Census of West Bengal 2011-2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ

Census of West Bengal 2011-2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ

Census of West Bengal 2011-2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ

সূচিপত্র show

প্রিয় পাঠক, আজকের এই পর্ব টির ( Census of West Bengal 2011-2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ ) মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 2011 সালের জনগণনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। যা রাজ্য ও কেন্দ্রের পরীক্ষার জন্য ভীষন গুরুত্বপূর্ণ ।

2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের আয়তন :

পশ্চিমবঙ্গের আয়তন— 88,752 বর্গকিমি ।
পশ্চিমবঙ্গের আয়তন ভারতের – 2.67 % ।
আয়তনে পশ্চিমবঙ্গে ভারতে ত্রয়োদশতম ।
√ পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা— দক্ষিণ 24 পরগণা ( 9,960 বর্গকিমি ) ।
√ সবচেয়ে ছোট জেলা— কলকাতা ( 185 বর্গকিমি ) ।

2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা :

√ পশ্চিমবঙ্গের লোকসংখ্যা— 9.13 কোটি । ( 10.42 কোটি )
√ জনসংখ্যায় পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ ( উত্তরপ্রদেশে , মহারাষ্ট্র ও বিহারের পর ) ।
√ ভারতের 7.54 % লোক পশ্চিমবঙ্গে বাস করে ।
√ সর্বাধিক লোকসংখ্যা – উত্তর 24 পরগণায় 1,00,09,781 ।
√ সর্বনিম্ন লোকসংখ্যা – দক্ষিণ দিনাজপুর 16,70,931

2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব :

√ ভারতের জনঘনত্ব — 382 জন / বর্গকিমি ( দ্বিতীয় স্থানে ) । –
√ পশ্চিমবঙ্গের জনঘনত্ব— 1028 জন / বর্গকিমি । ( দ্বিতীয় ( 1 )
√ প্রথম স্থানে বিহার – 1102 জন / বর্গকিমি ।
√ তৃতীয় স্থানে কেরালা — 859 জন / বর্গকিমি ৷
√ জনঘনত্বে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান সপ্তম । শুধুমাত্র রাজ্যগুলির নিরিখে দ্বিতীয় ।
√ পশ্চিমবঙ্গের জনঘনত্ব সবচেয়ে বেশি কলকাতায়– 24252 জন / বর্গকিমি ।
√ দ্বিতীয় স্থানে হাওড়া 3300 জন / বর্গকিমি ।
√ 2011 সালে সর্বনিম্ন জনঘনত্ব— পুরুলিয়াতে 468 / বর্গকিমি । জেলাভাগ হওয়ার পর কালিম্পংয়ে জনঘনত্ব সর্বনিম্ন 241 / বর্গকিমি ।

2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার :

√ পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার- 77.08 % । পুরুষ- 82.67 % এবং মহিলা- 71.16 %
√ ভারতের সাক্ষরতার হার – 74.07 % । পুরুষ – 82.14 % এবং মহিলা- 65.46 % ।
√ পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক সাক্ষর জেলা— পূর্ব মেদিনীপুর 87.66 % । দ্বিতীয় স্থানে কলকাতা — 87.14 % এবং তৃতীয় স্থানে — উত্তর 24 পরগণা— 84.95 % 1
√ সাক্ষরতার হার সর্বনিম্ন – উত্তর দিনাজপুর 60.13 % ।
√ মহিলাদের শিক্ষার হার সর্বনিম্ন পুরুলিয়া 51.29 %
√ সাক্ষরতার বিচারে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান- অষ্টাদশ ।
√ সর্বাধিক সংখ্যক সাক্ষর মানুষ বাস করে— উত্তর 24 পরগণা জেলায় ।

2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের গ্রাম ও শহরের জনসংখ্যা :

√ কলকাতা মহানগর ভারতের তৃতীয় বৃহত্তম এবং পৃথিবীর দশম বৃহত্তম মহানগর ।
√ মহানগর কলকাতার জনসংখ্যা – 1,40,35,959 জন ।
√ সর্বাধিক নগরায়ন সম্পন্ন জেলা – কলকাতা 100 % ।
√ দ্বিতীয় স্থানে উত্তর 24 পরগণা – 54.3 % ।
√ সর্বনিম্ন নগরায়ন সম্পন্ন জেলা- মালদা 7.32 % ।

আরও কিছু পর্ব

General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
SSC GD GK Mock Test in Bengali Part-1
Ancient History of India in Bengali

2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের তপশিলী জাতি উপজাতি :

√ পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার 23.62 % SC জনসংখ্যা ।
√ পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার 5.8 % ST জনসংখ্যা ।
√ সর্বাধিক SC জনসংখ্যা – দক্ষিণ 24 পরগণা জেলায় ।
√ শতাংশের হারে সর্বাধিক SC জনসংখ্যা — কোচবিহারে ।
√ সর্বনিম্ন তপশিলী জাতিভুক্ত SC জেলা— দার্জিলিং ।
√ সর্বাধিক তপশিলী উপজাতিভুক্ত ST জেলা— পশ্চিম মেদিনীপুর ।
√ সর্বনিম্ন তপশিলী উপজাতিভুক্ত ST জেলা – কলকাতা ।

2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত :

√ পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত ( Sex Ratio ) – 947 ।
√ রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান ( 15 ) ।
√ লিঙ্গানুপাত সবচেয়ে খারাপ – কলকাতায় ( 899 ) , ভাল- দার্জিলিং ( 971 ) ।

