GK Question in Bengali

GK Question in Bengali Page 7 of 200 – lakhya

১। কোন যন্ত্রের সাহায্যে প্রতিসরাঙ্ক নির্ণয় করা হয় ?
উত্তর: স্পেকটোমিটার যন্ত্রের সাহায্যে প্রতিসরাঙ্ক নির্ণয় করা হয় ।

২। নামধাপা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: নামধাপা ব্যাঘ্র প্রকল্প অরুণাচল প্রদেশে অবস্থিত ।

৩। যক্ষ্মার মোকাবিলায় কোন সালে কেন্দ্রীয় সরকার সংশোধিত জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী শুরু হয় ?
উত্তর: যক্ষ্মার মোকাবিলায় ১৯৯২-৯৩ সালে কেন্দ্রীয় সরকার সংশোধিত জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী শুরু হয়।

৪। পাস্তুরাইজেশন পদ্ধতিতে কোন বস্তুকে পচনের হাত থেকে বাঁচানো যায় ?
উত্তর: পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুধকে পচনের হাত থেকে বাঁচানো যায়।

৫। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় পরীক্ষাটি প্রথম করেন কোন বিজ্ঞানী ?
উত্তর: সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় পরীক্ষাটি প্রথম করেন বিজ্ঞানী ভ্যান হেলমন্ট ।

৬। নন – স্টিক বাসনের উপর কি দিয়ে প্রলেপ দেওয়া হয় ?
উত্তর: নন – স্টিক বাসনের উপর টেফলন দিয়ে প্রলেপ দেওয়া হয়।

৭। কে ডায়নামো যন্ত্রটি আবিষ্কার করেন ?
উত্তর: ডায়নামো যন্ত্রটি আবিষ্কার করেন হাইপোলাইট পিট্টি ।

৮। জানলার কাচে ফাটল থাকলে সেই ফাটা জায়গাটি চকচকে করার কারণ কি ?
উত্তর: জানলার কাচে ফাটল থাকলে সেই ফাটা জায়গাটি চকচকে করার কারণ হল আলোর প্রতিসরণ ।

৯। কেন্দ্র ও রাজ্য সরকার কত সালে ‘সেন্ট্রাল গঙ্গা অথরিটি’ গঠন করেন ?
উত্তর: কেন্দ্র ও রাজ্য সরকার ১৯৮৫ সালে ‘সেন্ট্রাল গঙ্গা অথরিটি’ গঠন করেন।

১০। কোনো থার্মোমিটারের স্কেল তৈরির জন্য যে নির্দিষ্ট উষ্ণতা ব্যবহার করা হয়, সেই উষ্ণতাকে কি বলা হয় ?
উত্তর: কোনো থার্মোমিটারের স্কেল তৈরির জন্য যে নির্দিষ্ট উষ্ণতা ব্যবহার করা হয়, সেই উষ্ণতাকে স্থিরাঙ্ক বলা হয়।

১১। কত সাল থেকে প্রথম নোবেল পুরস্কার দেওয়ার প্রচলন হয় ?
উত্তর: ১৯০১ সাল থেকে প্রথম নোবেল পুরস্কার দেওয়ার প্রচলন হয়।

১২। স্প্রিং তুলার সাহায্যে চন্দ্রপৃষ্ঠে কোন বস্তুর পরিমাপ করা হলে কি ঘটবে ?
উত্তর: স্প্রিং তুলার সাহায্যে চন্দ্রপৃষ্ঠে বস্তুটির ওজন কমে যাবে ।

১৩। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির যে পরিবর্তন ঘটে সেটি কি ?
উত্তর: সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির যে পরিবর্তন ঘটে সেটি হল আলোকশক্তি থেকে রাসায়নিক শক্তি ।

১৪। পাখির আকাশে ওড়া নিউটনের কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যাবে ?
উত্তর: পাখির আকাশে ওড়া নিউটনের তৃতীয় সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যাবে।

১৫। পরমাণুর নিউক্লিয়াসে কোন কোন মৌলিক কণা অবস্থান করে ?
উত্তর: পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন মৌলিক কণা অবস্থান করে।

১৬। দুটি সমান্তরাল আয়নার মাঝখানে কোনো বস্তুকে রাখলে বস্তুটির প্রতিবিম্বের সংখ্যা কত হবে ?
উত্তর: দুটি সমান্তরাল আয়নার মাঝখানে কোনো বস্তুকে রাখলে বস্তুটির প্রতিবিম্বের সংখ্যা ৩২ টি হবে ।

