Familiar Names Of Different People-বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম

বিভিন্ন ব্যক্তির পরিচিত নামের তালিকা PDF

বিভিন্ন ব্যক্তির পরিচিত নামের তালিকা PDF

প্রিয় পাঠক, আজকের এই পর্বটির ( বিভিন্ন ব্যক্তির পরিচিত নামের তালিকা PDF ) মধ্যে ভারতের বিখ্যাত ব্যক্তিদের পরিচিত নাম সম্পর্কে আলোচনা করলাম। যা রাজ্য ও কেন্দ্রের পরীক্ষার জন্য ভীষন গুরুত্বপূর্ণ ।

বিভিন্ন ব্যক্তির পরিচিত নামের তালিকা

পরিচিত নামপ্ৰকৃত নাম
বাপু , মহাত্মামোহনদাস করমচাঁদ গাঁধি
সীমান্ত গাঁধি , বাদশা খানখান আব্দুল গফফর খান
গ্র্যান্ড ওল্ড ম্যান অব্ ইন্ডিয়াদাদাভাই জি
ভারতের লৌহমানবসর্দার বল্লভভাই প্যাটেল
চাচা , পণ্ডিতজিজওহরলাল নেহরু
নেতাজি , দ্য স্প্রিংগিং টাইগারসুভাষচন্দ্র বসু
স্বামীজিস্বামী বিবেকানন্দ
বাবুজিজগজীবন রাম
রাজাজি , সিআরচক্রবর্তী রাজাগোপালাচারি
গুরুজিএম এস গোলওয়ালকর
গুরুদেব , কবিগুরু , বিশ্বকবিরবীন্দ্রনাথ ঠাকুর
ভারতের শান্তিমানব , শাস্ত্রীজিলালবাহাদুর শাস্ত্রী
পাঞ্জাব কেশরিলালা লাজপত রায়
অন্ধ্র কেশরিটি প্রকাশম
বাংলার বাঘআশুতোষ মুখার্জি
শের – ই – কাশ্মীরশেখ মহম্মদ আবদুল্লা
দেশবন্ধুচিত্তরঞ্জন দাশ
দীনবন্ধুসি এফ অ্যান্ড্রুজ
বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান
লোকমান্যবাল গঙ্গাধর তিলক
মহামান্যপণ্ডিত মদনমোহন মালব্য
লোকনায়ক , জেপিজয়প্রকাশ নারায়ণ
দেশপ্রাণবীরেন্দ্রনাথ শাসমল
দেশরত্ন , অজাতশত্রুড . রাজেন্দ্র প্রসাদ
শহিদ – এ – আজমভগৎ সিং
ভারতের নাইটিঙ্গেলসরোজিনী নাইডু
লেডি উইথ দ্য ল্যাম্পফ্লোরেন্স নাইটিঙ্গেল
স্বর কোকিলালতা মঙ্গেশকর
ভারতের শেক্সপিয়রমহাকবি কালিদাস
ভারতের নেপোলিয়নসমুদ্রগুপ্ত
ভারতের মেকিয়াভেলিচাণক্য
কাশ্মীরের আকবরজয়নুল আবেদিন
ভারতের পক্ষীমানবসেলিম আলি
আন্নাসি এন আন্নাদুরাই
উড়ান পরী , সোনার মেয়েপি টি ঊষা
উইজার্ড , হকির জাদুকরধ্যানচাঁদ
হরিয়ানা হ্যারিকেনকপিলদেব নিখাঞ্জ
দিয়েগো , লিট্ল মাস্টার , মাস্টার ব্লাস্টারসচিন তেন্ডুলকর
টাইগারমাইক প্রোক্টর , মনসুর আলি খান পতৌদি
প্রিন্স অব্ পোর্ট অব্ স্পেনব্রায়ান লারা
জাম্বোঅনিল কুম্বলে
জিমিমহিন্দর অমরনাথ
সানিসুনীল গাভাসকর
ভিশিগুণ্ডাপ্পা বিশ্বনাথ
চিকাকৃষ্ণমাচারি শ্রীকান্ত
টারবুনেটর , ভাজ্জিহরভজন সিং
স্মোকিং জোভিভ রিচার্ডস
রাওয়ালপিন্ডি এক্সপ্রেসশোয়েব আখতার
ইম্মি লায়ন অব্ লাহোরইমরান খান
স্মাইলিং অ্যাসাসিনমুথাইয়া মুরলিধরন
পান্টার, চায়নাম্যানরিকি পন্টিং
দাদা, মহারাজসৌরভ গাঙ্গুলি
ফুটবল সম্রাট , ও রেইপেলে
ইউরোপের পেলে , কালো চিতাইউসেবিও
কাইজারফ্রাঞ্জ বেকেনবাওয়ার
গ্যালোপিং মেজর , গোলমেশিনপুসকাস
চাইনিজ ওয়ালগোষ্ঠ পাল
ফুটবলের আইনস্টাইনডেভিড বেকহ্যাম
ফুটবলের রাজপুত্রদিয়েগো মারাদোনা
দ্য শ্যাডোআর্থার অ্যাশ
দ্য গ্রেটেস্টমহম্মদ আলি
আঙ্কেল হোহো চি মিন
বার্ড অব্ অ্যাভনউইলিয়াম শেক্সপিয়র
কবির কবিএডমন্ড স্পেনসার
কুমারী রানিপ্রথম এলিজাবেথ
চড়ুই পাখিমেজর জেনারেল রাজিন্দর সিং
ডেজার্ট ফক্সজেনারেল আরউইন রমেল
তুষার ব্যাঘ্রতেনজিং নোরগে
দ্বিতীয় ডিউসবেনিটো মুসোলিনি
মেইড অব্ অরলিয়ান্সজোয়ান অব্ আর্ক
ম্যান অব্ ডেস্টিনি , লিট্ল করপোরালনেপোলিয়ান বোনাপার্ট
ম্যান অব্ ব্লাড অ্যান্ড আয়রনঅটো ভন বিসমার্ক
মাস্টার অব সাসপেন্সআলফ্রেড হিচকক
সান্তাক্লজসেন্ট নিকোলাস
ফ্যুয়েরারঅ্যাডল্ফ হিটলার
আইকডেভিড আইসেনহাওয়ার
কিং মেকাররিচার্ড নেভিল
দ্য ফ্লাইং শিখমিলখা সিং
Familiar Names Of Different People in Bengali

