প্রিয় পাঠক, GK Question in Bengali পর্বের আজকের এটি নবম পর্ব। এই পর্বটির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা ৫০ টি প্রশ্ন উত্তর । যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
১। ওস্তাদ বরেগোলামালি খান কোন ঘরানার শিল্পী ছিলেন ?
উত্তর: ওস্তাদ বরেগোলামালি খান গোয়ালিয়র ঘরানার শিল্পী ছিলেন ।
২। নির্বাচন কেন্দ্রে কবে প্রথমবার বৈদ্যুতিক ভোটদান যন্ত্র ব্যবহার করা হয় ?
উত্তর: নির্বাচন কেন্দ্রে ১৯৮২ সালের মে মাসে প্রথমবার বৈদ্যুতিক ভোটদান যন্ত্র ব্যবহার করা হয়।
৩। মাউন্ট কিলিমাঞ্জারো পর্বতশৃঙ্গটি কোন দেশে অবস্থিত ?
উত্তর: মাউন্ট কিলিমাঞ্জারো পর্বতশৃঙ্গটি তানজানিয়ায় অবস্থিত ।
৪। আইস হকি খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে ?
উত্তর: আইস হকি খেলায় একটি দলে ৬ জন খেলোয়াড় থাকে।
৫। কিষেণ মহারাজের নাম কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?
উত্তর: কিষেণ মহারাজের নাম তবলার সাথে যুক্ত ।
৬। সৈন্ধব লবন কোন শিলার অন্তর্গত ?
উত্তর: সৈন্ধব লবন পাললিক শিলার অন্তর্গত ।
৭। কোন ভারতীয় রাজা প্রথম নিজ রাজ্যে অস্পৃশ্যতা নিষিদ্ধ করেন ?
উত্তর: ভারতীয় রাজা ছত্রপতি শাহ প্রথম নিজ রাজ্যে অস্পৃশ্যতা নিষিদ্ধ করেন।
৮। বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর লুসানে অবস্থিত ।
৯। ‘বাদ’ কাকে বলে ?
উত্তর: সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমি ও বনভূমিকে ।
১০। কোন স্থান দক্ষিণ ভারতের বাগান, নামে পরিচিত ?
উত্তর: তাঞ্জোর দক্ষিণ ভারতের বাগান, নামে পরিচিত।
১১। পৃথিবীর কোন কাল্পনিক রেখাকে, মহাবৃত্ত বলা হয় ?
উত্তর: জিরো (০) ডিগ্রি অক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় ।
১২। রিভার হর্স কোন প্রাণীর অপর নাম ?
উত্তর: রিভার হর্স জলহস্তীর অপর নাম ।
১৩। বাংলায় ছিয়াত্তরের মন্বন্তরের সময় কোন ইংরেজ ভারত শাসক ছিলেন ?
উত্তর: বাংলায় ছিয়াত্তরের মন্বন্তরের সময় লর্ড কার্টিয়ের ভারত শাসক ছিলেন ।
১৪। ভারতে পোলট্রি শিল্পের জনক কাকে বলা হয় ?
উত্তর: ভারতে পোলট্রি শিল্পের জনক বলা হয় ড : বি ভিরাওকে ।
১৫। নাইকুম ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব ?
উত্তর: নাইকুম ভারতের অরুণাচল প্রদেশের একটি বিখ্যাত উৎসব।
১৬। ভারতের জাতীয় ক্যালেন্ডার কত সালে গৃহীত হয় ?
উত্তর: ভারতের জাতীয় ক্যালেন্ডার ১৯৫৭ সালের ২২ শে মার্চ গৃহীত হয়।
১৭। টোবাকো মোজেইক রোগটি কোন বিজ্ঞানীর নামের অনুকরণে রাখা হয়েছে ?
উত্তর: টোবাকো মোজেইক রোগটি বিজ্ঞানী স্ট্যানলির নামের অনুকরণে রাখা হয়েছে ।
১৮। ‘এসম’ স্টেডিয়াম কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর: ‘এসম’ স্টেডিয়াম ঘৌড়দৌড় খেলার সাথে যুক্ত।
১৯। ভারতে গরিবী হটাও কর্মসূচী কোন পরিকল্পনাকালে গৃহীত হয় ?
