GK Question in Bengali Page 16 of 200 – lakhya

GK Question in Bengali Page 16 of 200 – lakhya

GK Question in Bengali

প্রিয় পাঠক, GK Question in Bengali পর্বের আজকের এটি ১৬তম পর্ব। এই পর্বটির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা ৫০ টি প্রশ্ন উত্তর । যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

১। জাহাঙ্গীরের একমাত্র কন্যার নাম কি ছিল ?
উত্তর : লাডলি বেগম ।

২। দিল্লির লালকেল্লা কোন মোঘল সম্রাটের তৈরি ?
উত্তর : শাহজাহান

৩। গুটি বসন্তের ভাইরাসের নাম কি ?
উত্তর : ভ্যারিওলা এসপি ।

৪। তামাক গাছের পাতায় কোন রোগ দেখা যায় ?
উত্তর : মোজেইক ।

৫। পটেটো মোজেইক ভাইরাসের নাম কি ?
উত্তর : পটেটোভাইরাসেক্স ।

৬। ইনফ্লুয়েঞ্জা রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম কি ?
উত্তর : অর্থমিক্সো ভাইরাস ।

৭। জন্ডিস রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম কি ?
উত্তর : হেপাটাইটিস ভাইরাস এ বি ।

৮। জলাতঙ্ক রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম কি ?
উত্তর : র‍্যাবিস ভাইরাস ।

৯। পোলিও রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম কি ?
উত্তর : পোলিও মাইলিটিস এসপি ।

১০। মাম্স ভাইরাসের আকৃতি কেমন ?
উত্তর : ডিম্বাকৃতি ।

১১। বসন্ত ভাইরাসের আকৃতি কিরূপ ?
উত্তর : ঘনকাকার ( কিউবাইড ) ।

১২। ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলা হয় কেন ?
উত্তর : ব্যাকটেরিয়ার দেহে ক্লোরোফিল , কোষপ্রাচীর , অঙ্গজজনন দেখা যায় সেই কারণে ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলে ।

১৩। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কি দেখা যায় ?
উত্তর : টিকোইক অ্যাসিড ।

১৪। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কি দেখা যায় ?
উত্তর : লিপো পলিস্যাকারাইড ।

১৫। টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম লেখ ।
উত্তর : মাইকোব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস ।

১৬। কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম লেখ ।
উত্তর : ভিব্রিও কলেরি ।

১৭। একটি মিথোজিবী ব্যাকটেরিয়ার নাম লেখ ।
উত্তর : রাইজোবিয়াম ।

১৮। ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার নাম কি ?
উত্তর : ল্যাকটোব্যাসিলাস ট্রাইকোজ ।

১৯। প্রোটিন বিপাকীয় সর্বশেষ পদার্থটির নাম কি ?
উত্তর : ইউরিয়া ।

২০। সুষম খাদ্যে কার্বোহাইড্রেড প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের অনুপাত কত ?
উত্তর : ৪ : ১ : ১ ।

২১। গ্যালাকটোজ শর্করা সবচেয়ে বেশি কোথায় শোষিত হয় ?
উত্তর : ভিলিতে ।

২২। প্রোটিন খাদ্যের অভাবে শিশুদের কি কি রোগ হয় ?
উত্তর : কোয়াশিওরকর এবং ম্যারাসমাস ।

২৩। ফ্যাট পরিপাককারী উৎসেকচ কি ?
উত্তর : লাইপেজ ।

২৪। প্রোটিন পরিপাককারী উৎসেচকগুলি কি কি ?
উত্তর : ট্রিপসিন ও কাইমোট্রিপসিন ।

২৫। শ্বেতসার পরিপাককারী উৎসেচকগুলি কি কি ?
উত্তর : অ্যামাইলেজ ও মলটেজ ।

২৬। রক্তে পিত্তরঞ্জক বিলিরুবিনের পরিমাণ কত হলে জন্ডিস রোগ দেখা যায় ?
উত্তর : ০.৫ থেকে ১.০ মিলিগ্রাম / ১০০ মিলিলিটার ।

২৭। ভিলাই কি ?
উত্তর : ক্ষুদ্রান্ত্রের অন্তস্থ গাত্রে অবস্থিত আঙ্গুলের মতো অভিক্ষেপগুলিকে ভিলাই বলে ।

২৮। ক্ষুদ্রান্ত্রের সম্পূর্ণ পরিপাক হওয়া তরলকে কি বলে ?
উত্তর : কাইল ।

২৯। তিনটি পলি স্যাকারাইডের নাম লেখ ।
উত্তর : শ্বেতস্বার , সেলুলোজ , গ্লাইকোজেন ।

৩০। তিনটি ডাই স্যাকারাইডের নাম লেখ ।
উত্তর : ল্যাকটোজ , মলটোজ ও সুক্রোজ ।

৩১। তিনটি মনোস্যাকারাইডের নাম লেখ ।
উত্তর : গ্লুকোজ , ফ্রুক্টোজ এবং গ্ল্যালাকটোজ ।

৩২। কি ধরণের জনন ব্যাকটেরিয়াতে দেখা যায় ?
উত্তর : অঙ্গজ , অযৌন , যৌন ।

৩৩। ব্যাকটেরিয়ার দেহে শ্বসনে সাহায্য করে কে ?
উত্তর : মেসোজোম ।

৩৪। দুটি অটোট্রফিক ব্যাকটেরিয়ার নাম লেখ ।
উত্তর : ক্লোরোবিয়াম , ক্রোমাটিয়াম ।

৩৫। ব্যাকটেরিয়া নামকরণ প্রথম কে করেন ?
উত্তর : এফ . জে . কন ।

৩৬। ব্যাকটেরিয়া কোন শ্রেণির অন্তর্ভুক্ত ?
উত্তর : প্রোটিস্টা ।

৩৭। পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্রতম ও সরলতম জীব কি ?
উত্তর : ব্যাকটেরিয়া

৩৮। একটি মাত্র ফ্লাজেলাযুক্ত ভাইরাসকে কি বলে ?
উত্তর : মনোট্রিকাস ( ভিব্রিও কলেরি ) ।

৩৯। কোন ব্যাকটেরিয়াতে পেরিট্রিকাস দেখা যায় ?
উত্তর : সালমোনেল্লা ।

৪০। পেরিট্রিকাস কাকে বলে ?
উত্তর : ব্যাকটেরিয়ার দেহে চারদিকে ফ্লাজেলা থাকে তাকে পেরিট্রিকাস বলে ।

৪১। ক্যারট রেডলিভ ভাইরাসের কাজ কি ?
উত্তর : গাজরের পাতা লাল করে দেওয়া ।

৪২। প্রথম ফাজ ভাইরাস আবিষ্কার করেন কে ?
উত্তর : বিজ্ঞানী টুয়ার্ট এবং ফেরেল ।

৪৩। মাইকোফাজ – এর আবিষ্কারক কে ?
উত্তর : বিজ্ঞানী সিনডেম

৪৪। মাইকোফাজ কি ?
উত্তর : ছত্রাক আক্রমণকারী ভাইরাস ।

৪৫। সংক্রমণযোগ্য ভাইরাসকে কি বলে ?
উত্তর : ভিরিয়ন ।

৪৬। ভাইরয়েড কাকে বলে ?
উত্তর : ক্যাপসিড বিহীন ভাইরাসকে ।

৪৭। প্রথম ভাইরাস নামকরণ করেন কে ?
উত্তর : এমডব্লু বাইজারি ( ১৮৯৮ ) ।

৪৮। কণার তরঙ্গদৈর্ঘ্যের আবিষ্কর্তা কে ?
উত্তর : ডি . ব্রগলি ।

৪৯। ক্যাপসিড কাকে বলে ?
উত্তর : ভাইরাসের দেহের বাইরের আবরণকে ।

৫০। সুরা প্রস্তুতকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখ ।
উত্তর : অ্যাসিটোব্যাক্টর অ্যাসিটি ।

সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল

ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ
List of Government Scheme In Bengali
ভারতের 2011 সালের জনগণনা
RRB Group D Science Question in Bengali
ভারতের প্রথম মহিলা তালিকা
ভারতের প্রথম পুরুষ তালিকা

GK Question in Bengali এর ১৬তম পর্বটির প্রশ্ন উত্তর গুলি যে সকল চাকরির পরীক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেগুলি হল পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, ভারতীয় রেলের পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা ইত্যাদি আরও state এর exam গুলিতে খুব ভাল একটি ফল দেবে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top