GK Question in Bengali
প্রিয় পাঠক, GK Question in Bengali পর্বের আজকের এটি ১৮তম পর্ব। এই পর্বটির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা ৫০ টি প্রশ্ন উত্তর । যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
১। স্বাভাবিক ক্ষয়চক্রের অন্যনাম কি ?
উত্তর : ভৌগলিক ক্ষয়চক্র ।
২। নিক বিন্দু বরাবর কি সৃষ্টি হয় ?
উত্তর : জলপ্রপাত ।
৩। নদীর পুনর্যৌবন লাভের ফলে কি গঠিত হয় ?
উত্তর : নদীমঞ্চ ।
৪। পেডিপ্লেন গঠিত হয় কিসের ফলে ?
উত্তর : বায়ু ও অস্থায়ী জলধারার যৌথ কাজের ফলে ।
৫নেপালের কাঠমান্ডু উপত্যকায় কি ধরণের জল নির্গমণ প্রণালী দেখা যায় ?
উত্তর : কেন্দ্রমুখী ।
৬। পিনেট শব্দটির অর্থ কি ?
উত্তর : পাখির পালকের ন্যায় ।
৭। জাফ্রিরুপী ‘ নদীনক্সার নামকরণ কে করেছিলেন ?
উত্তর : বেইল উইলিস ।
৮। বৃক্ষরূপী জল নির্গমণ প্রনালী কোথায় দেখা যায় ?
উত্তর : গোদাবরী নদীর নিম্ন উপত্যকায় ।
৯। ‘ অ্যানুলার ‘ কথাটির অর্থ কি ?
উত্তর : আংটি ।
১০। সুন্দরবন অঞ্চলে কি ধরনের নদী বিন্যাস দেখা যায় ?
উত্তর : বিনুনিরুপী নদী বিন্যাস দেখা যায় ।
১১। ভারতের একটি উল্লেখযোগ্য জলবিভাজিকার নাম লেখ ।
উত্তর : পশ্চিমঘাট পর্বত ।
১২।শ্রীলঙ্কার মূল নির্গমণ জল প্রণালী কিরূপ ?
উত্তর : জাফরিরূপী ।
১৩। ইউএস – এর মেসা ভার্দে ন্যাশনাল পার্কে কোন ধরণের জল নির্গমণ প্রণালী দেখা যায় ?
উত্তর : সমান্তরাল ।
১৪। গাছের শিকড় তৈরি হয় ভ্রুনের কোন অংশ থেকে ?
উত্তর : র্যাডিকল ।
১৫। অরনিথিন চক্রের মাধ্যমে কোথায় ইউরিয়া তৈরি হয় ?
উত্তর : যকৃৎ ।
১৬। প্যারামেসিয়ামের গমন অঙ্গ কি ?
উত্তর : সিলিয়া ।
১৭। একটি অনার্দ্র কেলাসের নাম লেখ ।
উত্তর : পটাসিয়াম ক্লোরেট ( KCLO4 ) 1
১৮। দ্রাব্যতা গুণফলের চেয়ে কম হলে দ্রবণটি কি ধরনের হবে ?
উত্তর : অসম্পৃক্ত ।
১৯। দ্রাব্যতা গুণফলের বেশি হলে পদার্থটি কি ধরনের হবে ?
উত্তর : অধঃক্ষিপ্ত ।
২০। কুঁড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন ?
উত্তর : ন্যাস্টিক চলন ।
২১। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে কি বলে ?
উত্তর : নিউরোন ।
২২। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদপিন্ডের ওজন কত ?
উত্তর : ৩০০ গ্রাম ।
২৩। সালোকসংশ্লেষে হিল বিকারক কোনটি ?
উত্তর : NADP .
২৪। সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণীর নাম লেখ ।
উত্তর : ক্রাইস্যামিবা ।
২৫। গ্রীন হাউজ এফেক্টের জন্য কোন কোন গ্যাস দায়ী থাকে ?
উত্তর : CO2 , CH4 , CFC .
২৬। ‘ সাইলেন্ট ভ্যালি ‘ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : কেরালায় পালঘাট জেলায় অবস্থিত ।
২৭। শব্দদূষণে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন চালু হয় কবে থেকে ?
উত্তর : ১৯৮১ সাল থেকে ।
২৮। ‘ ডেসিবেল ‘ শব্দটি প্রচলিত হয় কার নামানুসারে ?
