SSC GD GK Mock Test in Bengali Part-8
প্রিয় পাঠক, সামনেই রয়েছে এসএসসি জিডি এর পরীক্ষা । তাই সেই দিকে লক্ষ্য রেখে আজকের এটি ( SSC GD GK Mock Test in Bengali Part-8 ) অষ্টম পর্ব । এই পর্বটি তে রয়েছে বাছাই করা ২৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর । আশা করি এই পর্বটি থেকে তোমরা খুবই উপকৃত হবে।
১. নিচের কোন নদী আরব সাগরে প্রবাহিত হয় না ?
(1) নর্মদা
(2) সবরমতি
(3) তুঙ্গভদ্রা
(4) মান্ডোভি
উত্তর: (1) নর্মদা
২. কোন ব্যাকটেরিয়া দই তৈরির জন্য দায়ী ?
(1) Bacillus radicicola
(2) Lactobacillus aureus
(3) Micrococcus
(4) Lactobacillus acidophilus
উত্তর: (4) Lactobacillus acidophilus
৩. ভারতের 2018 সালের কেন্দ্রীয় বাজেটে, কৃষি পণ্যের MSP (ন্যূনতম সমর্থন মূল্য) অনুপাত কত ছিল ?
(1) বাজার হারের থেকে 1.7 গুণ
(2) বাজার হারের থেকে 1.9 গুণ
(3) বাজার হারের থেকে 2.0 গুণ
(4) বাজার হারের থেকে 1.5 গুণ
উত্তর: (4) বাজার হারের থেকে 1.5 গুণ
৪. কি সাবাদি হল রাজ্যের লোকনৃত্যের একটি রূপ যেখানে শুধুমাত্র পুরুষরাই অংশগ্রহণ করতে পারে।
(1) রাজস্থান
(2) ওডিশা
(3) তেলেঙ্গানা
(4) সিকিম
উত্তর: (2) ওডিশা
৫. ভারতীয় সংবিধানের___ও আদর্শ ভারতের সংবিধানের প্রস্তাবনায় প্রতিফলিত হয়েছে।
(1) দর্শন
(2) আইন
(3) নীতি
(4) আইন
উত্তর: (1) দর্শন
৬. মোট দেশজ উৎপাদনে তৃতীয় খাতে শেয়ার বেড়েছে কিন্তু বর্তমানে কর্মসংস্থানে সবচেয়ে বেশি অবদান রাখে কোন খাত ?
(1) মাধ্যমিক
(2) শিল্প
(3) তথ্য প্রযুক্তি
(4) প্রাথমিক
উত্তর: (1) মাধ্যমিক
৭. 2.5 লক্ষ টাকা বা তার বেশি আর্থিক লেনদেন করার জন্য কোনও সংস্থার জন্য কী বাধ্যতামূলক ?
(1) প্যান কার্ড
(2) লাইসেন্স
(3) আধার কার্ড
(4) পাসপোর্ট
উত্তর: (1) প্যান কার্ড
৮. কে লোকসভার নীতিশাস্ত্র কমিটির চেয়ারম্যান হিসাবে পুনরায় মনোনীত হয়েছিল ?
(1) লাল কৃষ্ণ আডবাণী
(2) রমেশ পোখরিয়াল
(3) সুমিত্রা মহাজন
(4) চন্দ্রকান্ত ভারে
উত্তর: (1) লাল কৃষ্ণ আডবাণী
৯. ডিসেম্বর 2018 সালে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল টুর্নামেন্ট কে জিতেছে ?
(1) মহেশ ভূপতি
(2) পিভি সিন্ধু
(3) নোজোমি ওকুহারা
(4) সাইনা নেহওয়াল
উত্তর: (2) পিভি সিন্ধু
১০. ভিটামিনের -1 অভাবের ফলে কী রোগ হয় ?
(1) রিকেটস
(2) স্কার্ভি
(3) রেটুন
(4) চুল পড়া
উত্তর: (3) রেটুন
১১. লোহরি কোন রাজ্য উৎসব এর সাথে সম্পর্কিত ?
(1) মহারাষ্ট্র
(2) উত্তরপ্রদেশ
(3) পাঞ্জাব
(4) গোয়া
উত্তর: (3) পাঞ্জাব
১২. নিচের কোন ইউরোপীয় দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় ?
