প্রিয় পাঠক, GK Question in Bengali পর্বের আজকের এটি ষষ্ঠ পর্ব। এই পর্বটির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা ৫০ টি প্রশ্ন উত্তর । যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
১। পৃথিবীর সবচাইতে বড়ো উপমহাদেশের নাম কি ?
উত্তর: পৃথিবীর সবচাইতে বড়ো উপমহাদেশ হল রাশিয়া ।
২। ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনা কোনটি ?
উত্তর: ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনা হল ভাকরানাঙ্গাল ।
৩। মানবাধিকার সম্পর্কিত বিশ্ব সম্মেলন কবে ও কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর: মানবাধিকার সম্পর্কিত বিশ্ব সম্মেলন ১৯৯৩ সালে অস্ট্রিয়ার ভিয়েনা শহরে অনুষ্ঠিত হয় ।
৪। UNESCO র পুরো কথাটি কি ?
উত্তর: United Nations Educational Scientific and Cultural Organization .
৫। কোন একটি এলাকাতে কখন খরা ঘোষণা করা হয় ?
উত্তর: স্বাভাবিকের থেকে ২৫ শতাংশ কম বৃষ্টিপাত হলে ।
৬। ওয়াটার বন ডিজিস কি ?
উত্তর: জলের মাধ্যমে মানুষের শরীরে সৃষ্ট রোগকে জলবাহিত রোগ বা ওয়াটার বন ডিজিস বলে ।
৭। মাছিবাহিত রোগগুলি কি কি ?
উত্তর: মাছিবাহিত রোগগুলি হল কলেরা , ডাইরিয়া , টাইফয়েড ।
৮। কে প্রথম বাস্তুতন্ত্র শব্দটি ব্যবহার করেন ?
উত্তর: ১৯৩৫ সালে ব্রিটিশ পরিবেশবিদ এ . জি . ট্রান্সলে প্রথম বাস্তুতন্ত্র শব্দটি ব্যবহার করেন।
৯। বায়ুদূষণের জন্য কোন গ্যাস মূলত দায়ী ?
উত্তর: বায়ুদূষণের জন্য সালফার ডাই অক্সাইড মূলত দায়ী ।
১০। ক্যাডমিয়ামের উপস্থিতিতে মানব শরীরে কোন কোন অঙ্গ নষ্ট হয়ে যায় ?
উত্তর: ক্যাডমিয়ামের উপস্থিতিতে মানব শরীরে কিডনী-ফুসফুস নষ্ট হয়ে যায় ।
১১। আর্সেনিক দূষণের ফলে মানবদেহে সৃষ্ট রোগের নাম কি ?
উত্তর: আর্সেনিক দূষণের ফলে মানবদেহে সৃষ্ট রোগের নাম আসেইনিকোসিস ।
১২। চেনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি কোথায় অবস্থিত ?
উত্তর: চেনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার ইউক্রেনে অবস্থিত ।
১৩। কত সালে ভারত সরকার বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু করে ?
উত্তর: ১৯৭২ সালে ভারত সরকার বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু করে।
১৪। প্রথম ব্লাড ব্যাঙ্ক স্থাপিত হয় কত সালে ?
উত্তর: প্রথম ব্লাড ব্যাঙ্ক স্থাপিত হয় ১৯৩৬ সালে ।
১৫। ভারতে পরীক্ষামূলকভাবে দূরদর্শন কবে শুরু হয় ?
উত্তর: ভারতে পরীক্ষামূলকভাবে দূরদর্শন ১৯৫৯ সালে শুরু হয়।
১৬। গ্রীনবেঞ্চ কত সালে গঠিত হয় ?
উত্তর: গ্রীনবেঞ্চ ১৯৮৬ সালে গঠিত হয়।
১৭। সাইলেন্ট ভ্যালি আন্দোলনের মূল কারণ কি ছিল ?
উত্তর: সাইলেন্ট ভ্যালি আন্দোলনের মূল কারণ ছিল জলবিদ্যুৎ তৈরির পরিকল্পনা ।
১৮। পৃথিবীর বৃহত্তম ঈগল কোথায় দেখা যায় ?
