GK Question in Bengali
প্রিয় পাঠক, GK Question in Bengali পর্বের আজকের এটি দ্বাদশ পর্ব। এই পর্বটির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা ৫০ টি প্রশ্ন উত্তর । যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
১। ভাস – এর রচিত দুটি সাহিত্যের নাম লেখ ।
উত্তর : স্বপ্নবাসবদত্তা ও চারুদত্ত ।
২। বিশাখ দত্তের রচিত দুটি সাহিত্যের নাম লেখ ।
উত্তর : দেবীচন্দ্র গুপ্তম ও মুদ্রারাক্ষস ।
৩। দ্বিতীয় চন্দ্ৰগুপ্তের কন্যার নাম কি ছিল ?
উত্তর : প্রভাবতী গুপ্ত ।
৪। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন কারা ছিলেন ?
উত্তর : কালিদাস , বরাহমিহির , ধন্বন্তরী , খপনক , শঙ্কু , বেতালভট্ট , বররুচি , অমরসিংহ , ঘটকপর ।
৫। প্রথম কুমারগুপ্তের বিখ্যাত কীর্তি কোনটি ?
উত্তর : নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ।
৬। প্রথম কুমারগুপ্তের স্ত্রী কে ছিলেন ?
উত্তর : রানী অনন্ত দেবী ।
৭। দ্বিগবিজয়ী বীর কোন গুপ্ত সম্রাটকে বলা হত ?
উত্তর : স্কন্দগুপ্ত ।
৮। গুপ্তবংশের শেষ উল্লেখযোগ্য শক্তিশালী রাজা কে ছিলেন ?
উত্তর : বুধগুপ্ত ।
৯। গুপ্ত যুগের উল্লেখযোগ্য গুহামন্দিরগুলি কি কি ?
উত্তর : অজন্তা , ইলোরা ও উদয়গিরি গুহামন্দির ।
১০। জ্যোতির্বিজ্ঞানকে তিনভাগে বিভক্ত করেন নবরত্নের কোন রত্ন ?
উত্তর : বরাহমিহির ।
১১। জ্যোতির্বিজ্ঞানের তিনটি ভাগ কি কি ?
উত্তর : জ্যোতির্বিদ্যা , গণিত ও জ্যোতিষশাস্ত্র ।
১২। বিখ্যাত জ্যোতির্বিদ আর্যভট্টের আবিষ্কার কি ছিল ?
উত্তর : পৃথিবী সূর্যের চারপাশে আবর্তিত হয় , আহ্নিক গতি ও বার্ষিক গতি , চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ এবং এক বছরে ৩৬৫ দিন ।
১৩। প্রথম দশমিক পদ্ধতির ব্যবহারিক প্রয়োগ কে করেছিলেন ?
উত্তর : বিখ্যাত বৈজ্ঞানিক আর্যভট্ট ।
১৪। ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যার আবিষ্কার ও শূন্যের ( ০ ) ব্যবহার , ত্রিকোণমিতির সাইন , কোসাইন ও পিথাগোরাসের থিওরির আবিষ্কারক কারা ছিলেন ?
উত্তর : গুপ্তযুগের ভারতীয় বৈজ্ঞানিকগণ ।
১৫। মহারাজাধিরাজ ‘ ও ‘ পরমভট্ট’উপাধি গ্রহণ করেছিলেন কোন রাজা ?
উত্তর : প্রভাকরবর্ধন ।
১৬। প্রভাকরবর্ধন কোন বংশের রাজা ছিলেন ?
উত্তর : পুষ্যভূতি ।
১৭। হর্ষবর্ধনের দুই পুত্রের নাম লেখ ।
উত্তর : কল্যানবর্ধন ও ভাগ্যবর্ধন ।
১৮। হর্ষবর্ধনের আমলে পূর্বভারত এবং দক্ষিণ ভারতের দুটি বড় বন্দরের নাম কি ছিল ?
উত্তর : তাম্রলিপ্ত ( পূর্বভারত ) , মহাবলীপুরম ও কাবেরীপত্তনম ( দক্ষিণ ভারত ) ।
১৯। হিউয়েন সাঙ – এর প্রকৃত নাম কি ছিল ?
উত্তর : য়ুয়ান চোয়াঙ ।
২০। হর্ষবর্ধনকে পঞ্চভারতের অধিপতি বলেছিলেন কে ?
উত্তর : বানভট্ট ।
২১। পঞ্চভারত কি কি ?
