Bharat Ratna Winners list from 1954 to 2024 in Bengali
প্রিয় পাঠক, আজকের এই পর্বটির [ Bharat Ratna Winners list from 1954 to 2024 in Bengali ] মধ্যে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পুরস্কার প্রাপক ব্যাক্তিদের সম্পর্কে আলোচনা করবো। যা রাজ্য ও কেন্দ্রের পরীক্ষার জন্য ভীষন গুরুত্বপূর্ণ ।
ভারতরত্ন সম্পর্কিত তথ্য
ভারতরত্ন হল ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মান। ১৯৫৪ সালের ২ জানুয়ারি এই সম্মান চালু হয়। জাতি, পেশা, পদমর্যাদা বা লিঙ্গ নির্বিশেষে সর্বোচ্চ স্তরের ব্যতিক্রমী সেবা/কার্যের স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করা হয়।
১৯৫৪ থেকে ২০১৯ সালে ভারতরত্ন পুরস্কার প্রাপকদের তালিকা
ব্যক্তির নাম | সাল | কৃতিত্ব / অবদান |
---|---|---|
1. সি. রাজাগোপালাচারী | 1954 | স্বাধীনতা সংগ্রামী, ভারতের শেষ গভর্নর জেনারেল |
2. এস. রাধাকৃষ্ণন | 1954 | দার্শনিক, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি |
3. সি. ভি. রমন | 1954 | পদার্থ বিজ্ঞানী |
4. জওহরলাল নেহেরু | 1955 | স্বাধীনতা সংগ্রামী, ভারতের প্রথম প্রধানমন্ত্রী |
5. ভগবান দাস | 1955 | স্বাধীনতা সংগ্রামী লেখক |
6. এম . বিশ্বেভার্মা | 1955 | সিভিল ইঞ্জিনিয়র, মহীশূরের দেওয়ান |
7. গোবিন্দ বল্লভ পন্থ | 1957 | স্বাধীনতা সংগ্রামী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী , কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী |
8. ডি. ভি. কাভে | 1958 | শিক্ষাবিদ, সমাজকর্মী |
9. বি. সি. রায় | 1961 | চিকিৎসক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী |
10. পি. ডি. ট্যান্ডন | 1961 | স্বাধীনতা সংগ্রামী, শিক্ষাবিদ |
11. রাজেন্দ্র প্রসাদ | 1962 | আইনজ্ঞ, শিক্ষাবিদ , ভারতের প্রথম রাষ্ট্রপতি |
12. জাকির হোসেন | 1963 | শিক্ষাবিদ, ভারতের তৃতীয় রাষ্ট্রপতি |
13. পি. ভি. কানে | 1963 | সংস্কৃত পণ্ডিত |
14. লাল বাহাদুর শাস্ত্রী (মরণোত্তর) | 1966 | স্বাধীনতা সংগ্রামী, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী |
15. ইন্দিরা গান্ধী | 1971 | ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী |
16. ভি. ভি. গিরি | 1975 | শ্রমিক আন্দোলনের নেতা, ভারতের চতুর্থ রাষ্ট্রপতি |
17. কে. কামরাজ (মরণোত্তর) | 1976 | স্বাধীনতা সংগ্রামী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী |
18. মাদার টেরিজা | 1980 | মিশনারীজ অফ চ্যারিটিজের মাধ্যমে কুষ্ঠ রোগীদের সেবা করা |
19. বিনোবা ভাবে (মরণোত্তর) | 1983 | স্বাধীনতা সংগ্রামী, সমাজসেবী |
20. খান আব্দুল গফফর খান | 1987 | স্বাধীনতা সংগ্রামী |
21. এম. জি. রামচন্দ্রন (মরণোত্তর) | 1988 | চলচ্চিত্র অভিনেতা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী |
22. বি. আর আম্বেদকর (মরণোত্তর) | 1990 | ভারতীয় সংবিধানের জনক, অর্থনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী |
23. ডঃ নেলসন ম্যান্ডেলা | 1990 | দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে লড়াই |
24. মোরারজি দেশাই | 1990 | স্বাধীনতা সংগ্রামী, ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী |
25. বল্লভভাই পটেল | 1991 | স্বাধীনতা সংগ্রামী, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী |
