গতি সংক্রান্ত কয়েকটি রাশির তথ্য
প্রিয় পাঠক,আজকের এই পর্বটির মধ্যে রয়েছে গতি সংক্রান্ত কয়েকটি রাশির তথ্য । গতি সংক্রান্ত কয়েকটি রাশি বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
■ সরণ কাকে বলে ?
কোন গতিশীল বস্তুর নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনকে বস্তুটির সরণ বলে । বস্তুটির প্রথম ও শেষ অবস্থান বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বই হল ঐ বস্তুর সরণের পরিমাপ ।
■ সরণের উদাহরণ দাও ।
মনে কর , গতিশীল । কোন বস্তু A থেকে যাত্রা শুরু করে ACB বা ADB বা AEB বা AFB পথে চলে B- তে এসে থেমেছে । বস্তুকণাটি B- তে পৌঁছাতে যে পথ – ই অনুসরণ করুক না কেন , তার প্রথম ও শেষ অবস্থান বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব AB- ই হবে গতিশীল বস্তুটির সরণের পরিমাপ ।
■ সরণকে ভেক্টর রাশি বলা হয় কেন ?
সরণের মান ও অভিমুখ দুই – ই আছে , তাই সরণ একটি ভেক্টর রাশি । সরণকে দৈর্ঘ্যের এককে প্রকাশ করা হয়
■ সরণের একক কী ?
এস.আই. এবং এম.কে – এস- এস একক পদ্ধতিতে সরণের একক হল মিটার । সি.জি.এস. পদ্ধতিতে সরণের সেন্টিমিটার।
■ দ্রুতি কাকে বলে ?
কোন গতিশীল বস্তু সরল বা বক্র পথে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ঐ বস্তুর দ্রুতি বলে ।
■ দ্রুতির উদাহরণ দাও ।
মনে কর , একটি ট্রেন 3 ঘণ্টায় 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে , তবে ট্রেনটির দ্রুতি হল 180 কিমি / ঘণ্টা বা 60 কিমি / ঘণ্টা ।
■ দ্রুতি কোন রাশির অন্তর্ভুক্ত ?
দ্রুতির মান আছে , কিন্তু কোন অভিমুখ নেই । তাই , দ্রুতি একটি স্কেলার রাশি।
■ দ্রুতির একক কী ?
এস – আই . ও এম.কে.এস. পদ্ধতিতে দ্রুতির একক মিটার / সেকেণ্ড এবং সি.জি.এস. প্রদ্ধতিতে দ্রুতির একক হল সেন্টিমিটার / সেকেণ্ড ।
■ দ্রুতি কয় প্রকার ?
দ্রুতি দুই প্রকার । যথা—
( 1 ) সমদ্রুতি এবং
( 2 ) অসমদ্রুতি ।
■ সমদ্রুতির সংজ্ঞা ও উদাহরণ দাও ।
যদি কোন বস্তু সমান সময়ের ব্যবধানে সর্বদা সমান দূরত্ব অতিক্রম করে , তখন সেই বস্তুটির দ্রুতিকে সমদ্রুতি বলে ।
উদাহরণ : বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তু যদি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দৈর্ঘ্যের চাপকে অতিক্রম করে চলতে থাকে তবে বস্তুটিকে সমদ্রুতি সম্পন্ন বলা হবে ।
■ অসমদ্রুতির সংজ্ঞা ও উদাহরণ দাও ।
যদি কোন বস্তু সমান সময়ের অবকাশে বিভিন্ন দূরত্ব অতিক্রম করে , তবে বস্তুটির দ্রুতিকে অসমদ্রুতি বলে ।
অসমদ্রুতির ক্ষেত্রে গড় দ্রুতি নির্ণয় করার দরকার হয় । অসমদ্রুতি সম্পন্ন কোন বস্তু দ্বারা অতিক্রান্ত মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে বস্তুটির গড় দ্রুতি পাওয়া যায় ।
সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল
ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ
List of Government Scheme In Bengali
ভারতের 2011 সালের জনগণনা
RRB Group D Science Question in Bengali
ভারতের প্রথম মহিলা তালিকা
ভারতের প্রথম পুরুষ তালিকা
■ বেগ কাকে বলে ?
কোন গতিশীল বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে । অর্থ একক সময়ে কোন বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাই ঐ বস্তুর বেগ ।
■ বেগ ভেক্টর রাশি না স্কেলার রাশি ?
বেগের মান ও অভিমুখ আছে , তাই বেগ একটি ভেক্টর রাশি ।
■ বেগকে কোন এককে প্রকাশ করা হয় ?
