General Knowledge In Bengali

General Knowledge In Bengali Page 1 of 200 – lakhya

General Knowledge In Bengali

প্রিয় পাঠক, General Knowledge In Bengali পর্বের আজকের এটি প্রথম পর্ব। এই পর্বটির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা ৫০ টি প্রশ্ন উত্তর । যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

1. বিশ্ব মানবতা দিবস কোন দিন পালিত হয় ?
উত্তর: ১৯ শে আগস্ট ।

2. কার্গিল বিজয় দিবস কোন দিন পালিত হয় ?
উত্তর: ২৬ শে এপ্রিল ।

3. নেলসন ম্যান্ডেলা দিবস কোন দিন পালিত হয় ?
উত্তর: ১৮ ই জুলাই ।

4. মালালা ইউসুফজাই দিবস কোন দিন পালিত হয় ?
উত্তর: ১২ ই জুলাই ।

5. পেকোটোফোবিয়া কিসের ভয়কে বোঝায় ?
উত্তর: পাপ করা ।

6. সিডেরোড্রোমোফোবিয়া কিসের ভয়কে বোঝায় ?
উত্তর: ট্রেন যাত্রার ভয়কে ।

7. অ্যামাথো ফোবিয়া কিসের ভয়কে বোঝায় ?
উত্তর: ধূলো ।

8. হোতা কমিটি কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল ?
উত্তর: সিভিল সার্ভিস পরীক্ষার বয়স সংক্রান্ত উদ্দেশ্যে ।

9. নানাবতী কমিটি কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল ?
উত্তর: গোধরা কান্ডের তদন্তের জন্য ।

10. ব্যানার্জী প্ল্যানিং কমিটি কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল ?
উত্তর: সবরমতী এক্সপ্রেসে আগুন লাগার তদন্তের জন্য ।

11. ন্যানো টেকনোলজির জনক কাকে বলা হয় ?
উত্তর: রিচার্ড স্মলি ।

12. ই – মেলের জনক কাকে বলা হয় ?
উত্তর: রে টমিলসন ।

13. কোন দেশ এবং তাদের অধিবাসীদের জন বুল বলা হয় ?
উত্তর: ইউকে ।

14. RAW- এর পুরো কথাটি কি ?
উত্তর: রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ।

15. কারাকাস কোন দেশের রাজধানী ?
উত্তর: ভেনেজুয়েলা ।

16. কনফ্লাওয়ার কোন দেশের জাতীয় প্রতীক ?
উত্তর: জার্মানি ।

17. ২৬ শে মার্চ কোন দেশের জাতীয় দিবস ?
উত্তর: বাংলাদেশ ।

18. স্কিনক্স কোথায় অবস্থিত ?
উত্তর: মিশরে ।

19. বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি ভরনের নাম কি ?
বউত্তর: ঙ্গভবন

20. স্পেনের পার্লামেন্টের নাম কি ?
উত্তর: কোর্টেস ।

21. ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি কোথায় অবস্থিত ?
উত্তর: কাদাকভাসলা ( পুনে ) ।

22. ন্যাশনাল এইড্‌স কন্ট্রোল অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর: ১৯৯২ সালে ।

23. ‘ পাওয়ার কিং অফ ইউরোপ ‘ কাকে বলা হয় ?
উত্তর: বলকাস ।

24. আপার ভোল্টার বর্তমান নাম কি ?
উত্তর: বারকিনা ফাসো ।

25. ধর্মপান নিষিদ্ধ দিবস পালিত হয় কোন দিন ?
উত্তর: ৩১ শে মে ।

26. ধরিত্রী দিবস কোন দিন পালিত হয় ?
উত্তর: ২২ শে এপ্রিল ।

27. ‘ সামুয়েল লাংহোম ক্লিমেন্স ‘ কার ছদ্মনাম ?
উত্তর: মার্ক টোয়েন ।

28. আফ্রিকা মহাদেশের সর্বনিম্ন স্থানের নাম কি ?
উত্তর: লেক আসাই ।

29. পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ কোনটি ? |
উত্তর: সুপিরিয়র হ্রদ

30. পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি ?
উত্তর: ক্যাসপিয়ান সাগর ।

31. নেপালের জাতীয় সঙ্গীতের স্রষ্টা কে ?
উত্তর: পি কে রায় ।

32. ‘ হাইড পার্ক ‘ কোন দেশে অবস্থিত ?
উত্তর: ব্রিটেন ।

33. ‘ গ্রে বুক ‘ প্রকাশিত হয় কোন দেশ থেকে ?
উত্তর: জাপান ও বেলজিয়াম ।

34. জনপ্রিয় ট্রেন গ্লেসিয়ার এক্সপ্রেস কোন দেশে চলে ?
উত্তর: সুইৎজারল্যান্ড ।

35. দোয়েল কোন দেশের জাতীয় পাখি ?
উত্তর: বাংলাদেশ ।

36. ‘ গরুড় ‘ কোন দেশের বিমানসংস্থার নাম ?
উত্তর: ইন্দোনেশিয়া ।

37. ‘ লে মন্ডে ‘ কোন দেশের সংবাদপত্র ?
উত্তর: ফ্রান্স ।

38. এসকুডো কোন দেশের মুদ্রার নাম ?
উত্তর: পোর্তুগাল ।

39. পিথু হুটাউ কোন দেশের জাতীয় সংসদের নাম ?
উত্তর: মায়ানমার ।

40. ভারতবর্ষ বাদে কোন দেশগুলির স্বাধীনতা দিবস ১৫ ই আগস্ট ?
উত্তর: কঙ্গো , দক্ষিণ কোরিয়া ।

41. বারেহিপানি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: উড়িষ্যা ।

42. পালারুভি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: কেরালা ।

43. ভারতের সংসদীয় প্রথায় ছাঁটাই প্রস্তাব বলতে কি বোঝায় ?
উত্তর: আর্থিক বরাদ্দের দাবি হ্রাস করা ।

44. UNRISD- এর পুরো কথাটি কি ?
উত্তর: ইউনাইটেড নেশন্‌স রিসার্চ ইনস্টিটিউট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ।

45. ইউনাইটেড নেশন্‌স ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ কত সালে গঠিত হয়েছিল ?
উত্তর: ১১ ই ডিসেম্বর , ১৯৬৩ ।

46. ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস – এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: জেনেভা ।

47. ইউনাইটেড নেশন্‌স ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: মাদ্রিদে ।

48. ইউনাইটেড নেশন্‌স বিসার্চ ইনস্টিটিউট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট কত সালে গঠিত হয়েছিল ?
উত্তর: ১৯৩০ সালে ।

49. UNCTAD- এর সদস্য দেশের সংখ্যা কত ?
উত্তর: ১৯৩ টি ।

50. BSTDB- এর পুরো কথাটি কি ?
উত্তর: ব্ল্যাক সি ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ।

সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল

General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set

General Knowledge In Bengali এই পর্বটির প্রশ্ন উত্তর গুলি যে সকল চাকরির পরীক্ষায় বিশেষ গুরুত্ব পালন করবে সেগুলি হল পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, ভারতীয় রেলের পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা ইত্যাদি আরও state এর exam গুলিতে খুব ভাল একটি ফল দেবে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top