26. রাজীব গান্ধী (মরণোত্তর) | 1991 | ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী |
27. আব্দুল কালাম আজাদ (মরণোত্তর) | 1992 | স্বাধীনতা সংগ্রামী, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী |
28. জে আর ডি টাটা | 1992 | বিশিষ্ট শিল্পপতি |
29. সত্যজিৎ রায় | 1992 | বাঙ্গালি চলচ্চিত্র নির্মাতা |
30. গুলজারিলাল নন্দ | 1997 | স্বাধীনতা সংগ্রামী , ভারতের অন্তরবর্তীকালীন প্রধানমন্ত্রী |
31. অরুণা আসফ আলি (মরণোত্তর) | 1997 | স্বাধীনতা সংগ্রামী |
32. ডঃ এ. পি. জে. আব্দুল কালাম | 1998 | পরমাণু বিজ্ঞানী , ভারতের 11 তম রাষ্ট্রপতি |
33. সি সুব্রহ্মণিয়ম | 1998 | স্বাধীনতা সংগ্রামী, ভারতের কৃষিমন্ত্রী |
34. এম. এস. শুভলক্ষ্মী | 1998 | কন্নড় ভাষায় বিখ্যাত গায়ক |
35. জয়প্রকাশ নারায়ণ (মরণোত্তর) | 1999 | স্বাধীনতা সংগ্রামী |
36. গোপীনাথ বরদলুই (মরণোত্তর) | 1999 | স্বাধীনতা সংগ্রামী, আসামের মুখ্যমন্ত্রী |
37. পন্ডিত রবিশঙ্কর | 1999 | সেতার বাদ্যকার |
38. ডঃ অমর্ত্য সেন | 1999 | অর্থনীতিবিদ |
39. লতা মঙ্গেশকর | 2001 | গায়িকা |
40. উস্তাদ বিসমিল্লাহ খান | 2001 | হিন্দুস্তানী ক্লাসিক্যাল সানাই বাদক |
41. পণ্ডিত ভীমসেন যোশী | 2008 | হিন্দুস্তানী ক্লাসিক্যাল সংগীত গায়ক |
42. সি. এন. আর. রাও | 2014 | ভারতীয় রসায়ন বিজ্ঞানী |
43. শচিন তেন্ডুলকার | 2014 | ক্রিকেটার |
44. মদন মোহন মালব্য (মরণোত্তর) | 2015 | স্বাধীনতা সংগ্রামী, শিক্ষাবিদ |
45. অটল বিহারী বাজপেয়ী | 2015 | ভারতের দশম প্রধানমন্ত্রী |
46. প্রণব মুখার্জী | 2019 | রাজনীতিবিদ, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপতি |
47. নানজী দেশমুখ | 2019 | সমাজসেবী |
48. ভূপেন হাজারিকা | 2019 | গায়ক |
২০২৪ সালে ভারতরত্ন পুরস্কার প্রাপকদের তালিকা
ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান , 2024 সালে পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে ভূষিত করা হয়েছে , যা এক বছরে সর্বাধিক সংখ্যক প্রাপককে দেব হয়েছে । পুরস্কারপ্রাপকগণ হলেন-
ব্যক্তির নাম | সাল | কৃতিত্ব / অবদান |
---|---|---|
কর্পূরী ঠাকুর (মরণোত্তর) | 2024 | প্রখ্যাত সমাজতান্ত্রিক নেতা এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী , ‘ জন নায়ক ( জনগণের নেতা ) নামে পরিচিত । বিহারের রাজনীতি ও শাসনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মানিত । |
লালকৃষ্ণ আডবাণী | 2024 | প্রবীণ রাজনীতিবিদ এবং ভারতের সাবেক উপ- প্রধানমন্ত্রী । রাজনীতিতে তার দীর্ঘ এবং প্রভাবশালী কর্মজীবনের জন্য স্বীকৃত , যার মধ্যে ভারতীয় জনতা পার্টির ( বিজেপি ) সভাপতি হিসেবে তার মেয়াদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ- প্রধানমন্ত্রী হিসেবে কাজ করা । |
পালাপার্থী ভেঙ্কটা নরসিমহা রাও (মরণোত্তর) | 2024 | ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী , ভারতের অর্থনীতিকে পরিবর্তনকারী অর্থনৈতিক সংস্কার প্রবর্তনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সম্মানিত । একজন শ্রদ্ধেয় পণ্ডিত ও রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণীয় । |
