প্রিয় পাঠক, GK Question in Bengali পর্বের আজকের এটি সপ্তম পর্ব। এই পর্বটির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা ৫০ টি প্রশ্ন উত্তর । যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
১। কোন যন্ত্রের সাহায্যে প্রতিসরাঙ্ক নির্ণয় করা হয় ?
উত্তর: স্পেকটোমিটার যন্ত্রের সাহায্যে প্রতিসরাঙ্ক নির্ণয় করা হয় ।
২। নামধাপা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: নামধাপা ব্যাঘ্র প্রকল্প অরুণাচল প্রদেশে অবস্থিত ।
৩। যক্ষ্মার মোকাবিলায় কোন সালে কেন্দ্রীয় সরকার সংশোধিত জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী শুরু হয় ?
উত্তর: যক্ষ্মার মোকাবিলায় ১৯৯২-৯৩ সালে কেন্দ্রীয় সরকার সংশোধিত জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী শুরু হয়।
৪। পাস্তুরাইজেশন পদ্ধতিতে কোন বস্তুকে পচনের হাত থেকে বাঁচানো যায় ?
উত্তর: পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুধকে পচনের হাত থেকে বাঁচানো যায়।
৫। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় পরীক্ষাটি প্রথম করেন কোন বিজ্ঞানী ?
উত্তর: সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় পরীক্ষাটি প্রথম করেন বিজ্ঞানী ভ্যান হেলমন্ট ।
৬। নন – স্টিক বাসনের উপর কি দিয়ে প্রলেপ দেওয়া হয় ?
উত্তর: নন – স্টিক বাসনের উপর টেফলন দিয়ে প্রলেপ দেওয়া হয়।
৭। কে ডায়নামো যন্ত্রটি আবিষ্কার করেন ?
উত্তর: ডায়নামো যন্ত্রটি আবিষ্কার করেন হাইপোলাইট পিট্টি ।
৮। জানলার কাচে ফাটল থাকলে সেই ফাটা জায়গাটি চকচকে করার কারণ কি ?
উত্তর: জানলার কাচে ফাটল থাকলে সেই ফাটা জায়গাটি চকচকে করার কারণ হল আলোর প্রতিসরণ ।
৯। কেন্দ্র ও রাজ্য সরকার কত সালে ‘সেন্ট্রাল গঙ্গা অথরিটি’ গঠন করেন ?
উত্তর: কেন্দ্র ও রাজ্য সরকার ১৯৮৫ সালে ‘সেন্ট্রাল গঙ্গা অথরিটি’ গঠন করেন।
১০। কোনো থার্মোমিটারের স্কেল তৈরির জন্য যে নির্দিষ্ট উষ্ণতা ব্যবহার করা হয়, সেই উষ্ণতাকে কি বলা হয় ?
উত্তর: কোনো থার্মোমিটারের স্কেল তৈরির জন্য যে নির্দিষ্ট উষ্ণতা ব্যবহার করা হয়, সেই উষ্ণতাকে স্থিরাঙ্ক বলা হয়।
১১। কত সাল থেকে প্রথম নোবেল পুরস্কার দেওয়ার প্রচলন হয় ?
উত্তর: ১৯০১ সাল থেকে প্রথম নোবেল পুরস্কার দেওয়ার প্রচলন হয়।
১২। স্প্রিং তুলার সাহায্যে চন্দ্রপৃষ্ঠে কোন বস্তুর পরিমাপ করা হলে কি ঘটবে ?
উত্তর: স্প্রিং তুলার সাহায্যে চন্দ্রপৃষ্ঠে বস্তুটির ওজন কমে যাবে ।
১৩। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির যে পরিবর্তন ঘটে সেটি কি ?
উত্তর: সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির যে পরিবর্তন ঘটে সেটি হল আলোকশক্তি থেকে রাসায়নিক শক্তি ।
১৪। পাখির আকাশে ওড়া নিউটনের কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যাবে ?
উত্তর: পাখির আকাশে ওড়া নিউটনের তৃতীয় সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যাবে।
১৫। পরমাণুর নিউক্লিয়াসে কোন কোন মৌলিক কণা অবস্থান করে ?
উত্তর: পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন মৌলিক কণা অবস্থান করে।
১৬। দুটি সমান্তরাল আয়নার মাঝখানে কোনো বস্তুকে রাখলে বস্তুটির প্রতিবিম্বের সংখ্যা কত হবে ?
উত্তর: দুটি সমান্তরাল আয়নার মাঝখানে কোনো বস্তুকে রাখলে বস্তুটির প্রতিবিম্বের সংখ্যা ৩২ টি হবে ।
১৭। কোন বিজ্ঞানী পৃথিবীকে একটি বিরাট চুম্বক বলে প্রথম ব্যাখ্যা করেছিলেন ?