উত্তর: পৃথিবীর বৃহত্তম ঈগল দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে দেখা যায়।
১৯। ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চল কাকে বলে ?
উত্তর: নিরক্ষরেখা বরাবর যে গভীর অরণ্য দেখা যায়, তাকে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চল বলে ।
২০। ভারতের ‘জাতীয় জনসংখ্যা নীতি’ কোন সালে কেন্দ্ৰীয় মন্ত্রীসভায় অনুমোদন পায় ?
উত্তর: ভারতের ‘জাতীয় জনসংখ্যা নীতি’ ২০০০ সালে কেন্দ্ৰীয় মন্ত্রীসভায় অনুমোদন পায় ।
২১। কোন ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে ?
উত্তর: নাইট্রোসোমোনাস অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে।
২২। মাটিতে নাইট্রোজেন কে ধরে রাখতে পারে এমন একটা ব্যাকটেরিয়ার নাম কর ।
উত্তর: মাটিতে নাইট্রোজেন কে ধরে রাখতে পারে এমন একটা ব্যাকটেরিয়া হল রাইজোবিয়াম ।
২৩। যে অঞ্চল জুড়ে কোনো উদ্ভিদ বা প্রাণী বসবাস করে তাকে কি বলে ?
উত্তর: যে অঞ্চল জুড়ে কোনো উদ্ভিদ বা প্রাণী বসবাস করে তাকে হ্যাবিটেট বলে।
২৪। বস্তুতন্ত্রে খাদ্যবস্তুর সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে ?
উত্তর: বস্তুতন্ত্রে খাদ্যবস্তুর সংখ্যা সর্বোচ্চ চার হতে পারে।
২৫। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ কবে স্বাক্ষরিত হয় ?
উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জের সনদ ১৯৪৫ সালের ২৬ শে জুন স্বাক্ষরিত হয়।
আরও কিছু পর্ব
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
২৬। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত ?
উত্তর: আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডস ( হেগ ) অবস্থিত।
২৭। নাগরিকত্ব আইনের ব্যাপারে কাদের ক্ষেত্রে জন্মস্থান নীতি প্রযোজ্য হয় না ?
উত্তর: নাগরিকত্ব আইনের ব্যাপারে পররাষ্ট্রদূতদের সন্তানদের ক্ষেত্রে জন্মস্থান নীতি প্রযোজ্য হয় না।
২৮। ড : বি আর আম্বেদকর কোন ধারাকে সংবিধানের প্রাণস্বরূপ বলেছেন ?
উত্তর: ড : বি আর আম্বেদকর ৩২ নং ধারাকে সংবিধানের প্রাণস্বরূপ বলেছেন ।
২৯। সংবিধানের কত নং ধারা অনুসারে ভারতে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা যায় ?
উত্তর: সংবিধানের ৩৬১ নং ধারা অনুসারে ভারতে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা যায়।
৩০। মৌলিক অধিকার রক্ষার বিষয়ে সুপ্রিমকোর্ট বা হাইকোর্ট কয় ধরনের লেখ জারি করতে পারে ?
উত্তর: মৌলিক অধিকার রক্ষার বিষয়ে সুপ্রিমকোর্ট বা হাইকোর্ট ৫ প্রকারের লেখ জারি করতে পারে।
৩১। City of God গ্রন্থটির লেখক কে ?
উত্তর: City of God গ্রন্থটির লেখক হলেন সেন্ট টমাস অ্যাস্টেইন ।
৩২। ভারতের জাতীয় কংগ্রেস কোন বড়লাটের আমলে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ভারতের জাতীয় কংগ্রেস লর্ড ডাফরিনের আমলে প্রতিষ্ঠিত হয়।
৩৩। ব্রিটিশ সরকার ১৯৩৫ সালে যে শাসনতান্ত্রিক সংস্কার প্রবর্তন করেন তা কি নামে পরিচিত ?
উত্তর: ব্রিটিশ সরকার ১৯৩৫ সালে যে শাসনতান্ত্রিক সংস্কার প্রবর্তন করেন তা ভারত শাসন আইন নামে পরিচিত।
৩৪। নোবেলে বিভিন্ন বিষয়ের উপর পুরস্কার প্রদান করা হয়, এর মধ্যে অর্থনীতিতে কবে থেকে নোবেল দেওয়া শুরু হয় ?
