General Knowledge In Bengali
প্রিয় পাঠক, General Knowledge In Bengali পর্বের আজকের এটি চতুর্থ পর্ব। এই পর্বটির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা ৫০ টি প্রশ্ন উত্তর । যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
প্রিয় পাঠক, GK Question in Bengali পর্বের আজকের এটি চতুর্থ পর্ব। এই পর্বটির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা ৫০ টি প্রশ্ন উত্তর । যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
১। ভারত ছাড়া বিশ্বের আর কোন কোন দেশে ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে ?
উত্তর: ভারত ছাড়া বিশ্বের মধ্যে আর কোরিয়া ও কঙ্গো ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে ।
২। হায়দরাবাদের কোন মিউজিয়াম ২০১৪ সালে ১২৫ বছর পূর্ণ করেছিল ?
উত্তর: হায়দরাবাদের সালার জং মিউজিয়াম ২০১৪ সালে ১২৫ বছর পূর্ণ করেছিল।
৩। বিশ্বের প্রথম পারমাণবিক বিন্দু কেন্দ্র কি ?
উত্তর: বিশ্বের প্রথম পারমাণবিক বিন্দু কেন্দ্র ডবনিমস্ক পারমাণবিক কেন্দ্র ।
৪। কবে পোখরানে ভারতের প্রথম পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটানো হয় ?
উত্তর: ১৮ ই মে , ১৯৭৪ পোখরানে ভারতের প্রথম পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটানো হয় ।
৫। পেড়োনোসোলজি কি সংক্রান্ত বিজ্ঞানকে বোঝায় ?
উত্তর: শিশুদের রোগ নিয়ে অধ্যয়ন , শিশু চিকিৎসা নিয়ে অধ্যয়নকে বোঝায় ।
৬। ১৮০০ সালে কে প্রথম ইলেক্ট্রিক ব্যাটারি আবিষ্কার করেন ?
উত্তর: আলেসান্দ্রো ভোল্টা প্রথম ইলেক্ট্রিক ব্যাটারি আবিষ্কার করেন।
৭। একমাত্র যে দ্রবণে সোনা গলানো যায় , সেই হাইড্রোক্লোরিক ও নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ কে আবিষ্কার করেন ?
উত্তর: একমাত্র যে দ্রবণে সোনা গলানো যায় , সেই হাইড্রোক্লোরিক ও নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ আবিষ্কার করেন জাকির ইবন হায়াম ।
৮। কোন বিজ্ঞানী প্রথম কার্যকরী রিফ্লেক্টিং টেলিস্কোপ তৈরি করেন ?
উত্তর: স্যার আইজ্যাক নিউটন প্রথম কার্যকরী রিফ্লেক্টিং টেলিস্কোপ তৈরি করেন।
৯ । কোন বিষয় হতে পদার্থ বিদ্যার উদ্ভব ?
উত্তর: দর্শন থেকে পদার্থ বিদ্যার উদ্ভব।
১০। কোন চীনা গণিতবিদ জ্যামিতিতে বীজগণিতের ব্যবহার শুরু করেন ?
উত্তর: চীনা গণিতবিদ লিউ লুই জ্যামিতিতে বীজগণিতের ব্যবহার শুরু করেন।
১১। স্বাধীনতা আন্দোলন দমনে ১০ ই মার্চ ১৯১৯ লন্ডনের সংসদে পাস হওয়া ডিফেন্স অফ রেগুলেটিং অ্যাক্ট অন্য কি নামে পরিচিত ?
উত্তর: ডিফেন্স অফ রেগুলেটিং অ্যাক্ট অন্য রাওলাট আইন নামে পরিচিত।
১২। DRDO এর পুরো নাম কি ?
উত্তর: DRDO এর পুরো নাম দ্য ডিফেন্স রিসার্চ এ্যন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ।
১৩। সাতপুরা পর্বত কোন দুইটি নদীর মধ্যে অবস্থিত ?
উত্তর: সাতপুরা পর্বত নর্মদা ও তাপ্তী নদীর মধ্যে অবস্থিত ।
১৪। গোলমরিচ উৎপাদনে কোন রাজ্যে উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে ?
