GK Question in Bengali
প্রিয় পাঠক, GK Question in Bengali পর্বের আজকের এটি ত্রয়োদশ পর্ব। এই পর্বটির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা ৫০ টি প্রশ্ন উত্তর । যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
১। চূচুড়ার পূর্বনাম কি ছিল ?
উত্তর : ওলন্দাজ নগর ।
২। পঞ্চমহাব্রত কি কি ?
উত্তর : অহিংসা , সত্য , অচৌর্য , অপরিগ্রহ ও ব্রহ্মচর্য ।
৩।.ত্রিপিটক কি কি খন্ড নিয়ে রচিত ?
উত্তর : সূত্রপিটক , বিনয়পিটক , অভিধর্মপিটক ।
৪। লক্ষণসেনের রাজসভার পঞ্চরত্ন কারা ছিলেন ?
উত্তর : শরণ , ধোয়ী , গোবর্ধন , উমাপতিধর , জয়দেব ।
৫। ত্রিরত্ন কি কি ?
উত্তর : পম্পা , পন্না , রন্না ।
৬। সপ্তসিন্ধু কি কি ?
উত্তর : গঙ্গা , যমুনা , সরস্বতী , শতদ্রু , মরুধ্বজা , অর্ষিকীয় , সিন্ধু
৭। পঞ্চকন্যা কে কে ?
উত্তর : অহল্যা , দ্রৌপদী , কুত্তী , তারা ও মন্দোদরী ।
৮। সপ্তঋষি কারা ছিলেন ?
উত্তর : বশিষ্ঠ , অত্রি , অঙ্গিরা , মরিচী , পুলহ , পুলস্ত্য , ক্রতু ।
৯। পঞ্চভূত কি কি ?
উত্তর : ক্ষীতি , অপ , তেজ , মরুৎ ও ব্যোম ।
১০। পঞ্চবান কি ?
উত্তর : অরবিন্দ , অশোক , চুত , নবমল্লিক , নীলোৎপল ।
১১। দক্ষিণ ভারতের উপজাতি গোষ্ঠী কারা ?
উত্তর : নেগ্রিটো ।
১২। বুদ্ধদেবের প্রথম প্রতিমূর্তি তৈরি হয়েছিল কোন শিল্প শৈলিতে ?
উত্তর : গান্ধার ।
১৩। গুপ্ত যুগের শ্রেষ্ঠ আয়ুর্বেদ পন্ডিত কে ছিলেন ?
উত্তর : চরক ।
১৪। বিশিষ্ট ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন ?
উত্তর : পুষ্যমিত্র শুঙ্গের ।
১৫। অশোকের ব্রাহ্মলিপির প্রথম পাঠোদ্ধার করেছিলেন কে ?
উত্তর : জেমস প্রিন্সেপ ।
১৬। কলিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া যায় কোথায় ?
উত্তর : ত্রয়োদশ শিলালিপিতে ।
১৭। ‘ মিতক্ষরা ‘ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : বিজ্ঞানেশ্বর ।
১৮। কৌলিন্য প্রথার প্রবর্তক কে ?
উত্তর : বল্লাল সেন ।
১৯। চারবাক কথাটির অর্থ কি ?
উত্তর : ধর্মীয় চিন্তা বিশেষ ।
২০। শকাব্দ শুরু হয় কোন বছর থেকে ?
উত্তর : ৭৮ খ্রীষ্টাব্দ ।
২১। সন্ধ্যাকর নন্দী কে ছিলেন ?
উত্তর : রামচরিত কাব্যের রচয়িতা ।
২২। সিন্ধু সভ্যতার অধিবাসীদের কোন ধাতু অজানা ছিল ?
উত্তর : লোহা ।
২৩। আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন ?
উত্তর : ১৯ মাস ।
২৪। ‘ নাসিক প্রশস্তি ‘ শিলালিপির রচয়িতা কে ছিলেন ?
উত্তর : গৌতমীপুত্রী সাতকর্ণী ।
২৫। বিক্রমশীলা মহাবিহারের স্থপতি কে ছিলেন ?