উত্তর: বিজ্ঞানী গিলবার্ট পৃথিবীকে একটি বিরাট চুম্বক বলে প্রথম ব্যাখ্যা করেছিলেন।
১৮। কোন রং তিনটিকে প্রাথমিক বা মৌলিক রং বলা হয় ?
উত্তর: লাল-নীল-হলুদ এই রং তিনটিকে প্রাথমিক বা মৌলিক রং বলা হয়।
১৯। শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য প্রতিধ্বনির সৃষ্টি হয় ?
উত্তর: শব্দের প্রতিফলন বৈশিষ্ট্যের জন্য প্রতিধ্বনির সৃষ্টি হয় ।
২০। ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ ডিওডেনামের কাজ কি ?
উত্তর: প্যানিক্রিয়াটিক তরলের সাহায্যে খাদ্য পরিপাক করা ।
২১। মেরুদন্ডী প্রাণীর দেহে ধমনী ও শিরা সংযোগবাহককে কি বলা হয় ?
উত্তর: মেরুদন্ডী প্রাণীর দেহে ধমনী ও শিরা সংযোগবাহককে জালক বলা হয় ।
২২। ভরবেগের নিত্যতাসূত্র প্রতিষ্ঠিত হয় নিউটনের কোন গতিসূত্র থেকে ?
উত্তর: ভরবেগের নিত্যতাসূত্র প্রতিষ্ঠিত হয় নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে।
২৩। কার স্মৃতিতে মানব সেবা পুরস্কার প্রদান করা হয় ?
উত্তর: রাজীব গান্ধীর স্মৃতিতে মানব সেবা পুরস্কার প্রদান করা হয়।
২৪। বর্ধনশীল ভ্রুণ কোথা থেকে খাদ্য সংগ্রহ করে ?
উত্তর: বর্ধনশীল ভ্রুণ আমরা থেকে খাদ্য সংগ্রহ করে।
২৫। চন্দননগরে কোন বিদেশী শক্তির উপনিবেশ ছিল ?
উত্তর: চন্দননগরে ফরাসি শক্তির উপনিবেশ ছিল।
আরও কিছু পর্ব
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
২৬। কাজের বিনিময় খাদ্য প্রকল্প কত সালে চালু হয় ?
উত্তর: কাজের বিনিময় খাদ্য প্রকল্প ১৯৭৭-৭৮ সালে চালু হয়।
২৭। সংযুক্ত পাণীগ্রাহী কোন প্রকার নৃত্যের সাথে যুক্ত ?
উত্তর: সংযুক্ত পাণীগ্রাহী ওড়িশি নৃত্যের সাথে যুক্ত।
২৮। অলিম্পিক গেমসের পঞ্চবলয় প্রতীকে হলুদ বৃত্তটি কোন মহাদেশকে নির্দেশ করে ?
উত্তর: অলিম্পিক গেমসের পঞ্চবলয় প্রতীকে হলুদ বৃত্তটি এশিয়া মহাদেশকে নির্দেশ করে।
২৯। কোন মৌলের ল্যাটিন আক্ষরিক অর্থ ক্ষার বা অ্যালকালি ?
উত্তর: পটাশিয়াম মৌলের ল্যাটিন আক্ষরিক অর্থ ক্ষার বা অ্যালকালি।
৩০। কোন সাহিত্যে সর্বপ্রথম যোগাসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া গিয়েছিল ?
উত্তর: উপনিষদে সর্বপ্রথম যোগাসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া গিয়েছিল।
৩১। রোমান ভাষার কোন ভারতীয় নগরীর নাম ‘মারে ইন্টারনাম’ ?
উত্তর: রোমান ভাষার মুম্বাই নগরীর নাম ‘মারে ইন্টারনাম।
৩২। কোন বাদ্যযন্ত্রের অপর নাম ফিডল ?
উত্তর: বেহালার অপর নাম ফিডল ।
৩৩। প্রোডাক্ট পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ে অন্য কি নামে পরিচিত ?
উত্তর: প্রোডাক্ট পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ে অন্য যুক্তমূল্য পদ্ধতি নামে পরিচিত।
৩৪। কোন খেলায় অংশগ্রহণকারী ব্যক্তিকে PUGILIST নামে অভিহিত করা হয় ?
উত্তর: বক্সিং খেলায় অংশগ্রহণকারী ব্যক্তিকে PUGILIST নামে অভিহিত করা হয়।
৩৫। ‘বুক বিল্ডিং’ কি ?