উত্তর: গোলমরিচ উৎপাদনে কর্ণাটক রাজ্য উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে।
১৫ । মহানদীর ব-দ্বীপ প্রকল্পের মূল উদ্দেশ্য কি ছিল ?
উত্তর: মহানদীর ব-দ্বীপ প্রকল্পের মূল উদ্দেশ্য জলসেচ ব্যবস্থার উন্নতিকরণ ।
১৬। মানুষের মুখের লালায় কোন রাসায়নিক পদার্থ থাকে ?
উত্তর: মানুষের মুখের লালায় মিউসিন রাসায়নিক পদার্থ থাকে।
১৭। ভারতের বৃহত্তম লোহা – ইস্পাত কারখানা কোনটি ?
উত্তর: ভারতের বৃহত্তম লোহা – ইস্পাত কারখানা ছত্তিশগড় রাজ্যের ভিলাই ।
১৮। পৃথিবীপৃষ্ঠে সবচেয়ে উঁচুতে অবস্থিত হ্রদের নাম কি ?
উত্তর: পৃথিবীপৃষ্ঠে সবচেয়ে উঁচুতে অবস্থিত হ্রদ হল দেবতাল হ্রদ গাড়োয়াল – উত্তরাখন্ড ।
১৯। বানরঘাটা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তর: বানরঘাটা জাতীয় উদ্যান ব্যাঙ্গালোরে অবস্থিত ।
২০। উত্তর-পূর্ব ভারতের একটি শৈলবাসের নাম লেখ ?
উত্তর: উত্তর-পূর্ব ভারতের একটি শৈলবাসের নাম হল মেঘালয়ের শিলং ।
২১। চার্লস ডারউইনের গবেষণাপ্রাপ্ত তথ্য যে বইতে প্রকাশ করেছেন তার নাম কি ?
উত্তর: চার্লস ডারউইনের গবেষণাপ্রাপ্ত তথ্য যে বইতে প্রকাশ করেছেন তার নাম অরিজিন অব স্পিসিস ।
২২। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন দিন পালিত হয় ?
উত্তর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় ২১ শে ফেব্রুয়ারি ।
২৩। কার নেতৃত্বে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছিল ?
উত্তর: ড . বি . আর . আম্বেদকর এর নেতৃত্বে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছিল।
২৪। ২০০৫ সালে সাফ ফুটবলে কোন দেশ , কাদেরকে হারিয়ে জয়ী হয়েছিল ?
উত্তর: ২০০৫ সালে সাফ ফুটবলে ভারত , বাংলাদেশকে হারিয়ে জয়ী হয়েছিল।
২৫। ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি ?
উত্তর: ভারতের বৃহত্তম গ্রন্থাগার হল ন্যাশনাল লাইব্রেরী , কলকাতা ।
২৬। মিথানোজেনস্ কী ?
উত্তর: গোবরে উপিস্থিত মাইক্রোঅর্গানিজম গুলিকে মিথানোজেনস বলা হয় ।
২৭। কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারন গুণাঙ্কের মান জানা যায় ?
উত্তর: চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারন গুণাঙ্কের মান জানা যায় ।
২৮। কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয় ?
উত্তর: ভিটামিন B5 এর অভাবে পেলেগ্রা রোগ হয়।
২৯। উত্তরাধিকার উপন্যাসটি কার রচনা ?
উত্তর: উত্তরাধিকার উপন্যাসটি হল সাহিত্যিক সমরেশ মজুমদারের ।
৩০। ‘ফিলোসফিয়া ন্যাচারালস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা’ গ্রন্থটির লেখক কে ?
উত্তর: ‘ফিলোসফিয়া ন্যাচারালস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা’ গ্রন্থটির লেখক হলেন স্যার আইজ্যাক নিউটন ।
৩১। আয়তনের দিক দিয়ে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?
উত্তর: আয়তনের দিক দিয়ে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান ।
৩২। জৈব যৌগ পরীক্ষাগারে প্রথম তৈরি করেন কোন বিজ্ঞানী ?
উত্তর: জৈব যৌগ পরীক্ষাগারে প্রথম তৈরি করেন বিজ্ঞানী ওলার ।
৩৩। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন – এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন – এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত ।
৩৪। ইউনাইটেড নেশন্স এনভায়রনমেন্ট প্রোগ্রামের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: ইউনাইটেড নেশন্স এনভায়রনমেন্ট প্রোগ্রামের সদর দপ্তর নাইরোবি ( কেনিয়া )।
৩৫। সুকাজেন্দারো সভ্যতার আবিষ্কারক কে ?