উত্তর : কনৌজ , বাংলা , দারভাঙা , পাঞ্জাব ও উৎকল ।
২২। হর্ষবর্ধনের আমলের তিন ধরণের করগুলি লেখ ।
উত্তর : ভাগ , বলি , হিরন্য ।
২৩। নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা কত ছিল ?
উত্তর : প্রায় ১৫০০ জন ।
২৪। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংখ্যা ছিল কত জন ?
উত্তর : ৩,৫০০ জন ।
২৫। ‘ নিশাদচরিত ‘ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : জয়চন্দ্র ।
২৬। তামিল শব্দ ‘ পাত্তিনাম ’ – এর অর্থ কি ?
উত্তর : বন্দর ।
২৭। পল্লব রাজারা কোন কোন দেবতার উপাসক ছিলেন ?
উত্তর : শিব ও বিষ্ণু ।
২৮। পল্লব রাজাদের ধর্মগুরু কে ছিলেন ?
উত্তর : শঙ্করাচার্য ।
গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের পূর্বনাম (২৯-৩৮)
২৯। চন্দননগরের পূর্বনাম কি ছিল ?
উত্তর : ফরাসডাঙ্গা ।
৩০। শ্রীরামপুরের পূর্ব নাম কি ছিল ?
উত্তর : ফ্রেডরিক নগর ।
৩১। মেদিনীপুরের পূর্ব নাম কি ছিল ?
উত্তর : মিথুনপুর ।
৩২। ব্যারাকপুরের পূর্ব নাম কি ছিল ?
উত্তর : চানক ।
৩৩। জয়পুরের পূর্বনাম কি ছিল ?
উত্তর : অম্বর ।
৩৪। বাংলার পূর্বনাম কি ছিল ?
উত্তর : গৌড় , বঙ্গা
৩৫। নিউ দিল্লির পূর্বনাম কি ছিল ?
উত্তর : ইন্দ্রপ্রস্থ ।
৩৬। বর্তমান উত্তরাখন্ডের পূর্বনাম কি ছিল ?
উত্তর : কেদারখন্ড , মানসখন্ড , হিমবন্ত ।
৩৭। বর্তমান বিহার – এর পূর্ব নাম কি ছিল ?
উত্তর : পৌণ্ড্রবর্ধন ।
৩৮। বর্তমান গুজরাটের প্রাচীন নাম কি ছিল ?
উত্তর : গুর্জরাষ্ট্র ।
৩৯। ব্রাহ্ম ধর্মের প্রবর্তক কে এবং তাঁর ধর্মগ্রন্থের নাম কি ?
উত্তর : রাজা রামমোহন রায় ও ধর্মসঙ্গীত ।
৪০। খ্রীষ্টানদের ধর্মগ্রন্থের নাম কি ?
উত্তর : বাইবেল ( নিউ টেস্টামেন্ট ) ।
৪১। ইহুদীদের ধর্মগ্রন্থের নাম কি ?
উত্তর : হিব্রু বাইবেল ( ওল্ট টেস্টামেন্ট ) ।
৪২। প্রাচীন ভারতের শেক্সপীয়র নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর : ‘ মহাকবি কালিদাস ।
৪৩। প্রাচীন ভারতের অ্যাটিলা নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর : মিহিরকুল ।
৪৪। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন ?
উত্তর : মহা পদ্মনন্দ ।
৪৫। প্রাচীন ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ?
উত্তর : সমুদ্রগুপ্তকে ।
৪৬। দ্বিতীয় বুদ্ধদেব কাকে বলা হত ?
উত্তর : অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ।
৪৭। সত্য যুদ্ধের নায়ক কে ছিলেন ?
উত্তর : সমুদ্রগুপ্ত ।
৪৮। “ হিন্দুস্থানের খলিফা ‘ কাকে বলা হত ?
উত্তর : লক্ষণ সেন ।
৪৯। ‘ লর্ড অফ দ্য সাউথ ‘ নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর : প্রথম সাতকর্ণী ।
৫০। গুপ্তযুগের নিউটন নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর : আর্যভট্ট ।
সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল
ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ
List of Government Scheme In Bengali
ভারতের 2011 সালের জনগণনা
RRB Group D Science Question in Bengali
ভারতের প্রথম মহিলা তালিকা
ভারতের প্রথম পুরুষ তালিকা
GK Question in Bengali এর দ্বাদশ পর্বটির প্রশ্ন উত্তর গুলি যে সকল চাকরির পরীক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেগুলি হল পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, ভারতীয় রেলের পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা ইত্যাদি আরও state এর exam গুলিতে খুব ভাল একটি ফল দেবে ।