১৭। কোন বিজ্ঞানী পৃথিবীকে একটি বিরাট চুম্বক বলে প্রথম ব্যাখ্যা করেছিলেন ?
উত্তর: বিজ্ঞানী গিলবার্ট পৃথিবীকে একটি বিরাট চুম্বক বলে প্রথম ব্যাখ্যা করেছিলেন।

১৮। কোন রং তিনটিকে প্রাথমিক বা মৌলিক রং বলা হয় ?
উত্তর: লাল-নীল-হলুদ এই রং তিনটিকে প্রাথমিক বা মৌলিক রং বলা হয়।

১৯। শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য প্রতিধ্বনির সৃষ্টি হয় ?
উত্তর: শব্দের প্রতিফলন বৈশিষ্ট্যের জন্য প্রতিধ্বনির সৃষ্টি হয় ।

২০। ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ ডিওডেনামের কাজ কি ?
উত্তর: প্যানিক্রিয়াটিক তরলের সাহায্যে খাদ্য পরিপাক করা ।

২১। মেরুদন্ডী প্রাণীর দেহে ধমনী ও শিরা সংযোগবাহককে কি বলা হয় ?
উত্তর: মেরুদন্ডী প্রাণীর দেহে ধমনী ও শিরা সংযোগবাহককে জালক বলা হয় ।

২২। ভরবেগের নিত্যতাসূত্র প্রতিষ্ঠিত হয় নিউটনের কোন গতিসূত্র থেকে ?
উত্তর: ভরবেগের নিত্যতাসূত্র প্রতিষ্ঠিত হয় নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে।

২৩। কার স্মৃতিতে মানব সেবা পুরস্কার প্রদান করা হয় ?
উত্তর: রাজীব গান্ধীর স্মৃতিতে মানব সেবা পুরস্কার প্রদান করা হয়।

২৪। বর্ধনশীল ভ্রুণ কোথা থেকে খাদ্য সংগ্রহ করে ?
উত্তর: বর্ধনশীল ভ্রুণ আমরা থেকে খাদ্য সংগ্রহ করে।

২৫। চন্দননগরে কোন বিদেশী শক্তির উপনিবেশ ছিল ?
উত্তর: চন্দননগরে ফরাসি শক্তির উপনিবেশ ছিল।

২৬। কাজের বিনিময় খাদ্য প্রকল্প কত সালে চালু হয় ?
উত্তর: কাজের বিনিময় খাদ্য প্রকল্প ১৯৭৭-৭৮ সালে চালু হয়।

২৭। সংযুক্ত পাণীগ্রাহী কোন প্রকার নৃত্যের সাথে যুক্ত ?
উত্তর: সংযুক্ত পাণীগ্রাহী ওড়িশি নৃত্যের সাথে যুক্ত।

২৮। অলিম্পিক গেমসের পঞ্চবলয় প্রতীকে হলুদ বৃত্তটি কোন মহাদেশকে নির্দেশ করে ?
উত্তর: অলিম্পিক গেমসের পঞ্চবলয় প্রতীকে হলুদ বৃত্তটি এশিয়া মহাদেশকে নির্দেশ করে।

২৯। কোন মৌলের ল্যাটিন আক্ষরিক অর্থ ক্ষার বা অ্যালকালি ?
উত্তর: পটাশিয়াম মৌলের ল্যাটিন আক্ষরিক অর্থ ক্ষার বা অ্যালকালি।

৩০। কোন সাহিত্যে সর্বপ্রথম যোগাসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া গিয়েছিল ?
উত্তর: উপনিষদে সর্বপ্রথম যোগাসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া গিয়েছিল।

৩১। রোমান ভাষার কোন ভারতীয় নগরীর নাম ‘মারে ইন্টারনাম’ ?
উত্তর: রোমান ভাষার মুম্বাই নগরীর নাম ‘মারে ইন্টারনাম।

৩২। কোন বাদ্যযন্ত্রের অপর নাম ফিডল ?
উত্তর: বেহালার অপর নাম ফিডল ।

৩৩। প্রোডাক্ট পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ে অন্য কি নামে পরিচিত ?
উত্তর: প্রোডাক্ট পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ে অন্য যুক্তমূল্য পদ্ধতি নামে পরিচিত।

৩৪। কোন খেলায় অংশগ্রহণকারী ব্যক্তিকে PUGILIST নামে অভিহিত করা হয় ?
উত্তর: বক্সিং খেলায় অংশগ্রহণকারী ব্যক্তিকে PUGILIST নামে অভিহিত করা হয়।

