GK Question in Bengali
প্রিয় পাঠক, GK Question in Bengali পর্বের আজকের এটি ১৭তম পর্ব। এই পর্বটির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা ৫০ টি প্রশ্ন উত্তর । যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
১। ভৌম জলের অপর নাম কি ?
উত্তর : উপ পৃষ্ঠীয় জল ।
২। চুনাপাথর ও কার্বলিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় ?
উত্তর : ক্যালসিয়াম বাই কার্বনেট ।
৩। কার্স্ট অঞ্চলের অনুর্বর মৃত্তিকাকে কি বলে ?
উত্তর : টেরা রোসা ।
৪। ডোলাইনগুলি পরস্পর যুক্ত হয়ে যে বৃহদাকৃতির গর্ত সৃষ্টি করে তাকে কি বলে ?
উত্তর : কোলজি ।
৫। গিজার কি ?
উত্তর : উষ্ণ প্রস্রবণ ।
৬। চুনাপাথর অঞ্চলে দুটি গ্রানাইটের মধ্যবর্তী ভূমিরূপকে কি বলে ?
উত্তর : ক্লিন্ট ।
৭। কার্স্ট শব্দটি কোন দেশীয় শব্দ ?
উত্তর : জার্মান ।
৮। যে প্রস্রবণ থেকে সারা বছর জল নির্গত হয় তাকে কি ধরনের প্রস্রবণ বলে ?
উত্তর : অবিরাম প্রস্রবণ ।
৯। স্ট্যালাগমাইট ও স্ট্যালাকাইট কোন গুহায় সৃষ্টি হয় ?
উত্তর : চুনাপাথরের গুহায় ।
১০। ম্যাগমার সঙ্গে উৎক্ষিপ্ত জলকে কি বলে ?
উত্তর : উৎস্যান্ধ জল ।
১১। পৃথিবীর গভীরতম কার্স্ট গুহা কোনটি ?
উত্তর : কুবেরা ।
১২। যেই স্তরে জল ধরে রাখা যায় না , তাকে কি বলে ?
উত্তর : ভাদোস ।
১৩। ভারতের কোন রাজ্যে প্রস্রবণ রেখা দেখা যায় ?
উত্তর : মেঘালয় ।
১৪। ভারতের কোথায় স্ট্যালাগমাইট দেখা যায় ?
উত্তর : চেরাপুঞ্জির মাউসমাই গুহায় ।
১৫। ধীর গতিসম্পন্ন জলবাহী স্তর কি নামে পরিচিত ?
উত্তর : একুইটার্ড ।
১৬। কূপ ও নলকূপের সঞ্চালিত জলকে কি বলে ?
উত্তর : ক্রিয়েটিক জল ।
১৭। শিলাস্তরের কোন বৈশিষ্ট্যের জন্য অ্যাকুইকলিড তৈরি হয় ?
উত্তর : স্বচ্ছিদ্রতা বেশি থাকার জন্য ।
১৮। আর্টেজিও কূপ বেশিমাত্রায় কোথায় দেখা যায় ?
উত্তর : অস্ট্রেলিয়ায় ।
১৯। কোন ঋতুতে ভৌম্য জলভান্ডার পরিপূর্ণ হয় ?
উত্তর : বর্ষায় ।
২০। ভৌম্য জলক্ষরণ কিসের মাধ্যমে ঘটে থাকে ?
উত্তর : অনুস্রবণ ও প্রস্রবণ ।
২১। ভূমিরূপগত সদৃশহীণ জুরি কি ?
উত্তর : স্ট্যালাকাইট – স্ট্যালাগমাইট ।
২২। সামুদ্রিক অবক্ষেপণের ফলে উপকূলে কি সৃষ্টি হয় ?
উত্তর : স্পিট ।
২৩। ‘ হুক ’ – এর অপর নাম কি ?
উত্তর : পুনর্বক্রস্পিট ।
২৪। সমুদ্রবৃষ্টি অরণ্য নামে পরিচিত কি ?
উত্তর : প্রবালপ্রাচীর ।
২৫। প্রবালপ্রাচীরগুলি কি দিয়ে গঠিত ?
উত্তর : চুনাপাথর ও ডলোমাইট দ্বারা ।
২৬।ফিয়র্ডের দেশ কাকে বলে ?
উত্তর : নরওয়েকে ।
২৭।ঝড়ের প্রকোপে সৃষ্ট উত্তল সমুদ্র তরঙ্গকে কি বলে ?
