Bharat Ratna Winners list from 1954 to 2024 in Bengali

Bharat Ratna Winners list from 1954 to 2024 in Bengali

Bharat Ratna Winners list from 1954 to 2024 in Bengali

প্রিয় পাঠক, আজকের এই পর্বটির [ Bharat Ratna Winners list from 1954 to 2024 in Bengali ] মধ্যে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পুরস্কার প্রাপক ব্যাক্তিদের সম্পর্কে আলোচনা করবো। যা রাজ্য ও কেন্দ্রের পরীক্ষার জন্য ভীষন গুরুত্বপূর্ণ ।

ভারতরত্ন সম্পর্কিত তথ্য

ভারতরত্ন হল ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মান। ১৯৫৪ সালের ২ জানুয়ারি এই সম্মান চালু হয়। জাতি, পেশা, পদমর্যাদা বা লিঙ্গ নির্বিশেষে সর্বোচ্চ স্তরের ব্যতিক্রমী সেবা/কার্যের স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করা হয়।

১৯৫৪ থেকে ২০১৯ সালে ভারতরত্ন পুরস্কার প্রাপকদের তালিকা

ব্যক্তির নাম সাল কৃতিত্ব / অবদান
1. সি. রাজাগোপালাচারী1954 স্বাধীনতা সংগ্রামী, ভারতের শেষ গভর্নর জেনারেল
2. এস. রাধাকৃষ্ণন 1954 দার্শনিক, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি
3. সি. ভি. রমন 1954 পদার্থ বিজ্ঞানী
4. জওহরলাল নেহেরু1955 স্বাধীনতা সংগ্রামী, ভারতের প্রথম প্রধানমন্ত্রী
5. ভগবান দাস1955স্বাধীনতা সংগ্রামী লেখক
6. এম . বিশ্বেভার্মা1955 সিভিল ইঞ্জিনিয়র, মহীশূরের দেওয়ান
7. গোবিন্দ বল্লভ পন্থ1957 স্বাধীনতা সংগ্রামী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী , কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী
8. ডি. ভি. কাভে1958 শিক্ষাবিদ, সমাজকর্মী
9. বি. সি. রায়1961 চিকিৎসক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
10. পি. ডি. ট্যান্ডন1961স্বাধীনতা সংগ্রামী, শিক্ষাবিদ
11. রাজেন্দ্র প্রসাদ1962 আইনজ্ঞ, শিক্ষাবিদ , ভারতের প্রথম রাষ্ট্রপতি
12. জাকির হোসেন1963 শিক্ষাবিদ, ভারতের তৃতীয় রাষ্ট্রপতি
13. পি. ভি. কানে1963 সংস্কৃত পণ্ডিত
14. লাল বাহাদুর শাস্ত্রী (মরণোত্তর)1966 স্বাধীনতা সংগ্রামী, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী
15. ইন্দিরা গান্ধী1971 ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী
16. ভি. ভি. গিরি1975 শ্রমিক আন্দোলনের নেতা, ভারতের চতুর্থ রাষ্ট্রপতি
17. কে. কামরাজ (মরণোত্তর)1976 স্বাধীনতা সংগ্রামী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
18. মাদার টেরিজা1980 মিশনারীজ অফ চ্যারিটিজের মাধ্যমে কুষ্ঠ রোগীদের সেবা করা
19. বিনোবা ভাবে (মরণোত্তর)1983স্বাধীনতা সংগ্রামী, সমাজসেবী
20. খান আব্দুল গফফর খান1987 স্বাধীনতা সংগ্রামী
21. এম. জি. রামচন্দ্রন (মরণোত্তর)1988 চলচ্চিত্র অভিনেতা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
22. বি. আর আম্বেদকর (মরণোত্তর)1990 ভারতীয় সংবিধানের জনক, অর্থনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী
23. ডঃ নেলসন ম্যান্ডেলা1990 দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে লড়াই
24. মোরারজি দেশাই1990 স্বাধীনতা সংগ্রামী, ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী
25. বল্লভভাই পটেল1991 স্বাধীনতা সংগ্রামী, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী
26. রাজীব গান্ধী (মরণোত্তর)1991 ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী
27. আব্দুল কালাম আজাদ (মরণোত্তর)1992 স্বাধীনতা সংগ্রামী, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী
28. জে আর ডি টাটা1992 বিশিষ্ট শিল্পপতি
29. সত্যজিৎ রায়1992 বাঙ্গালি চলচ্চিত্র নির্মাতা
30. গুলজারিলাল নন্দ1997 স্বাধীনতা সংগ্রামী , ভারতের অন্তরবর্তীকালীন প্রধানমন্ত্রী
31. অরুণা আসফ আলি (মরণোত্তর)1997 স্বাধীনতা সংগ্রামী
32. ডঃ এ. পি. জে. আব্দুল কালাম1998পরমাণু বিজ্ঞানী , ভারতের 11 তম রাষ্ট্রপতি
33. সি সুব্রহ্মণিয়ম 1998স্বাধীনতা সংগ্রামী, ভারতের কৃষিমন্ত্রী
34. এম. এস. শুভলক্ষ্মী1998 কন্নড় ভাষায় বিখ্যাত গায়ক
35. জয়প্রকাশ নারায়ণ (মরণোত্তর)1999 স্বাধীনতা সংগ্রামী
36. গোপীনাথ বরদলুই (মরণোত্তর) 1999 স্বাধীনতা সংগ্রামী, আসামের মুখ্যমন্ত্রী
37. পন্ডিত রবিশঙ্কর 1999 সেতার বাদ্যকার
38. ডঃ অমর্ত্য সেন1999 অর্থনীতিবিদ
39. লতা মঙ্গেশকর2001 গায়িকা
40. উস্তাদ বিসমিল্লাহ খান2001হিন্দুস্তানী ক্লাসিক্যাল সানাই বাদক
41. পণ্ডিত ভীমসেন যোশী 2008হিন্দুস্তানী ক্লাসিক্যাল সংগীত গায়ক
42. সি. এন. আর. রাও 2014ভারতীয় রসায়ন বিজ্ঞানী
43. শচিন তেন্ডুলকার 2014ক্রিকেটার
44. মদন মোহন মালব্য (মরণোত্তর) 2015 স্বাধীনতা সংগ্রামী, শিক্ষাবিদ
45. অটল বিহারী বাজপেয়ী 2015 ভারতের দশম প্রধানমন্ত্রী
46. প্রণব মুখার্জী 2019 রাজনীতিবিদ, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপতি
47. নানজী দেশমুখ2019সমাজসেবী
48. ভূপেন হাজারিকা2019গায়ক