উত্তর : ধর্মপাল ।
২৬। শকাব্দের প্রচলন কে করেছিলেন ?
উত্তর : কণিষ্ক ।
২৭। সর্বশেষ তীর্থঙ্করের নাম কি ?
উত্তর : মহাবীর ।
২৮। প্রাচীন বেদ কোনটি ?
উত্তর : ঋকবেদ ।
২৯। ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো – গ্রীক শাসক কে ছিলেন ?
উত্তর : মিনান্দার ।
৩০। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল কোনটি ?
উত্তর : লোথাল ।
৩১। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ?
উত্তর : আলেকজান্ডার ক্যানিংহাম ।
৩২। কারা ভারতীয় প্রেক্ষাগৃহে যবনিকা বা পর্দার প্রচলন করেছিলেন ?
উত্তর : গ্রীকরা ।
৩৩। বৈদিক গণিত শাস্ত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ কি ?
উত্তর : শুল্কসূত্র ।
৩৪। ইলোরার কৈলাশনাথ মন্দিরটি কে তৈরি করেছিলেন ?
উত্তর : প্রথম কৃষ্ণ ।
৩৫। অজন্তা ইলোরা গুহা কোন শহরের সন্নিকটে অবস্থিত ?
উত্তর : ঔরঙ্গাবাদ ।
৩৬। ‘ রেশম পথ ‘ কে চালু করেছিলেন ?
উত্তর : কণিষ্ক
৩৭। ভারতকে হিমালয়ের দান কে বলেছিলেন ?
উত্তর : কে এম পানিকর ।
৩৮। ভারতে কোন কোন শিল্পকলার সংমিশ্রণে গান্ধার শিল্প গড়ে উঠেছিল ?
উত্তর : ইন্দো – গ্রীক ।
৩৯। দিলওয়ারা চালুক্য মন্দিরটি কোথায় অবস্থিত ?
উত্তর : রাজস্থানে ।
৪০। সিন্ধু সভ্যতায় কোন দেবতার পূজো করা হত ?
উত্তর : পশুপতি ।
৪১। চোলদের ধর্মগুরু কে ছিলেন ?
উত্তর : রামানুজ ।
৪২। পান্ড রাজত্বের সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল ?
উত্তর : মাদুরাই ।
৪৩। শঙ্করাচার্য কে ছিলেন ?
উত্তর : বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা ।
৪৪। শঙ্করাচার্য কোন বংশের ধর্মগুরু ছিলেন ?
উত্তর : পল্লব বংশের ।
৪৫। শঙ্করাচার্যের মতবাদ কি নামে পরিচিত ছিল ?
উত্তর : অদ্বৈতবাদ ।
৪৬। শঙ্করাচার্য কোন দেবতার উপাসক ছিলেন ?
উত্তর : শিবের ।
৪৭। রামানুজের মতবাদ কি নামে পরিচিত ছিল ?
উত্তর : বিশিষ্ট অদ্বৈতবাদ ।
৪৮। রামানুজের প্রতিষ্ঠিত বৈষ্ণব সম্প্রদায় কি নামে পরিচিত ছিল ?
উত্তর : শ্ৰী সম্প্রদায় ।
৪৯।দাক্ষিণাত্যের হিন্দু বিদ্যালয় দুটির নাম কি ?
উত্তর : ব্রহ্মপুরী ও খোট্টিকা ।
৫০। পুণ্ড্রবর্ধনের বর্তমান ভৌগোলিক অবস্থান কোথায় ?
উত্তর : রাজশাহি ও কুচবিহার ।
সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল
ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ
List of Government Scheme In Bengali
ভারতের 2011 সালের জনগণনা
RRB Group D Science Question in Bengali
ভারতের প্রথম মহিলা তালিকা
ভারতের প্রথম পুরুষ তালিকা
GK Question in Bengali এর ত্রয়োদশ পর্বটির প্রশ্ন উত্তর গুলি যে সকল চাকরির পরীক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেগুলি হল পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, ভারতীয় রেলের পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা ইত্যাদি আরও state এর exam গুলিতে খুব ভাল একটি ফল দেবে ।