৩৫। ‘বুক বিল্ডিং’ কি ?
উত্তর: টেন্ডার পদ্ধতি দ্বারা কোন সিকিউরিটির ক্ষেত্রে বিনিয়োগের জন্য জনগণকে আহ্বান জানানো

৩৬। মইনুদ্দৌলা ট্রফিটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর: মইনুদ্দৌলা ট্রফিটি ক্রিকেট খেলার সাথে যুক্ত।

৩৭। জলাধারে জমা শৈবাল ধ্বংস করতে কোন রাসায়নিকটি ব্যবহার করা হয় ?
উত্তর: জলাধারে জমা শৈবাল ধ্বংস কপার সালফেটটি ব্যবহার করা হয় ।

৩৮। ১৯৯৫ সালে বাস্কেট বলের বিকল্প হিসাবে উইলিয়াম মর্গান কোন খেলার প্রচলন ঘটান ?
উত্তর: ১৯৯৫ সালে বাস্কেট বলের বিকল্প হিসাবে উইলিয়াম মর্গান ভলিবল খেলার প্রচলন ঘটান।

৩৯। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে গ্রাফিক্স , টেক্সট , সাউন্ড ভিডিও এবং অ্যানিমেশনের সম্মিলিত রূপকে কি বলা হয় ?
উত্তর: তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে গ্রাফিক্স , টেক্সট , সাউন্ড ভিডিও এবং অ্যানিমেশনের সম্মিলিত রূপকে মাল্টিমিডিয়া বলা হয়।

৪০। দৃষ্টিহীন ব্যক্তিরা কোন দুটি রঙের পার্থক্য নিরূপণ করতে পারে না ?
উত্তর: দৃষ্টিহীন ব্যক্তিরা লাল ও সবুজ রঙের পার্থক্য নিরূপণ করতে পারে না।

৪১। কোন অসামরিক পুরস্কারটির আকার পিপুল পাতার ন্যায় ?
উত্তর: ভারতরত্ন পুরস্কারটির আকার পিপুল পাতার ন্যায়।

৪২। ট্র্যাভেলার্স প্রিন্স নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: মেগাস্থিনিস ট্র্যাভেলার্স প্রিন্স নামে পরিচিত ছিলেন।

৪৩। দন্ত চিকিৎসকরা দাঁত তোলার সময় অবশ করার জন্য কোন রাসায়নিকটি ব্যবহার করে ?
উত্তর: দন্ত চিকিৎসকরা দাঁত তোলার সময় অবশ করার জন্য সোডিয়াম বাই কার্বনেটটি ব্যবহার করে ।

৪৪। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এসসি , এসটি ও ওবিসিদের জন্য সংরক্ষণ চালু হয়েছে ?
উত্তর: ১০৪ তম সংবিধান সংশোধনর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এসসি , এসটি ও ওবিসিদের জন্য সংরক্ষণ চালু হয়েছে ।

৪৫। কোন কমিটির পরামর্শে দক্ষিণ ২৪ পরগণা জেলা ১৯৮৬ সালে দুভাগ হয় ?
উত্তর: ড : অশোকমিত্র কমিটির পরামর্শে দক্ষিণ ২৪ পরগণা জেলা ১৯৮৬ সালে দুভাগ হয় ।

৪৬। দক্ষিণ তিব্বতে চুম্বি উপত্যকা থেকে কোন নদীটির উৎপত্তি হয়েছে ?
উত্তর: দক্ষিণ তিব্বতে চুম্বি উপত্যকা থেকে তোর্সা নদীটির উৎপত্তি হয়েছে।

৪৭। পশ্চিমবঙ্গের কোথায় ধূপছায়া শাড়ি তৈরি হয় ?
উত্তর: পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় ধূপছায়া শাড়ি তৈরি হয় ৷

৪৮। বানজারা উপজাতির মানুষ কোন রাজ্যে বাস করে ?
উত্তর: বানজারা উপজাতির মানুষ রাজস্থান রাজ্যে বাস করে।

৪৯। রাবার কোন দ্রাবকে দ্রবীভূত হয় ?
উত্তর: রাবার বেঞ্জিনে দ্রবীভূত হয়।

৫০। অবিরাজ-মর্দন-শঙ্কর উপাধি কে ধারণ করেছিলেন ?
উত্তর: অবিরাজ-মর্দন-শঙ্কর উপাধি ধারণ করেছিলেন লক্ষণ সেন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top