GK Question in Bengali
প্রিয় পাঠক, GK Question in Bengali পর্বের আজকের এটি ১৪তম পর্ব। এই পর্বটির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা ৫০ টি প্রশ্ন উত্তর । যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
১। বাংলার শেষ এবং প্রধান গুপ্ত সম্রাট কে ছিলেন ?
উত্তর : বুধগুপ্ত ।
২। হরিভদ্রের সাহিত্যের নাম কি ছিল ?
উত্তর : অষ্টসহস্রিকা , প্রজ্ঞা পারমিতা ।
৩। ধর্মপালের লিপিতে কি খোদাই করা ছিল ?
উত্তর : ধর্মচক্র চিহ্ন ।
৪। দেবপালের সেনাপতি কে ছিলেন ?
উত্তর : লব সেন ।
৫। পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় ?
উত্তর : প্রথম মহীপাল ।
৬। দেবপালের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল ?
উত্তর : মুঙ্গের ।
৭। সন্ধ্যাকর নন্দীর পিতার নাম কি ছিল ?
উত্তর : প্রজাপতি নন্দী ।
৮। সিদ্ধাচার্য কাদের বলা হত ?
উত্তর : বৌদ্ধধর্মমতের আচার্যদের ।
৯। ‘ দুকুল’কি ?
উত্তর : পাল যুগে নরম রেশমের কাপড়কে দুকুল বল হত ।
১০। নাথ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : মৎস্যেন্দ্রনাথ ।
১১। নাথ ধর্মীয় ধর্মগুরুদের নাম লেখ ।
উত্তর : মিননাথ , গোরক্ষনাথ , চৌরঙ্গীনাথ , জালন্ধরী নাথ ।
১২।‘অদ্ভুত সাগর ‘ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : বল্লাল সেন ।
১৩। বল্লাল সেনের গুরু কে ছিলেন ?
উত্তর : অনিরুদ্ধ ভট্ট ।
১৪। সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে সুবর্ণযুগ বলা হত কোন যুগকে ?
উত্তর : সেন যুগকে ।
১৫। বেদের শেষ অংশকে কি বলে ?
উত্তর : বেদান্ত ।
১৬। পুনর্বিবাহিত নারীদের কি বলা হত ?
উত্তর : পুনর্ভ ।
১৭। যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন তাদের সাংকেতিক রূপে কি বলা হত ?
উত্তর : তথাগত ।
১৮। প্রাচীনকালে প্রাকৃতিক উপায়ে সৃষ্টি জলাশয়কে কি বলা হত ?
উত্তর : সহজক ।
১৯। চোল আমলের মন্দিরের প্রবেশ দ্বারকে কি বলা হত ?
উত্তর : গোপুরম ।
২০। লিচ্ছবি দৌহিত্র কাকে বলা হয় ?
উত্তর : সমুদ্রগুপ্তকে ।
২১। চীনের হেরোডোটাস কাকে বলা হয় ?
উত্তর : সু – মা – সিয়েন ।
২২। শাক্যসিংহ কাকে বলা হয় ?
উত্তর : গৌতম বুদ্ধকে ।
২৩। হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন ?
উত্তর : পুষ্যভূতি ।
২৪। সভাকবি উমাপতিধর কোন বংশের পৃষ্ঠপোষক ছিলেন ?
উত্তর : সেন বংশের ।
২৫। কালিদাস ও বররুচি কোন বংশের সভাকবি ছিলেন ?
উত্তর : গুপ্ত বংশের ।
২৬। ‘ মৈত্রক’রাজবংশটি বর্তমানে কোন স্থানে ছিল ?
উত্তর : গুজরাটে ।
২৭। সোমপুরী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ছিল ?
উত্তর : বাংলাদেশের রাজশাহি জেলায় ।
২৮। সোমপুরী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর : দেবপাল ।
২৯। জরাথ্রুষ্ট কোন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন ?
উত্তর : পারসিক ।
৩০। জরাথ্রষ্ট্রের ধর্মগ্রন্থের নাম কি ?
উত্তর : জেন্দ – আবেস্তা ৷
৩১। হিন্দু ধর্মের আদিগ্রন্থগুলি যেমন শ্রীমত ভাগবত গীতা , রামায়ন , মহাভারত , উপনিষদ , পুরাণ ইত্যাদি ধর্মগ্রন্থগুলির প্রবর্তক ছিলেন কারা ?
উত্তর : প্রাচীন আর্য ঋষিগণ ।
৩২। জৈনদের কয়েকটি ধর্মগ্রন্থের নাম লেখ ।
উত্তর : কল্পসূত্র , দ্বাদশ অঙ্গ , জৈন সিদ্ধান্ত ।
৩৩। বৌদ্ধদের উপাসনা কক্ষকে কি বলে ?
উত্তর : বৌদ্ধবিহার , মনাস্কি ।
৩৪। ইহুদীদের উপাসনা কক্ষকে কি বলে ?
উত্তর : সায়নাগগ্ ।
৩৫। রাজা গ্রহবর্মার রাজমহিষী কে ছিলেন ?
উত্তর : রাজ্যশ্রী ।
৩৬। গুপ্ত বংশের রাজা পুরু গুপ্তের রাজমহিষী কে ছিলেন ?
উত্তর : চন্দ্রাদেবী ।
৩৭। ‘ বোধি ‘ কথার অর্থ কি ?
উত্তর : দিব্যজ্ঞান ।
৩৮। ‘ কৈবল্য ‘ কথার অর্থ কি ?
উত্তর : চরম আত্মজ্ঞান লাভ ।
৩৯। ‘ অন্তক ‘ কথার অর্থ কি ?
উত্তর : যম
৪০। ‘ ব্রহ্মবর্ত ‘ শব্দের অর্থ কি ?
উত্তর : ঈশ্বরের দেশ ।
৪১। তারিখ – ই – রসিদি ‘ গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর : মির্জা মহম্মদ হায়দর ।
৪২। ‘ তারিখ – ই – হুমায়ুন ‘ গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর : বায়াজিদ ।
৪৩। ‘ হুমায়ুন নামা ‘ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : গুলবদন বেগম ।
৪৪। ‘ তারিখ – ই – আকবরশাহী ‘ গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর : হাজি মহম্মদ কান্দাহারি ।
৪৫। ‘ তারিখ – ই – শেরশাহি ‘ ( শেরশাহের আত্মজীবনী ) গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : আব্বাস খান শেরওয়ানি ।
৪৬। ‘ খাজাইন – উল – ফুতুহা ‘ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : আমীর খসরু ।
৪৭। ‘ জৈন – উল – আকবর ‘ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : আবু সৈয়দ ।
৪৮। ‘ কিতাব – উল – রহেলা ‘ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : ইবন বতুতা ।
৪৯। ফতুহা – ই – ফিরোজশাহী ‘ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : ফিরোজশাহী তুঘলক ।
৫০। ‘ পাদশাহী নামা ‘ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : আবদুল হামিদ লাহোরি ।
সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল
ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
2011 আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গ
List of Government Scheme In Bengali
ভারতের 2011 সালের জনগণনা
RRB Group D Science Question in Bengali
ভারতের প্রথম মহিলা তালিকা
ভারতের প্রথম পুরুষ তালিকা
GK Question in Bengali এর ১৪তম পর্বটির প্রশ্ন উত্তর গুলি যে সকল চাকরির পরীক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেগুলি হল পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, ভারতীয় রেলের পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা ইত্যাদি আরও state এর exam গুলিতে খুব ভাল একটি ফল দেবে ।