GK Question in Bengali

GK Question in Bengali Page 5 of 200 – lakhya

প্রিয় পাঠক, GK Question in Bengali পর্বের আজকের এটি পঞ্চম পর্ব। এই পর্বটির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা ৫০ টি প্রশ্ন উত্তর । যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

১। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য ?
উত্তর: কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য ৷

২। ইএমপি-র পুরো কথাটি কি ?
উত্তর: ইএমপি-র পুরো কথা এম্বডেন মেয়ারহফ পারনেস ।

৩। আধখানা চাঁদের মতো গঠিত বালিয়াড়িকে কি বলে ?
উত্তর: আধখানা চাঁদের মতো গঠিত বালিয়াড়িকে বার্খান বলে।

৪। সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উত্তর: সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউইন ।

৫। মহাড় আন্দোলন কে শুরু করেছিলেন ?
উত্তর: ড : বি আর আম্বেদকর মহাড় আন্দোলন শুরু করেছিলেন।

৬। চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর: চোল বংশের প্রতিষ্ঠাতা বিজয়ালয় ।

৭। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন ?
উত্তর: বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায় ।

৮। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তর: আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট কিলি মাঞ্জারো

৯। কোন দেশের উপর দিয়ে বিষুবরেখা ও মকরক্রান্তি রেখা দুটি গিয়েছে ?
উত্তর: ব্রাজিলের উপর দিয়ে বিষুবরেখা ও মকরক্রান্তি রেখা দুটি গিয়েছে।

১০। হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন ?
উত্তর: হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের রাজা ছিলেন।

১১। কোন পাল রাজা বৌদ্ধদের জন্য বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তর: ধর্মপাল বৌদ্ধদের জন্য বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন।

১২। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উত্তর: ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন ।

১৩। মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
উত্তর: মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে বি কৃপালিনী ।

১৪। পৃথিবীর বৃহত্তম তৈল শোধনাগার কোনটি ?
উত্তর: পৃথিবীর বৃহত্তম তৈল শোধনাগার হল ইরানের আবাদান ।

১৫। ভুর কাকে বলে ?
উত্তর: সমভূমি অঞ্চলের পশ্চিমদিকে মাঝে মাঝে দৃশ্যমান ছোট ছোট বালিয়াড়িকে ভুর বলে ।

১৬। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম কর ।
উত্তর: পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদী হল ময়ূরাক্ষী ।

১৭। দুটি গৌন জোয়ার বা দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত ?
উত্তর: দুটি গৌন জোয়ার বা দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ২ ঘন্টা ৫২ মিনিট ।

১৮। কোন অক্ষাংশ অশ্ব অক্ষাংশ নামে পরিচিত ?
উত্তর: ২৫ ° উত্তর অক্ষাংশ থেকে ৪০ ° উত্তর অক্ষাংশ ।

১৯। ভূ – পৃষ্ঠে সারা বছর ধরে নিয়মিতভাবে একটি নির্দিষ্ট দিক হতে আরো একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত বায়ুকে কি বলে ?
উত্তর: ভূ – পৃষ্ঠে সারা বছর ধরে নিয়মিতভাবে একটি নির্দিষ্ট দিক হতে আরো একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ু বলে ৷

২০। ধমনীর মূল কাজ কি ?
উত্তর: হৃৎপিন্ড থেকে বিশুদ্ধ রক্ত সারা দেহে সরবরাহ করা ।

২১। যে প্রক্রিয়ায় প্রাণীর দেহে কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি করে তাকে কি বলে ?
উত্তর: যে প্রক্রিয়ায় প্রাণীর দেহে কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি করে তাকে প্রফেজ বলে ।

২২। ভারতে বিপ্লবী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধমূলক ষড়যন্ত্রগুলি তদন্তের জন্য ভারতে কবে বড়লাট কমিটি গঠিত হয় ?
উত্তর: ১৯১৭ সালে ভারতে বড়লাট কমিটি গঠিত হয়।

২৩। প্রথম বিশ্বযুদ্ধের পর সৃষ্টি হওয়া ৩ টি রাষ্ট্রের নাম কর ।
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের পর সৃষ্টি হওয়া ৩ টি রাষ্ট্র চেকোস্লোভাকিয়া , যুগোশ্লোভিয়া , পোল্যান্ড ।

২৪। অ্যান্টি সাইক্লোন কার প্রভাবে হয় ?
উত্তর: অ্যান্টি সাইক্লোন বাণিজ্য বায়ুর প্রভাবে ।

২৫। স্থিরাঙ্ক নির্ণয়ে কোন অক্ষাংশ ও চাপকে প্রমাণ চাপ ধরা হয় ?
উত্তর: স্থিরাঙ্ক নির্ণয়ে ৪৫ ° অক্ষাংশ ও ৭০ সেমি পারদস্তম্ভের চাপ ধরা হয়।

আরও কিছু পর্ব
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set

২৬। কত ডিগ্রি উষ্ণতায় তরল পারদ বাষ্পে পরিণত হয় ?
উত্তর: ৩৫৭ সেলসিয়াস উষ্ণতায় তরল পারদ বাষ্পে পরিণত হয়।

২৭। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি ?
উত্তর: ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র হল শিবসমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প ।

২৮। স্বস্তিক চিহ্নটি প্রথম কোন সভ্যতায় লক্ষ্য করা যায় ?
উত্তর: স্বস্তিক চিহ্নটি প্রথম সিন্ধু সভ্যতায় লক্ষ্য করা যায় ।

