্পিউটার আবিষ্কার করেন সিন ক্লেয়ার ।

৩০। পাইরাফোবিয়া কিসের সাথে যুক্ত ?
উত্তর: পাইরাফোবিয়া আগুনের সাথে যুক্ত ।

৩১। চাপের প্রভাবে দুই খন্ড বা ততোধিক পরিমাণ বরফ খন্ডের সংযুক্ত কি নামে পরিচিত ?
উত্তর: চাপের প্রভাবে দুই খন্ড বা ততোধিক পরিমাণ বরফ খন্ডের সংযুক্ত পুনঃশিলীভবন নামে পরিচিত।

৩২। আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা বা ফিফা কত সালে গঠিত হয় ?
উত্তর: আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা বা ফিফা ১৯৩৪ সালে গঠিত হয় ।

৩৩। ‘হোয়াট ইন্ডিয়া নিড্স টুডে ইজ এ বোম্ব’ উক্তিটি কার ?
উত্তর: ‘হোয়াট ইন্ডিয়া নিড্স টুডে ইজ এ বোম্ব’ উক্তিটি হল নেতাজী সুভাষ চন্দ্র বসুর।

৩৪। শাশুড়ি বৌ মন্দির কোথায় অবস্থিত ?
উত্তর: শাশুড়ি বৌ মন্দির গোয়ালিয়রে অবস্থিত ।

৩৫। ‘ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্দরে’ – উক্তিটি কার ?
উত্তর: ‘ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্দরে’ – উক্তিটি হল গোলাম মোস্তাফা ।

৩৬। পুসতাম কোন দেশের তৃণভূমি ?
উত্তর: পুসতাম হাঙ্গেরীর তৃণভূমি ।

৩৭। ভুমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে কোন প্রণালী যুক্ত করেছে ?
উত্তর: ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে জিব্রাল্টার প্রণালী যুক্ত করেছে।

৩৮। অষ্টমুদি হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: অষ্টমুদি হ্রদ ভারতের কেরালা রাজ্যে অবস্থিত।

৩৯। বর্ণ বেলাক কাপ কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর: বর্ণ বেলাক কাপ টেবিল টেনিস খেলার সাথে যুক্ত।

৪০। থিওরি অফ অপজিট কুইস কোন মনোবিজ্ঞানীর মতোবাদ ?
উত্তর: থিওরি অফ অপজিট কুইস গিরীন্দ্রশেখর বসুর মতোবাদ ।

৪১। কোন ভাইরাসের কারণে মানুষ হাম রোগে আক্রান্ত হয় ?
উত্তর: মিজল ভাইরাসের কারণে মানুষ হাম রোগে আক্রান্ত হয়।

৪২। ভিক্টর হুগো কোন ভাষার বিখ্যাত লেখক ছিলেন ?
উত্তর: ভিক্টর হুগো ফরাসি ভাষার বিখ্যাত লেখক ছিলেন।

৪৩। স্টম্যাক স্টিকিং কি ?
উত্তর: ভেনট্রিলোকুইজম বা দূরাগত শব্দানুকরণ বিদ্যার অপর নাম ।

৪৪। সারাবন্দী আন্দোলনের নায়ক কে ছিলেন ?
উত্তর: সারাবন্দী আন্দোলনের নায়ক ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী ।

৪৫। কোন অলিম্পিকে সর্বপ্রথম অলিম্পিক ভিলেজের ধারণাটি বাস্তবায়িত করা হয় ?
উত্তর: লস অ্যাঞ্জেল্স অলিম্পিকে সর্বপ্রথম অলিম্পিক ভিলেজের ধারণাটি বাস্তবায়িত করা হয়।

৪৬। গভর্নর জেনারেল উপাধিটি পরিবর্তিত হয়ে ভাইসরয় হয় কোন সাল থেকে ?
উত্তর: গভর্নর জেনারেল উপাধিটি পরিবর্তিত হয়ে ভাইসরয় হয় ১৮৫৮ সাল থেকে ।

৪৭। কোন বিষয়ের বিদ্যাকে থিওলজি বলা হয় ?
উত্তর: ধর্ম বিষয়ক বিদ্যাকে থিওলজি বলা হয়।

৪৮। মহাপ্রয়ান ঘাট কার সমাধিস্থল ?
উত্তর: মহাপ্রয়ান ঘাট ড : রাজেন্দ্রপ্রসাদের সমাধিস্থল ।

৪৯। ডেলটিওলজি কিসের সাথে যুক্ত ?
উত্তর: ডেলটিওলজি পোস্টকার্ডের সাথে যুক্ত।

৫০। কোন দেশের সর্বোচ্চ বিচারালয়কে আইনসভার তৃতীয় কক্ষ বলা হয় ?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বিচারালয়কে আইনসভার তৃতীয় কক্ষ বলা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top