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

দ্য ফ্লাইং শিখ নামে পরিচিত ?
দ্য ফ্লাইং শিখ নামে পরিচিত মিলখা সিং।

ফুটবলের রাজপুত্র কাকে বলা হয় ?
ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনাকে বলা হয়।

কোন ক্রিকেটার ‘মহারাজ’ নামে পরিচিত ?
সৌরভ গাঙ্গুলি ‘মহারাজ’ নামে পরিচিত।

ফুটবলের সম্রাট কাকে বলা হয় ?
পেলেকে ফুটবলের সম্রাট বলা হয়।

মেসিকে ফুটবলের কি বলা হয় ?
মেসিকে ‘ফুটবলের ঈশ্বর’ বলে।

মেসির ভাল নাম কি ?
মেসির ভাল নাম লিওনেল আন্দ্রেস ” লিও ” মেসি।

ফুটবল এর রাজা কে ছিলেন ?
ফুটবল এর রাজা ছিলেন পেলে।

লোকমান্য নামে কে পরিচিত ?
লোকমান্য নামে বালগঙ্গাধর তিলক পরিচিত।

বাপু কার উপাধি ?
মোহনদাস করমচাঁদ গাঁধি বাপু নামে পরিচিত।

ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি ?
ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কৃতি কিষান পার্টি।

দ্বিতীয় ডিউস নামে কে পরিচিত ?
বেনিটো মুসোলিনি দ্বিতীয় ডিউস নামে পরিচিত।

প্রিন্স অব্ পোর্ট অব্ স্পেন কার উপাধি ?
প্রিন্স অব্ পোর্ট অব্ স্পেন উপাধিটি ব্রায়ান লারার।

তুষার ব্যাঘ্র কাকে বলা হয় ?
তেনজিং নোরগেকে তুষার ব্যাঘ্র বলা হয়।

গুরুত্বপূর্ণ কিছু Article

ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ
List of Government Scheme In Bengali
ভারতের 2011 সালের জনগণনা
RRB Group D Science Question in Bengali
ভারতের প্রথম মহিলা তালিকা
ভারতের প্রথম পুরুষ তালিকা

[ বিভিন্ন ব্যক্তির পরিচিত নামের তালিকা PDF ] এই পর্বটি আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।

বিভিন্ন ব্যক্তির পরিচিত নামের তালিকা ডাউনলোড লিংক

Name : বিভিন্ন ব্যক্তির পরিচিত নামের তালিকা PDF
Language : Bengali
Size : 588 KB
No of Page : 03
Download Link : Click Here For Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top