সি.জি.এস. ও এস.আই. বা এম.কে.এস. পদ্ধতিতে বেগের একক যথাক্রমে সেন্টিমিটার / সেকেণ্ড এবং মিটার / সেকেণ্ড । অর্থাৎ , দ্রুতি ও বেগকে একই এককের সাহায্যে প্রকাশ করা হয় ।
■ বস্তুর বেগ কয়প্রকার ?
বস্তুর বেগ দুপ্রকার যথা ( i ) সমবেগ ও ( ii ) অসম বেগ
■ সমবেগের সংজ্ঞা ও উদাহরণ দাও ।
কোন বস্তুর বেগের মান ও দিক সব সময় অপরিবর্তিত থাকলে বস্তুটির বেগকে সমবেগ বলে । কোন বস্তুর বেগ বলতে আমরা বস্তুর সমবেগকে বুঝে থাকি ।
যেমন — কোন বস্তু 10 মিটার / সেকেণ্ড বেগে সরলরেখা বরাবর চলছে । বস্তুর এই বেগকে আমরা সমবেগ বলি ।
■ অসমবেগের সংজ্ঞা ও উদাহরণ দাও ।
যদি কোন বস্তুর বেগের মান কিংবা অভিমুখ সময়ের সঙ্গে পরিবর্তিত হয় , তবে বস্তুটির বেগকে অসমবেগ বলে । যেমন— স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে কোন বস্তু যদি একই দিকে নির্দিষ্ট ত্বরণে চলে তবে সময়ের সাপেক্ষে ঐ বস্তুর বেগ ক্রমশ বাড়ে ফলে বস্তুটি অসমবেগে চলতে থাকে ।
■ দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কী ?
দ্রুতি | বেগ |
---|---|
1.কোন গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুটির দ্রুতি বলে । | 1. একক সময়ে কোন গতিশীল বস্তুর সরণকে বস্তুটির বেগ বলা হয় । |
2. দ্রুতির মান আছে , কিন্তু দিক নেই । সুতরাং , দ্রুতি একটি স্কেলার রাশি । | 2. বেগের মান ও দিক উভয়ই আছে ; অর্থাৎ , বেগ একটি ভেক্টর রাশি । |
3. কোন বস্তু সমদ্রুতি সম্পন্ন হলেও সমবেগ সম্পন্ন নাও হতে পারে । কারণ , বস্তুটি যদি বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলে , তবে ঐ অবস্থায় বস্তুটির অভিমুখের ক্রমপরিবর্তন ঘটে । ফলে বস্তুটিকে সমবেগ সম্পন্ন বলা যায় না । | 3. কোন বস্তু সমবেগ সম্পন্ন হলে তা সমদ্রুতি সম্পন্ন হবে । কারণ , দিক অপরিবর্তিত রেখে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করাকে সমবেগ বলে । আর সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করাকে সমদ্রুতি বলে । |
4. কোন গতিশীল বস্তুর দ্রুতির মান কখনই শূন্য হতে পারে না । | 4. গতিশীল বস্তুর বেগের মান শূন্য হতে পারে । |
5. মানের পরিবর্তন হলে দ্রুতিরও পরিবর্তন হয় । | 5. মান বা দিক্ অথবা উভয়ের পরিবর্তন হলে বেগের পরিবর্তন হয় । |
■ ত্বরণের সংজ্ঞা দাও ।
যদি কোন বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে , তবে তার বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে ।
■ ত্বরণকে ভেক্টর রাশি বলা হয় কেন ?
বেগের মত ত্বরণের মান ও অভিমুখ দুটোই আছে , তাই ত্বরণ একটি ভেক্টর রাশি ।
■ ত্বরণের একক কী ?
সি.জি.এস. পদ্ধতিতে ত্বরণের একক সেমি / সেকেণ্ড2 এবং এস.আই. ও এম.কে.এস. পদ্ধতিতে ত্বরণের একক হল মিটার / সেকেণ্ড2 ।
■ মন্দনের সংজ্ঞা দাও ।
যদি কোন বস্তু ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলে , তবে বস্তুটির বেগ হ্রাসের হারকে মন্দন বলে । মন্দন ত্বরণের বিপরীত বলে মন্দনকে ঋণাত্মক ত্বরণ-ও বলা হয় । ত্বরণ ও মন্দনের একক পরস্পর এক ।
■ মন্দন ভেক্টর রাশি না স্কেলার রাশি ?
মন্দন হল একটি ভেক্টর রাশি।