২০২৪ সালে ভারতরত্ন পুরস্কার প্রাপকদের তালিকা

ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান , 2024 সালে পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে ভূষিত করা হয়েছে , যা এক বছরে সর্বাধিক সংখ্যক প্রাপককে দেব হয়েছে । পুরস্কারপ্রাপকগণ হলেন-

ব্যক্তির নাম সাল কৃতিত্ব / অবদান
কর্পূরী ঠাকুর (মরণোত্তর)2024প্রখ্যাত সমাজতান্ত্রিক নেতা এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী , ‘ জন নায়ক ( জনগণের নেতা ) নামে পরিচিত । বিহারের রাজনীতি ও শাসনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মানিত ।
লালকৃষ্ণ আডবাণী2024প্রবীণ রাজনীতিবিদ এবং ভারতের সাবেক উপ- প্রধানমন্ত্রী । রাজনীতিতে তার দীর্ঘ এবং প্রভাবশালী কর্মজীবনের জন্য স্বীকৃত , যার মধ্যে ভারতীয় জনতা পার্টির ( বিজেপি ) সভাপতি হিসেবে তার মেয়াদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ- প্রধানমন্ত্রী হিসেবে কাজ করা ।
পালাপার্থী ভেঙ্কটা নরসিমহা রাও (মরণোত্তর)2024 ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী , ভারতের অর্থনীতিকে পরিবর্তনকারী অর্থনৈতিক সংস্কার প্রবর্তনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সম্মানিত । একজন শ্রদ্ধেয় পণ্ডিত ও রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণীয় ।
চৌধুরী চরণ সিং (মরণোত্তর)2024 ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী , ভারতীয় রাজনীতিতে তার উল্লেখযোগ্য অবদানের জন্য স্বীকৃত , বিশেষ করে কৃষকদের কারণের জন্য এবং তার মেয়াদে কংগ্রেস বিরোধী রাজনীতির নেতৃত্ব দেওয়ার জন্য ।
মানকমু সাম্বাশিবন স্বামীনাথন (মরণোত্তর)2024বিশিষ্ট কৃষি বিজ্ঞানী , ভারতীয় কৃষিতে দূরদর্শী দিকনির্দেশনা এবং অবদানের জন্য সম্মানিত , জাতির জন্য খাদ্য নিরাপত্তা এবং সমৃদ্ধি নিশ্চিত করা ।