উত্তর: অর্থনীতিতে ১৯৬৯ সাল থেকে নোবেল দেওয়া শুরু হয়।
৩৫। কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন ?
উত্তর: দাদাভাই নোরাজ ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন।
৩৬। হান্টার কমিশনের সুপারিশ কি ছিল ?
উত্তর: উচ্চশিক্ষা থেকে ধীরে ধীরে সরকারি সাহায্য তুলে নেওয়া ।
৩৭। ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য ইংল্যান্ড থেকে কাকে ভারতে আনা হয়েছিল ?
উত্তর: ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য ইংল্যান্ড থেকে জেমস উইলসনকে ভারতে আনা হয়েছিল ।
৩৮। কোন গভর্নর জেনারেল একই সঙ্গে গভর্নর জেনারেল ও কমান্ডার ইন চিফ এর পদে ছিলেন ?
উত্তর: উইলিয়াম বেন্টিঙ্ক একই সঙ্গে গভর্নর জেনারেল ও কমান্ডার ইন চিফ এর পদে ছিলেন।
৩৯। কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ করা হয় ?
উত্তর: আর্ক ইন্ডিকেটর যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ করা হয়।
৪০। রক্তে অক্সিজেনের পরিমাণ হ্রাস পাওয়াকে কি বলে ?
উত্তর: রক্তে অক্সিজেনের পরিমাণ হ্রাস পাওয়াকে অ্যালেক্সিমিয়া বলে ।
৪১। ভ্রুণের বিকাশ সংক্রান্ত বিজ্ঞানের পাঠবিদ্যাকে কি বলে ?
উত্তর: ভ্রুণের বিকাশ সংক্রান্ত বিজ্ঞানের পাঠবিদ্যাকে এমব্রায়োলজি বলে ।
৪২। আইভরি ব্ল্যাক কি থেকে উৎপাদিত হয় ?
উত্তর: আইভরি ব্ল্যাক হাড়ের অঙ্গার থেকে উৎপাদিত হয়।
৪৩। পশ্চিমবঙ্গে কন্যাশ্রী দিবস কবে পালিত হয় ?
উত্তর: পশ্চিমবঙ্গে কন্যাশ্রী দিবস ১৪ ই আগস্ট পালিত হয়।
৪৪। কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ?
উত্তর: ইনফ্রা রেড রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি।
৪৫। ভারতে জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় ?
উত্তর: ভারতে জাতীয় ক্রীড়া দিবস ২৯ আগস্ট পালিত হয়।
৪৬। কোন সুলতান ব্রাহ্মণদের ওপর জিজিয়া কর বসান ?
উত্তর: ফিরোজ তুঘলক ব্রাহ্মণদের ওপর জিজিয়া কর বসান ৷
৪৭। প্রাণীদের ভারসাম্য নিয়ন্ত্রণে সহায়তা করে কোন পদার্থ ?
উত্তর: প্রাণীদের ভারসাম্য নিয়ন্ত্রণে সহায়তা করে সেরিবেলাম।
৪৮। কার রাজত্বকালকে রোমান সাম্রাজ্যের সুবর্ণযুগ বলা হয় ?
উত্তর: অগাস্টাস সিজারের রাজত্বকালকে রোমান সাম্রাজ্যের সুবর্ণযুগ বলা হয় ।
৪৯। কাশ্মীর উপত্যকা কি জাতীয় সমভূমি ?
উত্তর: কাশ্মীর উপত্যকা হ্রদ সমভূমি ।
৫০। রাজ্যে পুনর্গঠন কমিশন কত সালে গঠিত হয় ?
উত্তর: রাজ্যে পুনর্গঠন কমিশন ১৯৫০ সালের ডিসেম্বর মাসে গঠিত হয়।
GK Question in Bengali এই ষষ্ঠ পর্বটির প্রশ্ন উত্তর গুলি যে সকল চাকরির পরীক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেগুলি হল পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, ভারতীয় রেলের পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা ইত্যাদি আরও state এর exam গুলিতে খুব ভাল একটি ফল দেবে ।