GK Question in Bengali
প্রিয় পাঠক, GK Question in Bengali পর্বের আজকের এটি একাদশতম পর্ব। এই পর্বটির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা ৫০ টি প্রশ্ন উত্তর । যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
১। সমুদ্রগুপ্তের মন্ত্রীসভায় বৌদ্ধ পন্ডিত কে ছিলেন ?
উত্তর : বসুবন্ধু ।
২। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মাতার নাম কি ছিল ?
উত্তর : দত্তা দেবী ।
৩। সমুদ্রগুপ্তের রচিত গ্রন্থের নাম কি ?
উত্তর : কৃষ্ণচরিতম ।
৪। সীসা ও পোটিন মুদ্রার প্রচলন করেন কারা ?
উত্তর : সাতবাহন ।
৫। হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক কাকে বলা হয় ?
উত্তর : মহম্মদ আলি জিন্নাকে ।
৬। ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায়কে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন কে ?
উত্তর : কলকাতা সংস্কৃত কলেজ ।
৭। মহাত্মা গান্ধীকে জাতির জনক বলেছিলেন কে ?
উত্তর : সুভাষচন্দ্র বসু ।
৮। প্রার্থনা সমাজের প্রাণপুরুষ কাকে বলা হয় ?
উত্তর : মহাদেব গোবিন্দ রানাডে ।
৯। লর্ড ওয়েলেসলি কোন কোন ভাষায় দক্ষ ছিলেন ?
উত্তর : গ্রীক ও ল্যাটিন ভাষায় ৷
১০। সর্বপ্রথম অধিনতামূলক মিত্রতা নীতির গ্রহন করেছিলেন কে ?
উত্তর : হায়দ্রাবাদের নিজাম ।
১১। ভারত ও আফগান সীমান্ত ডুরান্ড লাইন চিহ্নিত করেন কে ?
উত্তর : স্যার মার্টিমার ডুরান্ড ( ১৮৯২ ) ।
১২। ফোর্ট উইলিয়াম – এর প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তর : স্যার চার্লস আয়ার ।
১৩। বাংলা প্রেসিডেন্সির মর্যাদা লাভ করেছিল কবে ?
উত্তর : ১৭০০ সালে ।
১৪। দীনেমার কাদের বলা হত ?
উত্তর : উত্তর ইউরোপের ডেনমার্কের অধিবাসীদেরকে ।
১৫। ভারতে সর্বপ্রথম আলু , তামাক চাষ ও ছাপাখানার প্রবর্তন করেন কারা ?
উত্তর : পর্তুগিজরা ।
১৬। ইস্ট ইন্ডিয়া কোম্পানী কত সালে কারা গঠন করেছিল ?
উত্তর : ১৬১৬ সালে দিনেমাররা ।
১৭। জাঠ সম্প্রদায় কোথায় বসবাস করে ?
উত্তর : যমুনা নদীর দক্ষিণে দিল্লি ও আগ্রার মধ্যবর্তী অঞ্চলে ।
১৮। ভগবান বুদ্ধের জীবনীগ্রন্থের নাম কি ? |
উত্তর : ‘ মহাবস্তু ’ ।
১৯। বুদ্ধদেবের কাছে সর্বশেষ দীক্ষিত শিষ্য কে ছিলেন ?
উত্তর : চুন্দ ।
২০। জাপানে বৌদ্ধ মঠের ভারতীয় অধ্যক্ষ কে ছিলেন ?
উত্তর : বোধিসেন ।
২১। ‘ পঞ্চভিক্ষু ’ কাদের বলা হত ?
উত্তর : কৌটিল্য , ভদ্রিক , অশ্বজিত , বাস্প এবং মহানাম ।
২২। বুদ্ধদেবের মৃত্যুস্থল কোথায় ?
উত্তর : কুশীনগর ( বর্তমানে গোরক্ষপুর ) ।
২৩। হীনযান কাদের বলা হত ?
উত্তর : গোঁড়া বৌদ্ধ ধর্ম অবলম্বীদের ।
২৪। ষোড়শ মহাজন পদের মধ্যে দক্ষিণ ভারতের একমাত্র জনপদ ছিল কোনটি ?
উত্তর : অস্মক ।
২৫। কোশল রাজ্যের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের রাজধানী কি ছিল ?
উত্তর : উত্তরাঞ্চলে ছিল শ্রাবস্তী এবং দক্ষিণাঞ্চলে ছিল কুশাবতী ।
২৬। বৈশালী কাদের রাজধানী ছিল ?
উত্তর : লিচ্ছবি রাজবংশের ।
২৭। ঐতিহাসিক রোমিলা থাপারের মতে ভারতীয় প্রথম দক্ষ শাসক কে ছিলেন ?