২৯। কোন উষ্ণতায় কয়লাকে উত্তপ্ত করলে কোক হয় ?
উত্তর: ৫০০ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কয়লাকে উত্তপ্ত করলে কোক হয়।

৩০। কোন মৌলের অভাবে হাড়ের বৃদ্ধি হ্রাস পায় ?
উত্তর: ক্যালসিয়াম ও ফসফরাস অভাবে হাড়ের বৃদ্ধি হ্রাস পায়।

৩১। সোনা কোন তরলে দ্রবীভূত হয় ?
উত্তর: সোনা ৩ ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড ও ১ ভাগ নাইট্রিক অ্যাসিড তরলে দ্রবীভূত হয়।

৩২। ফসফেট সার তৈরিতে কোন অ্যাসিড লাগে ?
উত্তর: ফসফেট সার তৈরিতে সালফিউরিক অ্যাসিড লাগে ।

৩৩। পৃথিবীর গভীরতম উপত্যকার নাম কি ?
উত্তর: পৃথিবীর গভীরতম উপত্যকা হল ইয়ার লং জাঙ্গো নদী উপত্যকা ।

৩৪। আন্টার্কটিকায় জন্মগ্রহণ করা প্রথম মানব শিশুর নাম কি ?
উত্তর: আন্টার্কটিকায় জন্মগ্রহণ করা প্রথম মানব শিশু এমিনিও মার্কো বামা ।

৩৫। বিশ্বের সবচেয়ে বড় ও পুরনো গ্রীষ্ম মন্ডলীয় বনাঞ্চল কোনটি ?
উত্তর: বিশ্বের সবচেয়ে বড় ও পুরনো গ্রীষ্ম মন্ডলীয় বনাঞ্চল হল ট্রপিক্যাল রেন ফরেস্ট ।

৩৬। ২০১৫ তে মহিলাদের বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল ?
উত্তর: ২০১৫ তে মহিলাদের বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।

৩৭। পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ কোনটি ?
উত্তর: পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ হল সৌদি আরব ।

৩৮। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর: আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে।

৩৯। ভূগর্ভের তাপশক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদিত হয় কোন অঞ্চলে ?
উত্তর: ভূগর্ভের তাপশক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদিত হয় হিমাচলের মণিকরণ পার্বত্য উপত্যকায় ।

৪০। পৃথিবীর কোন মহাদেশকে তিমিরাচ্ছন্ন দেশ ( মহা ) বলা হয় ?
উত্তর: পৃথিবীর আফ্রিকা মহাদেশকে তিমিরাচ্ছন্ন দেশ ( মহা ) বলা হয়।

৪১। পশ্চিমবঙ্গের একমাত্র উষ্ণ প্রস্রবণটি কোথায় অবস্থিত ?
উত্তর: পশ্চিমবঙ্গের একমাত্র উষ্ণ প্রস্রবণটি বক্রেশ্বরে অবস্থিত ।

৪২। কুয়াশা আসলে কি ?
উত্তর: জ্বলীয় বাষ্পের পাতলা আস্তরণ মাত্র।

৪৩। ফার্সি ভাষায় কোন শিখ গুরু ‘জাফরনামা’ বইটির রচনা করেন ?
উত্তর: ফার্সি ভাষায় গুরু হররাই ‘জাফরনামা’ বইটির রচনা করেন।

৪৪। ভারতে প্রথম কবে তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল ?
উত্তর: ভারতে প্রথম ৩১ শে ডিসেম্বর ১৯২৯ সালে তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল।

৪৫। ব্যারাকপুরে সেনানিবাসে নতুন কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে কে প্রথম প্রতিবাদ করেন ?
উত্তর: ব্যারাকপুরে সেনানিবাসে নতুন কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে মঙ্গল পান্ডে প্রথম প্রতিবাদ করেন ।

৪৬। প্রথম ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: প্রথম ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় ১৯১৬ সালে প্রতিষ্ঠিত হয়।

৪৭। কে প্রথম গণতন্ত্র শব্দটি প্রয়োগ করেন ?
উত্তর: প্রথম গণতন্ত্র শব্দটি প্রয়োগ করেন গ্রীক ঐতিহাসিক থুকিডেসিস ।

৪৮। বৃদ্ধ অবস্থায় সন্তানের কাছে ভরনপোষণ পাওয়ার অধিকার কি ধরণের অধিকার ?
উত্তর: বৃদ্ধ অবস্থায় সন্তানের কাছে ভরনপোষণ পাওয়ার অধিকার হল নৈতিক অধিকার ।

৪৯। কত খ্রিস্টাব্দে মানবাধিকার কথাটি সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে উল্লেখিত হয় ?
উত্তর: ১৯৪৫ সালে মানবাধিকার কথাটি সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে উল্লেখিত হয় ।

৫০। ভারতে নাগরিকত্ব আইন কত খ্রিস্টাব্দে প্রনয়ন করা হয় ?
উত্তর: ভারতে নাগরিকত্ব আইন ১৯৫৫ সালে প্রনয়ন করা হয়।

১২০৮৩৮। ভারতে প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তর: ভারতে প্রথম সাধারণ নির্বাচন ১৯৫১-৫২ সালে অনুষ্ঠিত হয় ।

GK Question in Bengali এই পঞ্চম পর্বটির প্রশ্ন উত্তর গুলি যে সকল চাকরির পরীক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেগুলি হল পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, ভারতীয় রেলের পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা ইত্যাদি আরও state এর exam গুলিতে খুব ভাল একটি ফল দেবে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top