উত্তর : আলেকজান্ডার গ্রাহাম বেল ।
২৯। ব্ল্যাকফুট রোগ হয় কি কারণে ?
উত্তর : পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে ।
৩০। শব্দের তীব্রতা পরিমাপ করা হয় কোন এককে ?
উত্তর : ডেসিবেল এককে ।
৩১। ফ্লুরোসিস রোগ কি কারণে হয় ?
উত্তর : ফ্লুরাইড দূষণের ফলে ।
৩২। মিনামাটা রোগ হয় কি কারণে ?
উত্তর : জলে পারদ দূষণের ফলে ।
৩৩। সুন্দরবনের নিচু জলাভূমি ও বনভূমি কি নামে পরিচিত ?
উত্তর : বাদা ।
৩৪। অসম রাজ্যে অবস্থিত জীবমণ্ডল সংরক্ষিত এলাকার নাম কি ?
উত্তর : ডিব্ৰুসাইল হাওয়া ।
৩৫। সারা ভারতে কয়টি ব্যাঘ্র প্রকল্প আছে ?
উত্তর : ২৪ টি ।
৩৬। ভারতে জাতীয় উদ্যানের সংখ্যা কটি ?
উত্তর : ১০৮ টি ।
৩৭। কেন্দ্রবিমুখ জলনির্গমণ প্রণালী গড়ে ওঠে কোথায় ?
উত্তর : সবক্ষেত্রে ।
৩৮। জৈব বৈচিত্র্য সুরক্ষা আইন চালু হয় কত সালে ?
উত্তর : ২০০৩ সালে ।
৩৯। বিশ্ব পরিবেশ দিবস প্রথম কত সালে শুরু হয় ?
উত্তর : ১৯৭২ সালে ।
৪০। ভারতে বিপন্ন পাখির প্রজাতির সংখ্যা কত ?
উত্তর : ৭২ টি প্রজাতি ।
৪১। ভারতে মোট কত প্রজাতির পাখি পাওয়া যায় ?
উত্তর : ১২২৮ টি প্রজাতি ।
৪২। ভারতীয় বন সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয় ?
উত্তর : ১৯২৭ সালে ।
৪৩। কাজিরাঙ্গা অভয়ারণ্যে কোন কোন প্রাণী সংরক্ষণ করা হয়েছে ?
উত্তর : গন্ডার ও হাতি ।
৪৪। একমাত্র পক্ষী সংরক্ষণকারী অভয়ারণ্যটির নাম কি ?
উত্তর : ভরতপুর ।
৪৫। জলদাপাড়ায় কোন কোন প্রাণী সংরক্ষণ করা হয়েছে ?
উত্তর : একশৃঙ্গ গন্ডার , হাতি , বাঘ , বন্যশূকর ।
৪৬। বন্দীপুর অভয়ারন্যে কোন কোন প্রাণী সংরক্ষণ করা হয়েছে ?
উত্তর : হাতি ও বাইসন ।
৪৭। হাজারিবাগ জাতীয় পার্কে কি ধরনের প্রাণী সংরক্ষণ করা হয়েছে ?
উত্তর : বাঘ , চিতা , সম্বর ।
৪৮। মধ্যপ্রদেশের কানহা জাতীয় পার্কে কি ধরনের প্রাণী সংরক্ষণ করা হয়েছে ?
উত্তর : কৃষ্ণকায় মৃগ , বাইসন ।
৪৯। ছোটনাগপুরের মালভূমি অঞ্চলে কোন জাতীয় জলনির্গমণ প্রণালী দেখা যায় ?
উত্তর : বৃক্ষরূপী ।
৫০। দুটি নদী যে স্থানে মিলিত হয় তাকে কি বলে ?
উত্তর : নদীসঙ্গম
সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল
ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ
List of Government Scheme In Bengali
ভারতের 2011 সালের জনগণনা
RRB Group D Science Question in Bengali
ভারতের প্রথম মহিলা তালিকা
ভারতের প্রথম পুরুষ তালিকা
GK Question in Bengali এর ১৮তম পর্বটির প্রশ্ন উত্তর গুলি যে সকল চাকরির পরীক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেগুলি হল পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, ভারতীয় রেলের পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা ইত্যাদি আরও state এর exam গুলিতে খুব ভাল একটি ফল দেবে ।