উত্তর: সুকাজেন্দারো সভ্যতার আবিষ্কারক হলেন স্যার অরেল স্টেইন জি ডালেস ।
৩৬। সুরকোটাডা সভ্যতার আবিষ্কর্তা কে ?
উত্তর: সুরকোটাডা সভ্যতার আবিষ্কর্তা হলেন ভগবতপতি যোশী ।
৩৭। চানহুদারো সভ্যতার আবিষ্কারক কে ?
উত্তর: চানহুদারো সভ্যতার আবিষ্কারক ননীগোপাল মজুমদার ।
৩৮। টিবি ভ্যাকসিনের আবিষ্কারক কে ?
উত্তর: টিবি ভ্যাকসিনের আবিষ্কারক হলেন লিওনকালমেট্রি ও ক্যামিল্লে গুয়েরিন ।
৩৯। মুঘল যুগে মনসবদাররা টাকার মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য করত তাকে কি বলা হত ?
উত্তর: মুঘল যুগে মনসবদাররা টাকার মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য করত তাকে নাকবী বলা হত ।
৪০। শেষ কোন মোঘল সম্রাট ময়ূর সিংহাসনে বসেছিলেন ?
উত্তর: শেষ মোঘল সম্রাট মহম্মদ শাহ ময়ূর সিংহাসনে বসেছিলেন।
৪১। হুমায়ুন কবে প্রথম চুনার দুর্গ আক্রমণ করেছিলেন ?
উত্তর: হুমায়ুন ১৫৩২ সালে প্রথম চুনার দুর্গ আক্রমণ করেছিলেন ।
৪২। ঐতিহাসিক আবুল ফজলকে কে হত্যা করেছিলেন ?
উত্তর: ঐতিহাসিক আবুল ফজলকে বীর সিং বুন্দেল হত্যা করেছিলেন।
৪৩। চৌসার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল ?
উত্তর: চৌসার যুদ্ধ হুমায়ুন এবং শের খানের মধ্যে সংগঠিত হয়েছিল ।
৪৪। প্রথম কোন ইংরেজ ব্যক্তি আকবরের রাজসভায় ভ্রমণ করেছিলেন ?
উত্তর: প্রথম ইংরেজ ব্যক্তি র্যাম্ফ ফিচ আকবরের রাজসভায় ভ্রমণ করেছিলেন ।
৪৫। লাক্ষাদ্বীপের জাতীয় ভাষা কি ?
উত্তর: লাক্ষাদ্বীপের জাতীয় ভাষা হল মালয়ালম ।
৪৬। ডিউস কথাটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর: ডিউস কথাটি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত ।
৪৭। কাংলাফোর্ড কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: কাংলাফোর্ড মণিপুর রাজ্যে অবস্থিত।
৪৮। সংবিধানের কোন ধারায় সংসদীয় শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণিত হয়েছে ?
উত্তর: সংবিধানের ৭৯ নং ধারায় সংসদীয় শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণিত হয়েছে।
৪৯। ভারতের প্রশাসনিক আদালত কত সালে গঠিত হয়েছে ?
উত্তর: ভারতের প্রশাসনিক আদালত ১৯৭৬ সালে গঠিত হয়েছে।
৫০। কোন দেশের সংবিধানে পার্লামেন্টের সার্বভৌমত্ব স্বীকৃত ?
উত্তর: ব্রিটেন থেকে পার্লামেন্টের সার্বভৌমত্ব স্বীকৃত ।
সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল
ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ
List of Government Scheme In Bengali
ভারতের 2011 সালের জনগণনা
RRB Group D Science Question in Bengali
ভারতের প্রথম মহিলা তালিকা
ভারতের প্রথম পুরুষ তালিকা
GK Question in Bengali এই চতুর্থ পর্বটির প্রশ্ন উত্তর গুলি যে সকল চাকরির পরীক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেগুলি হল পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, ভারতীয় রেলের পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা ইত্যাদি আরও state এর exam গুলিতে খুব ভাল একটি ফল দেবে ।