উত্তর: ভারতে গরিবী হটাও কর্মসূচী পঞ্চম পরিকল্পনায় গৃহীত হয়।
২০। মেট্রোনাম যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
উত্তর: মেট্রোনাম যন্ত্রের সাহায্যে সময় পরিমাপ করা হয়।
২১। ভারতের পশুক্লেশ বন্ধে সর্বপ্রথম কে উদ্যোগ নেন ?
উত্তর: ভারতের পশুক্লেশ বন্ধে সর্বপ্রথম প্যারীচাঁদ মিত্র উদ্যোগ নেন।
২২। ব্যাটম্যানের ব্যাট কোন শ্রেণির লিভার ?
উত্তর: ব্যাটম্যানের ব্যাট তৃতীয় শ্রেণির লিভার ।
২৩। বিখ্যাত সরোদ বাদক ওস্তাদ আমজাদ আলি খান কোন ঘরানার শিল্পী ?
উত্তর: বিখ্যাত সরোদ বাদক ওস্তাদ আমজাদ আলি খান সেনিয়া বাঙ্গাস ঘরানার শিল্পী ।
২৪। ভারতে হিন্দি সাহিত্যে সর্বাধিক বিকাশ ঘটে কোন যুগে ?
উত্তর: ভারতে হিন্দি সাহিত্যে সর্বাধিক বিকাশ ঘটে সুলতানী যুগে।
২৫। কুস্তির ক্ষেত্রে একটি নাম কতক্ষণ স্থায়ী হয় ?
উত্তর: কুস্তির ক্ষেত্রে একটি নাম ন মিনিট স্থায়ী হয় ।
- আরও কিছু পর্ব
- General Science Question For WBP And KP In Bengali
- Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
- Indian Geography Question Answer
- ভারতের প্রধান মন্দিরের তালিকা
- WBCS Previous Year Question of Census topic in Bengali
- KP Practice Set
২৬। রাধিকামোহন মৈত্র-র নাম কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?
উত্তর: রাধিকামোহন মৈত্র-র নাম সরোদের সাথে যুক্ত।
২৭। অর্দ্ধবৃত্তাকার নালী কানের কোন অংশে অবস্থান করে ?
উত্তর: অর্দ্ধবৃত্তাকার নালী কানের অন্তঃকর্ণে অবস্থান করে ।
২৮। আইআরডিপি প্রকল্প কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রবর্তিত হয় ?
উত্তর: আইআরডিপি প্রকল্প ষষ্ঠ পরিকল্পনায় প্রবর্তিত হয়।
২৯। মেট্রো রেলে বায়ু পরিশোধণের জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয় ?
উত্তর: মেট্রো রেলে বায়ু পরিশোধণের জন্য হাইড্রোজেন পারঅক্সাইড রাসায়নিক ব্যবহার করা হয়।
৩০। ক্লিন ও জার্ক শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর: ক্লিন ও জার্ক শব্দটি ভারোত্তলন খেলার সাথে যুক্ত।
৩১। এনিগম্যাটোলজি কিসের সাথে যুক্ত ?
উত্তর: এনিগম্যাটোলজি ধাঁধার সাথে যুক্ত ।
৩২। কোন অ্যাথলেটিক্স প্রতিযোগিতার চারটি মুখ্য স্টাইল হল – ‘দ্য সিজার্স, দ্য ইস্টার্ন কাট অফ, দ্য ওয়েস্টার্ন রোল এবং দ্য স্ট্র্যাডল’ ?
উত্তর: হাইজাম্প প্রতিযোগিতার চারটি মুখ্য স্টাইল হল – ‘দ্য সিজার্স, দ্য ইস্টার্ন কাট অফ, দ্য ওয়েস্টার্ন রোল এবং দ্য স্ট্র্যাডল’।
৩৩। নারায়ন সেতু কোন নদীর উপর নির্মিত ?
উত্তর: নারায়ন সেতু গোদাবরী নদীর উপর নির্মিত।
৩৪। কোন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানে ১৮০২ সালে অ্যাস্টারয়েড শব্দটির ব্যবহার করেন ?