উত্তর : বিন্দুসার ।
২৮। ‘ বৃহৎকথা ‘ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : ক্ষেমেন্দ্র ।
২৯। ‘ মহাভাষ্য ‘ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : পতঞ্জলি ।
৩০। মহাবংশ , দীপ বংশ , মহাবোধি বংশ ও অশোকা বদান এই বংশগুলি কোন গ্রন্থে উল্লেখ আছে ?
উত্তর : বৌদ্ধ গ্রন্থে ।
৩১। কলিঙ্গ রাজা খারবেলের হাতিগুম্ফা লিপি কি ধরণের লিপি ?
উত্তর : প্রত্নতাত্ত্বিক ।
৩২। রুদ্রদমনের জুনাগড় লিপি কি ধরণের লিপি ?
উত্তর : প্রত্নতাত্ত্বিক ।
৩৩। মৌর্য বংশ নামটি কোথা থেকে এসেছে ?
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্যের মাতা বা মাতামহী মুরা’র থেকে ।
৩৪। শ্রবণ বেলগোলা স্থানটি কোথায় অবস্থিত ?
উত্তর : মহীশূরে ।
৩৫। চন্দ্রগুপ্তের আমলে সৌরাষ্ট্রের শাসনকর্তা কে ছিলেন ?
উত্তর : বৈশ্য পুষ্য গুপ্ত ।
৩৬। সুদর্শন হ্রদ নির্মাণ করেন কে ?
উত্তর : পুষ্য গুপ্ত ।
৩৭। সুদর্শন হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তর : সৌরাষ্ট্রে ।
৩৮। মানবজাতির প্রথম ধর্মগুরু কে ছিলেন ?
উত্তর : অশোক ।
৩৯। অশোকের পরবর্তী মৌর্য সম্রাটগণ কারা ছিলেন ?
উত্তর : কুনাল , জলৌকা , সম্প্রতি , দশরথ , সালিসুখ , শতধম্বা , বৃহদ্রথ ।
৪০। অর্থশাস্ত্রে যেসকল কর – এর উল্লেখ আছে সেগুলির নাম লেখ ৷
উত্তর : ভাগ , বলি , কর , বিবিধ , রোজ্জু , চোর রোজ্জু , সেনাভক্ত , হিরন্য ।
৪১। সাতবাহনরা কি জাতির ছিলেন ?
উত্তর : ব্রাহ্মণ ।
৪২। যজ্ঞশ্রী সাতকর্ণীর পৃষ্ঠপোষকতা কে করেছিলেন ?
উত্তর : নাগার্জুন ।
৪৩। গৌতমীপুত্র সাতকর্ণীর পুত্ররা কে কে ?
উত্তর : কুলুমায়ি , বৈশিষ্ট পুত্ৰ সাতকর্ণী ।
৪৪। অশোকের ধর্মের মূল ভিত্তি কি ছিল ?
উত্তর : অহিংসা ।
৪৫। সম্রাট অশোকের বৌদ্ধ ধর্মগুরু কে ছিলেন ?
উত্তর : উপগুপ্ত ।
৪৬। সম্রাট অশোকের প্রধানমন্ত্রীর নাম কি ছিল ?
উত্তর : রাধা গুপ্ত ।
৪৭। অশোক প্রেরিত বৌদ্ধধর্ম প্রচারকগণ ছিলেন কারা ?
উত্তর : মধ্যান্তিক , মঝঝিম , মহাধর্মরক্ষিত , মহাদেব রক্ষিত , কুনাল , মহেন্দ্র ও সংঘমিত্রা , সোন ও উত্তর ।
৪৮। প্রথম কণিষ্কের সমসাময়িক রোম সম্রাট কে ছিলেন ?
উত্তর : টিটাস ও ট্রাজান ।
৪৯। কুষাণ যুগে ভারতের আইনস্টাইন আখ্যা দেওয়া হয়েছিল কাকে ?
উত্তর : বৈজ্ঞানিক নাগার্জুনকে ।
৫০। প্রথম কণিষ্কের মুদ্রায় ও লিপিতে কি ভাষা ব্যবহার করা হয়েছিল ?
উত্তর : ব্যাকট্রীয় ভাষা ।
সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল
ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ
List of Government Scheme In Bengali
ভারতের 2011 সালের জনগণনা
RRB Group D Science Question in Bengali
ভারতের প্রথম মহিলা তালিকা
ভারতের প্রথম পুরুষ তালিকা
GK Question in Bengali এই একাদশতম পর্বটির প্রশ্ন উত্তর গুলি যে সকল চাকরির পরীক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেগুলি হল পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, ভারতীয় রেলের পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা ইত্যাদি আরও state এর exam গুলিতে খুব ভাল একটি ফল দেবে ।