2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের দশকিয় বৃদ্ধির হার :

√ পশ্চিমবঙ্গের দশকীয় বৃদ্ধির হার – 13.93 % ।
√ দশকীয় বৃদ্ধির হার সর্বাধিক— উত্তর দিনাজপুরে 22.90 %
√ দশকীয় বৃদ্ধির হার সর্বনিম্ন — কলকাতায় ( -1.88 % ) ।

2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের তপশিলী উপজাতি :

√ মধ্যপ্রদেশে তপশিলী উপজাতির সংখ্যা ভারতের মধ্যে সবচেয়ে বেশি । ( 1 কোটি 54 লক্ষ ) , যা ঐ রাজ্যের মোট জনসংখ্যার 21.1 % ।
√ শতাংশের হারে মিজোরামে তপশিলী উপজাতির জনসংখ্যা সর্বাধিক ( 94.96 % ) , লাক্ষাদ্বীপে– ( 94.8 % ) ।
√ “ ভীল ” আদিবাসী ভারতে সবচেয়ে বেশি ( 4 কোটি 6 লক্ষ ) ।
√ দ্বিতীয় ‘ গণ্ড’– ( 4 কোটি 3 লক্ষ ) ।
√ পশ্চিমবঙ্গে— সাঁওতাল ( 51.8 % ) , ওঁরাও ( 14 % ) এবং মুণ্ডা ( 7.8 % ) প্রধান আদিবাসী গোষ্ঠী ।

2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের আদিবাসীদের জাতিগত বিভাজন :

1. নেগ্রিটো : ভারতের প্রাচীনতম উপজাতি । দক্ষিণ ভারতের পার্বত্য অঞ্চল , আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাস করে । ছোটো ও গোলাকার মাথা , কম উচ্চতা , গায়ের রঙ – কালো , কালো পশমযুক্ত চুল , পাতলা ঠোটমাথা , চ্যাপ্টা ও চওড়া নাক । উদাহরণ – কোচিন এবং ট্রাভানকোর পাহাড়ের কাদার , ইরুলা , আন্দামানীজ ।

2. প্রোটো – অস্ট্রোলয়েড— দক্ষিণ ভারতের পার্বত্য অঞ্চলে ও অরণ্য অঞ্চলে , দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে বসবাস করে । খর্ব থেকে মাঝারি উচ্চতা , লম্বা এবং উচ্চ মাথা , প্রশস্ত এবং ছোট মুখ , নাক চওড়া , নাসামূল চাপা । উদাহরণ — ওঁরাও , সাঁওতাল , মুণ্ডা , চেঞ্চু , ভীল , কোল , গণ্ড , বাদাগা ।

3. মঙ্গলয়েড — উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে বসবাস করে । হলুদ রঙের ত্বক , সোজা এবং ঘন কালো চুল , সমতল নাক , সুস্পষ্ট চিবুক , বাদামের আকারের চোখগুলি , চোখে— এপিক্যান্থিক ভাঁজ দেখা যায় । উদাহরণ- নাগা , চাকমা প্রমুখ ।

4. নর্ডিক — এই জনগোষ্ঠী লম্বা উচ্চতা , ত্বকের রঙ – গোলাপী সাদা , ঢেউখেলানো চুল , সরু নাক , পাতলা ঠোঁট এবং শরীরে পর্যাপ্ত চুল দ্বারা চিহ্নিত করা হয় । দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড়ের টোডা এই বিভাগের অন্তর্ভুক্ত ।

22 thoughts on “Census of West Bengal 2011-2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ”

  1. Pingback: Bharat Ratna Winners list from 1954 to 2024 in Bengali

  2. Pingback: Ancient History SAQ Question-প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন

  3. Pingback: List of Multipurpose River Schemes-বহুমুখী নদী পরিকল্পনার তালিকা

  4. Pingback: Research Institutes In India PDF-ভারতের গবেষণা কেন্দ্রের নাম

  5. Pingback: Familiar Names Of Different People-বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম

  6. Pingback: List of Fathers of Various Fields PDF in Bengali-কে কিসের জনক PDF

  7. Pingback: আন্তর্জাতিক সংস্থা ও সদর দপ্তর pdf

  8. Pingback: সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

  9. Pingback: বিখ্যাত ব্যক্তিগণের আত্মজীবনী তালিকা pdf - lakhya

  10. Pingback: ভারতের সাধারণজ্ঞান প্রশ্ন ও উত্তর

  11. Pingback: ভারতের ভূগোল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

  12. Pingback: GK Question in Bengali Page 11 of 200 – lakhya

  13. Pingback: GK Question in Bengali Page 12 of 200 – lakhya

  14. Pingback: GK Question in Bengali

  15. Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-9

  16. Pingback: তড়িৎ লেপনের সংজ্ঞা, উদাহরণ, উদ্দেশ্য ও ব্যবহার

  17. Pingback: National Parks of India in Bengali-ভারতের জাতীয় উদ্যান

  18. Pingback: General Knowledge In Bengali

  19. Pingback: GK Question in Bengali Page 17 of 200 – lakhya

  20. Pingback: ভারতের ভাইসরয়দের তালিকা পিডিএফ

  21. Pingback: ভারতের জাতীয় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন

  22. Pingback: গতি সংক্রান্ত কয়েকটি রাশির তথ্য - lakhya

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top