ভারতরত্ন পুরস্কার বিজয়ী প্রথম ব্যাক্তি

১৯৫৪ সালে তিনজন ব্যক্তিকে প্রথম ভারতরত্ন পুরস্কার দেব হয়েছিল। তার হলেন –
[১] সি. রাজাগোপালাচারী, একজন বিশিষ্ট রাজনীতিবিদ।
[২] সর্বপল্লী রাধাকৃষ্ণন , একজন প্রখ্যাত দার্শনিক।
[৩] সি ভি রমন , একজন অগ্রগামী বিজ্ঞানী ।

ভারতরত্ন পুরস্কার বিজয়ী সর্বকনিষ্ঠ ব্যাক্তি

ভারতের কিংবদন্তী লিটল মাস্টার শচীন রমেশ তেন্ডুলকর , মাত্র ৪০ বছর বয়সে ২০১৪ সালে ভারতের সর্বকনিষ্ঠ ভারতরত্ন পুরস্কার হন। ক্রিকেটে তার অসাধারণ অবদানের জন্য এই সম্মানে ভূষিত করা হয় ।

ভারতরত্ন পুরস্কার বিজয়ী সবচেয়ে বয়স্ক ব্যাক্তি

ধোন্ডো কেশব কার্ভে, একজন শ্রদ্ধেয় সমাজ সংস্কারক , যিনি ১৯৫৮ সালে তার ১০০তম জন্মবার্ষিকীতে এই পুরস্কার প্রদান করা হয়েছিল। যা এই পুরস্কারের ইতিহাসে চিরস্বরণীয় হয়ে রয়েছে।

ভারতরত্ন পুরস্কার সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রথম ভারতরত্ন পুরস্কার কে পান ?
ভারতরত্নের প্রথম তিনটি প্রাপক – সি রাজগোপালচারী, এস রাধাকৃষ্ণণ এবং সিভি রমন।

ভারতের প্রেসিডেন্ট হওয়ার আগে ভারতরত্ন পুরস্কার কে পান ?
ভারতের প্রেসিডেন্ট হওয়ার আগে 2019 সালে, নানাজি দেশমুখকে (মরণোত্তর) ভারতরত্ন পুরস্কার পান।

কত সালে প্রথম ভারত রত্ন পুরস্কার দেওয়া হয় ?
1954 সালে প্রথম ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়।

প্রথম কোন মহিলা ভারতরত্ন পুরস্কার পান ?
ইন্দিরা গান্ধী প্রথম ভারতরত্ন পুরস্কার পান।

ভারতের সর্বোচ্চ পুরস্কার কি কি ?
ভারতরত্ন ভারতে প্রদান করা সর্বোচ্চ অসামরিক সম্মান।

ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পান ?
ভারতের নাগরিক নন এমন খান আবদুল গফফর খান প্রথম ভারতরত্ন পান।

তিনটি পদ্ম পুরস্কার ও ভারতরত্ন কে পেয়েছেন ?
তিনটি পদ্ম পুরস্কার ও ভারতরত্ন পেয়েছেন বিসমিল্লাহ খান।

মৃত্যুর পর ভারতে কোন পুরস্কার দেওয়া হয় ?
মৃত্যুর পর ভারতে মহা বীর চক্র পুরস্কার দেওয়া হয়।

প্রথম বাঙালি ভারতরত্ন কে পান ?
প্রথম বাঙালি হিসাবে রাজনীতিবিদ চক্রবর্তী রাজাগোপালাচারী ভারতরত্ন পান ।

কতজন প্রধানমন্ত্রী ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ?
ছয় জন  [ লাল বাহাদুর শাস্ত্রী, অটল বিহারী বাজপেয়ী, ইন্দিরা গান্ধী, মোরাজি দেশাই, জওহর লাল নেহেরু, গুলজারিলাল নন্দা ]।

কে ভারতরত্ন ও নিশান ই পাকিস্তান উভয় পেয়েছিলেন ?
মির্জা গোলাম আহমদ ভারতরত্ন ও নিশান ই পাকিস্তান উভয় পেয়েছিলেন।

গুরুত্বপূর্ণ কিছু Article

ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ
List of Government Scheme In Bengali
ভারতের 2011 সালের জনগণনা
RRB Group D Science Question in Bengali
ভারতের প্রথম মহিলা তালিকা
ভারতের প্রথম পুরুষ তালিকা

[ Bharat Ratna Winners list from 1954 to 2024 in Bengali ] এই পর্বটি আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top