উত্তর: জ্যোতির্বিজ্ঞানে ১৮০২ সালে অ্যাস্টারয়েড শব্দটির ব্যবহার করেন উইলিয়াম হারসেল ।
৩৫। সমরেশ জং কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর: সমরেশ জং শুটিং র সাথে যুক্ত।
৩৬। সঙ্গীত জগতের বিখ্যাত সেনিয়া ঘরানার প্রবর্তক কে ছিলেন ?
উত্তর: সঙ্গীত জগতের বিখ্যাত সেনিয়া ঘরানার প্রবর্তক ছিলেন তানসেন ।
৩৭। জার্মান স্থপতি ড : অটোএইচ কোত্রনিগসবার্গার ১৯৪৮ সালে কোন ভারতীয় শহরের নকসা তৈরি করেছিলেন ?
উত্তর: জার্মান স্থপতি ড : অটোএইচ কোত্রনিগসবার্গার ১৯৪৮ সালে ভুবনশ্বেরের শহরের নকসা তৈরি করেছিলেন ।
৩৮। রাষ্ট্রপুঞ্জের বিশ্ব উদ্বাস্তু দিবস কবে পালিত হয় ?
উত্তর: রাষ্ট্রপুঞ্জের বিশ্ব উদ্বাস্তু দিবস ২০ শে জুন পালিত হয় ।
৩৯। ‘নাইন ডেজ ওয়ান্ডার’ বইটির লেখক কে ?
উত্তর: ‘নাইন ডেজ ওয়ান্ডার’ বইটির লেখক হলেন জন মেসফিল্ড ।
৪০। সেন্টিনেলিস উপজাতি ভারতের কোথায় বসবাস করে ?
উত্তর: সেন্টিনেলিস উপজাতি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাস করে।
৪১। ভারত ছাড়ো আন্দোলনের জন্য সাংবিধানিক অচলাবস্থা হওয়ার পরে কে বলেছিলেন ‘ব্যাক টু ক্রিস’ ?
উত্তর: ভারত ছাড়ো আন্দোলনের জন্য সাংবিধানিক অচলাবস্থা হওয়ার পরে সি রাজা গোপালাচারী বলেছিলেন ‘ব্যাক টু ক্রিস’।
৪২। প্রথম হকি বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর: প্রথম হকি বিশ্বকাপ স্পেনে অনুষ্ঠিত হয়েছিল ।
৪৩। গোইপোরিয়া কমিটি কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট ?
উত্তর: গোইপোরিয়া কমিটি ক্রেতা পরিষেবা বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট ।
৪৪। অ্যারোসল বলতে কি বোঝায় ?
উত্তর: অ্যারোসল বলতে বাতাসে ভাসমান কঠিন ও জ্বলীয় পদার্থের সূক্ষ্ম ভাসমান কণিকাকে বোঝায় ।
৪৫। সেস্টোডায়াসিস রোগের কারণ কি ?
উত্তর: সেস্টোডায়াসিস রোগের কারণ হল ফিতাকৃমি ।
৪৬। নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি ?
উত্তর: নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম হল রেংমা ।
৪৭। হিপ্পোলজিস্টরা কোন প্রাণী নিয়ে গবেষণা করে ?
উত্তর: হিপ্পোলজিস্টরা ঘোড়া নিয়ে গবেষণা করে।
৪৮। হেনলির লুপ মানব দেহের কোন অঙ্গে পাওয়া যায় ?
উত্তর: হেনলির লুপ মানব দেহের বৃক্কে পাওয়া যায়।
৪৯। নল সরোবর অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: নল সরোবর অভয়ারণ্য ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত ।
৫০ । ভারতের সামরিক শহর কোন শহরের ডাকনাম ?
উত্তর: ভারতের সামরিক শহর মিরাট শহরের ডাকনাম।
GK Question in Bengali এই নবম পর্বটির প্রশ্ন উত্তর গুলি যে সকল চাকরির পরীক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেগুলি হল পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, ভারতীয় রেলের পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা ইত্যাদি আরও state এর exam গুলিতে খুব ভাল একটি ফল দেবে ।