উত্তর : ঝটিকা তরঙ্গ ।
২৮। ভারতে অবস্থিত একটি প্রবাল দ্বীপের নাম লেখ ।
উত্তর : লাক্ষাদ্বীপ ।
২৯। ভারতে অবস্থিত একটি উপহ্রদ বা লেগুনের নাম লেখ ।
উত্তর : পুলিকট হ্রদ ।
৩০। যে রেখা বরাবর উর্মিভঙ্গ ঘটে তাকে কি বলে ?
উত্তর : প্লাঞ্জ রেখা ।
৩১। ন্যাচারাল আর্টস কাকে বলে ?
উত্তর : খিলানকে ।
৩২। কেরলের উপকূলে পুরো দেশীয় বাধের পিছনে বহুসংখ্যাক পরিমানে কি দেখা যায় ?
উত্তর : কয়াল ।
৩৩। ভারতের কোন সমুদ্র উপকূলে স্ট্যাক ও স্ট্যান দেখা যায় ?
উত্তর : গোয়ায় ।
৩৪। প্রবাল প্রাচীর সাধারণত কোথায় সৃষ্টি হয় ?
উত্তর : নাতিশীতোষ্ণ গভীর সমুদ্রে ।
৩৫। একটি বাঁধ কোন একটি দ্বীপকে উপকূলের সাথে যুক্ত করলে তাকে কি বলে ?
উত্তর : টম্বোলো ।
৩৬। কোন মহাসাগরে সর্বাপেক্ষা বেশি অ্যাটল দেখা যায় ?
উত্তর : প্রশান্ত মহাসাগরে ।
৩৭। উচ্চ জোয়ারের সময় সমুদ্রের জলে কি নিমজ্জিত হয় ?
উত্তর : অনুতটীয় বাঁধ ।
৩৮। সামুদ্রিক ক্ষয়কার্য ও সঞ্চয়কার্য নির্ভর করে কিসের উপর ?
উত্তর : উপকূলরেখার প্রকৃতির উপর ।
৩৯। তরঙ্গের চাপে যে গর্ত দিয়ে স – শব্দে বাতাসের নির্গমন ঘটে সেই গুহামুখকে কি বলে ?
উত্তর : ব্লো – হোয়েল ।
৪০। উপকূল কাকে বলে ?
উত্তর : সমুদ্র ও স্থলভাগের সংযোগস্থলকে
৪১। তটভূমি কাকে বলে ?
উত্তর : উপকূলের সামনের দিকের ভূমিভাগকে তটভূমি বলে ।
৪২। মোনাডনক গঠিত হয় কোথায় ?
উত্তর : আর্দ্র অঞ্চলে ।
৪৩। সচরাচর মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ সীমা হিসেবে ধরা হয় কোন তলকে ?
উত্তর : ভৌম্যজলের উপরিতলকে ।
৪৪। বিবর্তনবাদ তথ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : চার্লস ডারউইন ।
৪৫। মোনাডনক কোথায় দেখা যায় ?
উত্তর : সমপ্ৰায় ভূমিতে ।
৪৬। মরু অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট অস্থায়ী নদীগুলিকে কি বলে ?
উত্তর : ওয়াধি ।
৪৭। বোলসান কোথায় দেখা যায় ?
উত্তর : শ্রীলঙ্কায় ।
৪৮। ‘ প্লেডিপ্লেন গঠনতত্ত্ব ‘ কে প্রবর্তন করেন ?
উত্তর : ডেভিস ।
৪৯ । ডেভিসের ক্ষয়চক্র তত্ত্বে মোনাডনক গঠিত হয় কোন পর্যায়ে ?
উত্তর : বার্ধক্যে ।
৫০। ভারতের একটি শীতল প্রস্রবণের উদাহরণ দাও ।
উত্তর : সহস্রধারা ।
সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল
ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ
List of Government Scheme In Bengali
ভারতের 2011 সালের জনগণনা
RRB Group D Science Question in Bengali
ভারতের প্রথম মহিলা তালিকা
ভারতের প্রথম পুরুষ তালিকা
GK Question in Bengali এর ১৭তম পর্বটির প্রশ্ন উত্তর গুলি যে সকল চাকরির পরীক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেগুলি হল পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, ভারতীয় রেলের পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা ইত্যাদি আরও state এর exam গুলিতে খুব ভাল একটি ফল দেবে ।