চৌধুরী চরণ সিং (মরণোত্তর) | 2024 | ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী , ভারতীয় রাজনীতিতে তার উল্লেখযোগ্য অবদানের জন্য স্বীকৃত , বিশেষ করে কৃষকদের কারণের জন্য এবং তার মেয়াদে কংগ্রেস বিরোধী রাজনীতির নেতৃত্ব দেওয়ার জন্য । |
মানকমু সাম্বাশিবন স্বামীনাথন (মরণোত্তর) | 2024 | বিশিষ্ট কৃষি বিজ্ঞানী , ভারতীয় কৃষিতে দূরদর্শী দিকনির্দেশনা এবং অবদানের জন্য সম্মানিত , জাতির জন্য খাদ্য নিরাপত্তা এবং সমৃদ্ধি নিশ্চিত করা । |
ভারতরত্ন পুরস্কার বিজয়ী প্রথম ব্যাক্তি
১৯৫৪ সালে তিনজন ব্যক্তিকে প্রথম ভারতরত্ন পুরস্কার দেব হয়েছিল। তার হলেন –
[১] সি. রাজাগোপালাচারী, একজন বিশিষ্ট রাজনীতিবিদ।
[২] সর্বপল্লী রাধাকৃষ্ণন , একজন প্রখ্যাত দার্শনিক।
[৩] সি ভি রমন , একজন অগ্রগামী বিজ্ঞানী ।
ভারতরত্ন পুরস্কার বিজয়ী সর্বকনিষ্ঠ ব্যাক্তি
ভারতের কিংবদন্তী লিটল মাস্টার শচীন রমেশ তেন্ডুলকর , মাত্র ৪০ বছর বয়সে ২০১৪ সালে ভারতের সর্বকনিষ্ঠ ভারতরত্ন পুরস্কার হন। ক্রিকেটে তার অসাধারণ অবদানের জন্য এই সম্মানে ভূষিত করা হয় ।
ভারতরত্ন পুরস্কার বিজয়ী সবচেয়ে বয়স্ক ব্যাক্তি
ধোন্ডো কেশব কার্ভে, একজন শ্রদ্ধেয় সমাজ সংস্কারক , যিনি ১৯৫৮ সালে তার ১০০তম জন্মবার্ষিকীতে এই পুরস্কার প্রদান করা হয়েছিল। যা এই পুরস্কারের ইতিহাসে চিরস্বরণীয় হয়ে রয়েছে।
ভারতরত্ন পুরস্কার সম্পর্কিত প্রশ্ন উত্তর
প্রথম ভারতরত্ন পুরস্কার কে পান ?
ভারতরত্নের প্রথম তিনটি প্রাপক – সি রাজগোপালচারী, এস রাধাকৃষ্ণণ এবং সিভি রমন।
ভারতের প্রেসিডেন্ট হওয়ার আগে ভারতরত্ন পুরস্কার কে পান ?
ভারতের প্রেসিডেন্ট হওয়ার আগে 2019 সালে, নানাজি দেশমুখকে (মরণোত্তর) ভারতরত্ন পুরস্কার পান।
কত সালে প্রথম ভারত রত্ন পুরস্কার দেওয়া হয় ?
1954 সালে প্রথম ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়।
প্রথম কোন মহিলা ভারতরত্ন পুরস্কার পান ?
ইন্দিরা গান্ধী প্রথম ভারতরত্ন পুরস্কার পান।
ভারতের সর্বোচ্চ পুরস্কার কি কি ?
ভারতরত্ন ভারতে প্রদান করা সর্বোচ্চ অসামরিক সম্মান।
ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পান ?
ভারতের নাগরিক নন এমন খান আবদুল গফফর খান প্রথম ভারতরত্ন পান।
তিনটি পদ্ম পুরস্কার ও ভারতরত্ন কে পেয়েছেন ?
তিনটি পদ্ম পুরস্কার ও ভারতরত্ন পেয়েছেন বিসমিল্লাহ খান।
মৃত্যুর পর ভারতে কোন পুরস্কার দেওয়া হয় ?
মৃত্যুর পর ভারতে মহা বীর চক্র পুরস্কার দেওয়া হয়।
প্রথম বাঙালি ভারতরত্ন কে পান ?
প্রথম বাঙালি হিসাবে রাজনীতিবিদ চক্রবর্তী রাজাগোপালাচারী ভারতরত্ন পান ।
কতজন প্রধানমন্ত্রী ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ?
ছয় জন [ লাল বাহাদুর শাস্ত্রী, অটল বিহারী বাজপেয়ী, ইন্দিরা গান্ধী, মোরাজি দেশাই, জওহর লাল নেহেরু, গুলজারিলাল নন্দা ]।
কে ভারতরত্ন ও নিশান ই পাকিস্তান উভয় পেয়েছিলেন ?
মির্জা গোলাম আহমদ ভারতরত্ন ও নিশান ই পাকিস্তান উভয় পেয়েছিলেন।
গুরুত্বপূর্ণ কিছু Article
ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ
List of Government Scheme In Bengali
ভারতের 2011 সালের জনগণনা
RRB Group D Science Question in Bengali
ভারতের প্রথম মহিলা তালিকা
ভারতের প্রথম পুরুষ তালিকা
[ Bharat Ratna Winners list from 1954 to 2024 in Bengali ] এই পর্বটি আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ।