GK Question in Bengali

GK Question in Bengali Page 10 of 200 – lakhya

GK Question in Bengali

প্রিয় পাঠক, GK Question in Bengali পর্বের আজকের এটি দশম পর্ব। এই পর্বটির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা ৫০ টি প্রশ্ন উত্তর । যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

১। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে জনগণের পরিকল্পনা বলা হয় ?
উত্তর: নবম পরিকল্পনা পরিকল্পনাটিকে জনগণের পরিকল্পনা বলা হয়।

২। ৫৬ তম সংবিধান সংশোধনী দ্বারা কোন দ্বীপকে গোয়া থেকে বিচ্ছিন্ন করা হয়েছে ?
উত্তর: ৫৬ তম সংবিধান সংশোধনী দ্বারা দিউ দ্বীপকে গোয়া থেকে বিচ্ছিন্ন করা হয়েছে ।

৩। ওঙ্কার মন্দিরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: ওঙ্কার মন্দিরটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত।

৪। থ্যানাটোলজি কোন বিষয় সংক্রান্ত পড়াশোনার অপর নাম ?
উত্তর: থ্যানাটোলজি মৃত্যু বিষয় সংক্রান্ত পড়াশোনার অপর নাম।

৫। কংগ্রেসের কোন অধিবেশনে সর্বপ্রথম বন্দেমাতরম্ গীতটি গাওয়া হয়েছিল ?
উত্তর: কংগ্রেসের ১৮৯৬ সালের কলকাতা অধিবেশনে সর্বপ্রথম বন্দেমাতরম্ গীতটি গাওয়া হয়েছিল ।

৬। অমর্ত্য সেন প্রতিষ্ঠিত জনহিতকর সংস্থাটির নাম কি ?
উত্তর: অমর্ত্য সেন প্রতিষ্ঠিত জনহিতকর সংস্থাটি হল প্রতীচি ।

৭। উত্তরপ্রদেশের মির্জাপুর জেলা কোন বস্তুর জন্য বিখ্যাত ?
উত্তর: উত্তরপ্রদেশের মির্জাপুর জেলা কার্পেটের জন্য বিখ্যাত ।

৮। টুছু আবদুল রহমান কাপ কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর: টুছু আবদুল রহমান কাপ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত।

৯। খেচুপেরি নামক বিখ্যাত হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: খেচুপেরি নামক বিখ্যাত হ্রদটি ভারতের সিকিমে অবস্থিত ।

১০। ডানকান গিরিপথ আন্দামান দ্বীপপুঞ্জের কোন দুটি অংশকে যুক্ত করেছে ?
উত্তর: ডানকান গিরিপথ আন্দামান দ্বীপপুঞ্জের উত্তর ও দক্ষিণ অংশকে যুক্ত করেছে ।

১১। আকবরের আমলে চিঠিপত্রের সংকলন কোন বইটি ?
উত্তর: আকবরের আমলে চিঠিপত্রের সংকলন হল রুকাত-ই-আবুলফজল ।

১২। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিবার পরিকল্পনা খাতে সর্বাধিক ব্যয় করা হয়েছিল ?
উত্তর: চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ( ১৯৬৯-৭৪ ) পরিবার পরিকল্পনা খাতে সর্বাধিক ব্যয় করা হয়েছিল।

১৩। বাংলায় বর্গী – হাঙ্গামার কথা কোন বই থেকে জানা যায় ?
উত্তর: বাংলায় বর্গী – হাঙ্গামার কথা গঙ্গারাম রচিত মহারাষ্ট্র পুরাণ থেকে জানা যায় ।

১৪। কলিকালের বাল্মিকী কাকে বলা হয় ?
উত্তর: কলিকালের বাল্মিকী বলা হয় সন্ধ্যাকর নন্দীকে ।

১৫। এশিয়ার বৃহত্তম সুইস গেটটি কোথায় অবস্থিত ?
উত্তর: এশিয়ার বৃহত্তম সুইস গেটটি দামোদর নদে অবস্থিত।

১৬। ধর্মাতের যুদ্ধ কাদের মধ্যে ঘটেছিল ?
উত্তর: ধর্মাতের যুদ্ধ ঘটেছিল ঔরঙ্গজেব ও দারা সুকোর মধ্যে ।

১৭। অলিম্পিক গেমসে টেবিল টেনিস খেলাটি কত সালে অন্তর্ভুক্ত করা হয় ?
উত্তর: অলিম্পিক গেমসে টেবিল টেনিস খেলাটি ১৯৮৮ সালে অন্তর্ভুক্ত করা হয়।

১৮। পশ্চিমবঙ্গের কোন জেলায় ‘বড়াম’ উৎসব পালিত হয় ?
উত্তর: পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় ‘বড়াম’ উৎসব পালিত হয় ৷

১৯। পশ্চিমবঙ্গের কোথায় কুইলাপাল অরণ্য দেখা যায় ?
উত্তর: পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় কুইলাপাল অরণ্য দেখা যায় ।

২০। সংবিধানের কোন ধারা অনুযায়ী ভারত সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করে থাকে ?
উত্তর: ১৮ নং ধারা অনুযায়ী ভারত সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করে থাকে ।

২১। ভারত ভাগের ক্ষেত্রে বলকান পরিকল্পনার উদ্ভাবক কে ছিলেন ?
উত্তর: ভারত ভাগের ক্ষেত্রে বলকান পরিকল্পনার উদ্ভাবক ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ।

২২। কণিষ্কের আমলে অনুষ্ঠিত বৌদ্ধ সঙ্গীতিতে কে সভাপতিত্ব করেছিলেন ?
উত্তর: কণিষ্কের আমলে অনুষ্ঠিত বৌদ্ধ সঙ্গীতিতে বসুমিত্র সভাপতিত্ব করেছিলেন।

২৩। কাকে প্রথম ভারতের জাতীয় শাসক আখ্যা দেওয়া হয়েছিল ?
উত্তর: প্রথম চন্দ্রগুপ্তকে প্রথম ভারতের জাতীয় শাসক আখ্যা দেওয়া হয়েছিল ।

২৪। কোন চোল রাজা সিলোন বা সিংহল ( বর্তমান শ্রীলঙ্কা ) অধিকার করেন ?
উত্তর: প্রথম রাজরাজ সিলোন বা সিংহল অধিকার করেন।

২৫। দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি ?
উত্তর: দক্ষিণ সুদানের রাজধানী জুবা ।

২৬। স্পাইরোমিটার যন্ত্রের দ্বারা কি পরিমাপ করা হয় ?
উত্তর: স্পাইরোমিটার যন্ত্রের দ্বারা ফুসফুসের বায়ু মাপা হয় ।

২৭। কোন কোষ অঙ্গানুকে ক্ষরিত পদার্থের ভান্ডার বলা হয় ?
উত্তর: গলগিবডিকে ক্ষরিত পদার্থের ভান্ডার বলা হয়।

২৮। আধুনিক চলমান সিঁড়ি বা এস্কেলেটর কে আবিষ্কার করেন ?
উত্তর: আধুনিক চলমান সিঁড়ি বা এস্কেলেটর আবিষ্কার করেন জে সি ডব্লু রেনো ।

২৯। রবীন্দ্র স্মৃতি বিজরিত ওরিয়েন্টাল সেমিনারি স্কুলটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: রবীন্দ্র স্মৃতি বিজরিত ওরিয়েন্টাল সেমিনারি স্কুলটি প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় ।

৩০। ‘স্বাধীনতা আমাদের লক্ষ্য এবং একমাত্র হিন্দু ধর্মই আমাদের আশা আকাঙ্খা মেটাতে পারে’- উক্তিটি কার ?
উত্তর: ‘স্বাধীনতা আমাদের লক্ষ্য এবং একমাত্র হিন্দু ধর্মই আমাদের আশা আকাঙ্খা মেটাতে পারে’- উক্তিটি করেন অরবিন্দ ঘোষ ।

৩১। রক্তের শ্বেতকণিকা কমে গেলে কি ঘটবে ?
উত্তর: রক্তের শ্বেতকণিকা কমে গেলে অ্যান্টিবডি হ্রাস পাবে ।

৩২। অরবিন্দ ঘোষ কাকে জাতীয়তাবাদের অন্যতম স্রষ্টা বলেছিলেন ?
উত্তর: অরবিন্দ ঘোষ বিপিনচন্দ্র পালকে জাতীয়তাবাদের অন্যতম স্রষ্টা বলেছিলেন ।

৩৩। কোন সালে ভারতে প্রথম এশিয়ান গেমস সংগঠিত হয় ?
উত্তর: ১৯৫১ সালে ভারতে প্রথম এশিয়ান গেমস সংগঠিত হয়।

৩৪। মাউন্ট গরিকেন কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ ?
উত্তর: অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট গরিকেন ।

৩৫। সম্পূর্ণ গ্রাফাইটে তৈরি বিশ্বের প্রথম মন্দির কোনটি ?
উত্তর: সম্পূর্ণ গ্রাফাইটে তৈরি বিশ্বের প্রথম মন্দির হল তামিলনাড়ুর বৃহদেশ্বর মন্দির ।

৩৬। মানুষের শরীরের কোন অংশে বাফে পেশি দেখা যায় ?
উত্তর: মানুষের শরীরের হাঁটুর নিচে পায়ের পিছনের অংশে বাফে পেশি দেখা যায়।

৩৭। ভারতের কোন বিদেশি শাসনকর্তারা ‘ক্ষত্রপ’ উপাধি ধারণ করেন ?
উত্তর: ভারতের উত্তর পশ্চিম ভারতের শক শাসনকর্তারা ‘ক্ষত্রপ’ উপাধি ধারণ করেন।

৩৮। কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী ‘ইংল্যান্ডে ক্রিকেট ইন আওয়ার ব্লাড’ নামে প্রকাশিত হয় ?
উত্তর: ইয়ান চ্যাপেলের আত্মজীবনী ‘ইংল্যান্ডে ক্রিকেট ইন আওয়ার ব্লাড’ নামে প্রকাশিত হয় ।

৩৯। আফ্রিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দুটির নাম কি ?
উত্তর: আফ্রিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দুটি হল লেক আসাই ।

৪০। সেলা টার্সিকা নামক প্রকোষ্ঠে কোন অন্তঃক্ষরা গ্রন্থি বর্তমান ?
উত্তর: সেলা টার্সিকা নামক প্রকোষ্ঠে পিট্যুইটারি গ্রন্থি বর্তমান ।

৪১। ‘অসিবান’ গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর: ‘অসিবান’ গ্রন্থের রচয়িতা হলেন আমীর খসরু ।

৪২। মাইকালা রেঞ্জ থেকে উৎপত্তি লাভ করে কোন নদী খাম্বাত উপসাগরে পতিত হয়েছে ?
উত্তর: মাইকালা রেঞ্জ থেকে উৎপত্তি লাভ করে নর্মদা নদী খাম্বাত উপসাগরে পতিত হয়েছে।

৪৩। জীবাণু নাশক ফিনাইলের রাসায়নিক নাম কি ?
উত্তর: জীবাণু নাশক ফিনাইলের রাসায়নিক নাম হল হাইড্রক্সিটলুইন ।

৪৪। কার মাধ্যমে ভারত সরকার জনহিতকর কার্যে কনসলিডেটেড ফান্ড অর্থাৎ জাতীয় ঋণের সুদ পরিশোধের জন্য বিভিন্ন খাতে অর্থ নিয়ে গঠিত তহবিল থেকে অর্থ ব্যয় করে ?
উত্তর: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর ।

৪৫। যে উত্তর – পশ্চিম পশ্চিমা বায়ু ৪০ ডিগ্রি থেকে ৬০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে সারা বছর প্রবল বেগে প্রবাহিত হয় তাকে কি বলে ?
উত্তর: গর্জনকারী চল্লিশা ।

৪৬। পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রস্তাবগুলি কোন সংস্থা চূড়ান্ত করে ?
উত্তর: পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রস্তাবগুলি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল চূড়ান্ত করে ।

৪৭। মানবদেহের কোন পর্দা বা আবরণীটির নাম গ্রীক পুরাণে বর্ণিত রামধনুর দেবীর নামে রাখা হয়েছে ?
উত্তর: মানবদেহের চক্ষুর আইরিশটি গ্রীক পুরাণে বর্ণিত রামধনুর দেবীর নামে রাখা হয়েছে ।

৪৮। কোন লোকসভা পাঁচ বছরেরও বেশি সময় ধরে চালু ছিল ?
উত্তর: পঞ্চম লোকসভা পাঁচ বছরেরও বেশি সময় ধরে চালু ছিল।

৪৯। মেওরাটি দস্যুদের কে দমন করেছিলেন ?
উত্তর: মেওরাটি দস্যুদের বলবন্ত দমন করেছিলেন।

৫০। তানসেন পুরস্কার কোন রাজ্য থেকে প্রদান করা হয় ?
উত্তর: তানসেন পুরস্কার মধ্যপ্রদেশ থেকে প্রদান করা হয়।

আরও কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল

General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set

GK Question in Bengali এই দশম পর্বটির প্রশ্ন উত্তর গুলি যে সকল চাকরির পরীক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেগুলি হল পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, ভারতীয় রেলের পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা ইত্যাদি আরও state এর exam গুলিতে খুব ভাল একটি ফল দেবে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top