GK Question in Bengali
প্রিয় পাঠক, GK Question in Bengali পর্বের আজকের এটি ১৫তম পর্ব। এই পর্বটির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা ৫০ টি প্রশ্ন উত্তর । যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
১। ‘ ফুতুয়া – ই – আলমগিরি ‘ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : ঈশ্বরদাস নাগর ।
২। ‘ ওয়াকাই ” গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : নিয়ামত খান ।
৩। আবুল ফজলের পিতার নাম কি ছিল ?
উত্তর : সুফি শেখ মুবারক ।
৪। ‘ বিদগ্ধ মাধব ‘ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : রূপ গোস্বামী ।
৫। ‘ প্রেম বিলাস ‘ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : নিত্যানন্দ দাস ।
৬। অন্ধকবি সুরদাসের রচিত গ্রন্থটির নাম কি ?
উত্তর : সুরসাগর ।
৭। চুড়ামনি দাসের রচিত গ্রন্থের নাম কি ?
উত্তর : গৌরাঙ্গ বিজয় ।
৮। সুলতান মামুদের ধর্মাবলম্বীদেরকে কি বলা হত ?
উত্তর : গাজি ।
৯। ইলতুৎমিস কথার অর্থ কি ?
উত্তর : সাম্রাজ্যের পালনকর্তা ।
১০। কুতুবউদ্দিনের জন্ম হয়েছিল কোথায় ?
উত্তর : তুর্কিস্তানে ।
১১। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : জালালউদ্দিন ফিরোজ খলজি ।
১২। নব মুসলমান কাদের বলা হত ?
উত্তর : জালালুদ্দিনের আশ্রয়প্রার্থী অধিবাসীদেরকে ।
১৩। আলাউদ্দিন খলজির উত্তর ভারতের জয় করা রাজ্যগুলির নাম কি ?
উত্তর : গুজরাট , রনথম্বোর , চিতোর , মালব ।
১৪। ‘ রক্তপিপাসু ‘ বলে কাকে অভিহিত করা হত ?
উত্তর : মহম্মদ বিন – তুঘলককে ।
১৫। ফিরোজ শাহ কোন কোন হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন ?
উত্তর : পুরীর জগন্নাথ দেবের মন্দির ও কাংলার জ্বালামুখী মন্দির ।
১৬। সিকান্দর লোদীর সমসাময়িক ভক্তিবাদী প্রচালক কে ছিলেন ?
উত্তর : অভি ।
১৭। বহুলল লোদী কোন মুদ্রার প্রচলন করেছিলেন ?
উত্তর : বহুলোলী ।
১৮। ইব্রাহিম লোদীর পিতার নাম কি ছিল ?
উত্তর : সিকান্দর ।
১৯। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কি ছিল ?
উত্তর : হাম্পি ।
২০। রামানন্দ কোন ভাষায় ধর্ম প্রচার করতেন ?
উত্তর : হিন্দু ভাষায় ।
২১। নানক আধ্যাত্মিক উন্নতির জন্য কি কি মত দিয়েছিলেন ?
উত্তর : নাম ( ঈশ্বরের গুণগান ) , স্নান ( দেহশুদ্ধি ) , দান ( জীবের সেবা ) ।
২২। নানকের শিষ্যরা কি নামে পরিচিত ?
উত্তর : শিখ ।
২৩। ‘ শিখ ’ কথাটির সংস্কৃত অর্থ কি ?
উত্তর : শিষ্য ।
২৪। কে জগৎগুরু মহাপ্রভু উপাধিতে ভূষিত হয়েছিলেন ?
উত্তর : বল্লভাচার্য ।
২৫। ভক্তিবাদীরা কটি সম্প্রদায়ে বিভক্ত ছিল ও কি কি ?
উত্তর : দুটি , সগুন সম্প্রদায় ও নির্গুণ সম্প্রদায়
২৬। ঈশ্বরের উপাসনার জন্য মন্দির ও মসজিদের প্রয়োজন নেই ‘ উক্তিটি কার ?
উত্তর : নামদেব ।
২৭। আসামের চৈতন্য ‘ বলে কে পরিচিত ?
উত্তর : শঙ্করদেব ।
২৮। তুলসিদাস রচিত গ্রন্থগুলির নাম কি কি ?
উত্তর : রামচরিত মানস , কবিতাওয়ালি , জানকিমঙ্গল , গীতাওয়ালি , পার্বতীমঙ্গল , বিনয়পত্রিকা ।
২৯। ভক্তিবাদী মাধবাচার্য রচিত গ্রন্থটির নাম কি ?