উত্তর: টেন্ডার পদ্ধতি দ্বারা কোন সিকিউরিটির ক্ষেত্রে বিনিয়োগের জন্য জনগণকে আহ্বান জানানো
৩৬। মইনুদ্দৌলা ট্রফিটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর: মইনুদ্দৌলা ট্রফিটি ক্রিকেট খেলার সাথে যুক্ত।
৩৭। জলাধারে জমা শৈবাল ধ্বংস করতে কোন রাসায়নিকটি ব্যবহার করা হয় ?
উত্তর: জলাধারে জমা শৈবাল ধ্বংস কপার সালফেটটি ব্যবহার করা হয় ।
৩৮। ১৯৯৫ সালে বাস্কেট বলের বিকল্প হিসাবে উইলিয়াম মর্গান কোন খেলার প্রচলন ঘটান ?
উত্তর: ১৯৯৫ সালে বাস্কেট বলের বিকল্প হিসাবে উইলিয়াম মর্গান ভলিবল খেলার প্রচলন ঘটান।
৩৯। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে গ্রাফিক্স , টেক্সট , সাউন্ড ভিডিও এবং অ্যানিমেশনের সম্মিলিত রূপকে কি বলা হয় ?
উত্তর: তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে গ্রাফিক্স , টেক্সট , সাউন্ড ভিডিও এবং অ্যানিমেশনের সম্মিলিত রূপকে মাল্টিমিডিয়া বলা হয়।
৪০। দৃষ্টিহীন ব্যক্তিরা কোন দুটি রঙের পার্থক্য নিরূপণ করতে পারে না ?
উত্তর: দৃষ্টিহীন ব্যক্তিরা লাল ও সবুজ রঙের পার্থক্য নিরূপণ করতে পারে না।
৪১। কোন অসামরিক পুরস্কারটির আকার পিপুল পাতার ন্যায় ?
উত্তর: ভারতরত্ন পুরস্কারটির আকার পিপুল পাতার ন্যায়।
৪২। ট্র্যাভেলার্স প্রিন্স নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: মেগাস্থিনিস ট্র্যাভেলার্স প্রিন্স নামে পরিচিত ছিলেন।
৪৩। দন্ত চিকিৎসকরা দাঁত তোলার সময় অবশ করার জন্য কোন রাসায়নিকটি ব্যবহার করে ?
উত্তর: দন্ত চিকিৎসকরা দাঁত তোলার সময় অবশ করার জন্য সোডিয়াম বাই কার্বনেটটি ব্যবহার করে ।
৪৪। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এসসি , এসটি ও ওবিসিদের জন্য সংরক্ষণ চালু হয়েছে ?
উত্তর: ১০৪ তম সংবিধান সংশোধনর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এসসি , এসটি ও ওবিসিদের জন্য সংরক্ষণ চালু হয়েছে ।
৪৫। কোন কমিটির পরামর্শে দক্ষিণ ২৪ পরগণা জেলা ১৯৮৬ সালে দুভাগ হয় ?
উত্তর: ড : অশোকমিত্র কমিটির পরামর্শে দক্ষিণ ২৪ পরগণা জেলা ১৯৮৬ সালে দুভাগ হয় ।
৪৬। দক্ষিণ তিব্বতে চুম্বি উপত্যকা থেকে কোন নদীটির উৎপত্তি হয়েছে ?
উত্তর: দক্ষিণ তিব্বতে চুম্বি উপত্যকা থেকে তোর্সা নদীটির উৎপত্তি হয়েছে।
৪৭। পশ্চিমবঙ্গের কোথায় ধূপছায়া শাড়ি তৈরি হয় ?
উত্তর: পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় ধূপছায়া শাড়ি তৈরি হয় ৷
৪৮। বানজারা উপজাতির মানুষ কোন রাজ্যে বাস করে ?
উত্তর: বানজারা উপজাতির মানুষ রাজস্থান রাজ্যে বাস করে।
৪৯। রাবার কোন দ্রাবকে দ্রবীভূত হয় ?
উত্তর: রাবার বেঞ্জিনে দ্রবীভূত হয়।
৫০। অবিরাজ-মর্দন-শঙ্কর উপাধি কে ধারণ করেছিলেন ?
উত্তর: অবিরাজ-মর্দন-শঙ্কর উপাধি ধারণ করেছিলেন লক্ষণ সেন ।
GK Question in Bengali এই সপ্তম পর্বটির প্রশ্ন উত্তর গুলি যে সকল চাকরির পরীক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেগুলি হল পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, ভারতীয় রেলের পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা ইত্যাদি আরও state এর exam গুলিতে খুব ভাল একটি ফল দেবে ।