উত্তর : ভারতার্থ পরিনির্ণয় ।
৩০। ভক্তিবাদী রামদাসের রচিত গ্রন্থগুলির নাম লেখ ।
উত্তর : দশবোধ , করুণাশক্তি , আনন্দবন এবং ভূবন ।
৩১। সুফিবাদীদের কয়টি ভাগে ভাগ করা হয় ?
উত্তর : দু – ভাগে
৩২। চিস্তি সম্প্রদায়ের কয়েকজন ধর্মগুরুর নাম লেখ ।
উত্তর : সেলিম চিস্তি , নাসিরুদ্দিন চিরাগ , শেখ খাজা মইনউদ্দিন চিসতি , নিজামুদ্দিন আউলিয়া , বাবা ফরিদ , শেখ হামিদউদ্দিন ।
৩৩। কাদিরি সম্প্রদায়ের কয়েকজন ধর্মগুরুর নাম লেখ ।
উত্তর : শেখ আবদুল কাদের জিলানি , নাসিরউদ্দিন মামুদ জিলানি , দারা সুকো , সৈয়দ মহম্মদ জিলানি ও সৈয়দ বান্দাগি মহম্মদ ঘাউত ।
৩৪। আগ্রায় আরামবাগ নির্মাণ করেন কে ?
উত্তর : মোঘল সম্রাট বাবর ।
৩৫। কোন যুদ্ধে বাবর গাজি উপাধি গ্রহণ করেন ?
উত্তর : খানুয়ার যুদ্ধ ।
৩৬। বাবরের নিজ পুত্রগণের নাম কি ?
উত্তর : হুমায়ুন , কামরান , আসকারি , হিন্দাল ।
৩৭। বাবরের রচিত কাব্যগ্রন্থটির নাম কি ?
উত্তর : দিওয়ান ।
৩৮। মোঘল নামের উৎপত্তি হয় কোথা থেকে ?
উত্তর : মোঙ্গল থেকে ।
৩৯। কার আমলে বিনামূল্যে খাদ্য বিতরণ করা হত ?
উত্তর : শের শাহের আমলে ।
৪০। বিনামূল্যে খাদ্য বিতরণকে কি বলা হত ?
উত্তর : লঙ্গর ।
৪১। শেরশাহের আমলে কোন কোন মুদ্রা প্রচলন ছিল ?
উত্তর : রুপি ও দাম ।
৪২। দ্বিতীয় আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয় ?
উত্তর : শেরশাহকে ।
৪৩। আকবর কাকে ‘ কবিপ্রিয় ‘ উপাধি প্রদান করেছিলেন ?
উত্তর : বীরবলকে ।
৪৪। হাতি দরওয়াজা আকবর কোন স্থানে নির্মাণ করেছিলেন ?
উত্তর : দিল্লির পশ্চিম দিকে ।
৪৫। বুলন্দ দরওয়াজা কোথায় নির্মাণ করা হয়েছিল ?
উত্তর : ফতেপুর সিক্রিতে ।
৪৬। আকবরের সমকালীন তিনজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম লেখ ?
উত্তর : ফ্রান্সের রাজা চতুর্দশ হেনরি , পারস্যের শাসক শাহ আব্বাস এবং ইংল্যান্ডের রানী এলিজাবেথ ।
৪৭। কোন ব্রিটিশ পর্যটক আকবরের রাজসভায় এসেছিলেন ?
উত্তর : রালফ্ ফিচ ।
৪৮। বারো ভূঁইয়া কাদের বলা হত ?
উত্তর : বাংলার শক্তিশালী কয়েকজন জমিদার ( কন্দর্প নারায়ণ , মুসা খাঁ , হাম্বির মল্ল , ফজর গাজি , অনন্ত মানিক্য , কংশনারায়ণ , রঘুনাথ ) -দের বলা হত ।
৪৯। জাহাঙ্গীরের একমাত্র কন্যার নাম কি ছিল ?
উত্তর : লাডলিবেগম ।
৫০। দিল্লির লালকেল্লা কোন মোঘল সম্রাটের তৈরি ?
উত্তর : শাহজাহান ।
সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল
ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ
List of Government Scheme In Bengali
ভারতের 2011 সালের জনগণনা
RRB Group D Science Question in Bengali
ভারতের প্রথম মহিলা তালিকা
ভারতের প্রথম পুরুষ তালিকা
GK Question in Bengali এর ১৫তম পর্বটির প্রশ্ন উত্তর গুলি যে সকল চাকরির পরীক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেগুলি হল পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, ভারতীয় রেলের পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা ইত্যাদি আরও state এর exam গুলিতে খুব ভাল একটি ফল দেবে ।