(1) সুইডেন
(2) ফিনল্যান্ড
(3) নরওয়ে
(4) এস্তোনিয়া
উত্তর: (2) ফিনল্যান্ড
১৩. 1951 সালে ভূদান আন্দোলন বা ভূমি উপহার আন্দোলন কে শুরু করেছিলেন ?
(1) ইন্দিরা গান্ধী
(2) বিনোবা ভাবে
(3) আচার্য নরেন্দ্র দেব
(4) মহাত্মা গান্ধী
উত্তর: (2) বিনোবা ভাবে
১৪. ঢিল্লিকা (দিল্লি) শহরটি কে প্রতিষ্ঠা করেছিলেন ?
(1) পারিহার
(2) চৌহান
(3) পাওয়াররা
(4) তোমরদের দ্বারা
উত্তর: (4) তোমরদের দ্বারা
১৫. ____পৃথিবীর ভূত্বকের মধ্যে সবচেয়ে প্রচুর উপাদান আছে ।
(1) কার্বন ডাই অক্সাইড
(2) হাইড্রোজেন
(3) সিলিকন
(4) অক্সিজেন
উত্তর: (4) অক্সিজেন
১৬. নিম্নলিখিত কোন শাসক ইয়োহিজি যাযাবরদের সাথে যুক্ত ছিলেন ?
(1) দিননাগ
(2) শাক্য
(3) পাহলব
(4) কুশান
উত্তর: (4) কুশান
১৭. রিও চিভার কনফারেন্স 1992 এর ‘এজেন্ডা 21’ কিসের সাথে সম্পর্কিত ?
(1) ‘ক্লিন এনার্জি’ উৎপাদনের জন্য উন্নয়নশীল দেশগুলিতে প্রযুক্তি হস্তান্তর করার প্রক্রিয়া
(2) টেকসই উন্নয়ন
(3) জনসংখ্যা বিস্ফোরণের পরিণতির একত্রীকরণ
(4) GHG নির্গমনের প্রশমন মান
উত্তর: (2) টেকসই উন্নয়ন
১৮. প্রায় এক কেজি মধু তৈরি করতে মৌমাছির কত ফুল থেকে অমৃত সংগ্রহ করা উচিত ?
(1) 20 মিলিয়ন
(2) 10 হাজার
(3) 50 মিলিয়ন
(4) 2 মিলিয়ন
উত্তর: (4) 2 মিলিয়ন
১৯. অনুচ্ছেদ 368 এর সাথে সম্পর্কিত:
(1) কেন্দ্র-রাজ্য সম্পর্ক
(2) সাংবিধানিক সংশোধন
(3) সুপ্রিম কোর্ট
(4) একটি রাজ্য সরকার
উত্তর: (2) সাংবিধানিক সংশোধন
২০. নতুন রাজ্যগুলির ভর্তি বা প্রতিষ্ঠার জন্য সংবিধান কার কর্তৃত্ব ?
(1) রাজ্য সরকার
(2) সুপ্রিম কোর্ট
(3) সংসদ
(4) কেন্দ্রীয় সরকার
উত্তর: (3) সংসদ
২১. নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রথম ভারতীয় মহিলা যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ?
(1) মাদার তেরেসা
(2) নার্গিস দত্ত
(3) ইন্দিরা গান্ধী
(4) সরোজিনী নাইডু
উত্তর: (1) মাদার তেরেসা
২২. কোন ভারতীয় আইটি বিশেষজ্ঞকে ‘পেন্টিয়াম প্রসেসরের জনক’ বলা হয়?
(1) বিনোদ ধাম
(2) বিশ্বমোহন পানি
(3) অজয় ভাট
(4) আনন্দ চন্দ্রশেখর
উত্তর: (1) বিনোদ ধাম
২৩. প্রথম এশিয়ান গেমস কোথায় শুরু হয়েছিল ?
(1) চীন
(2) শ্রীলঙ্কা
(3) ভারত
(4) নেপাল
উত্তর: (3) ভারত
২৪. ভারতে কমিউনিজমের প্রবর্তক ছিলেন কে ?
(1) S.A. ডাঙ্গে
(2) এম. এন. রায়
(3) নলিন গুপ্ত
(4) এম. আর জয়কর
উত্তর: (2) এম. এন. রায়
২৫. নিচের কোনটি বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
(1) কালুমার চূড়া
(2) মহেন্দ্রগিরি
(3) পাচমাড়ি
(4) গুরুশিখর
উত্তর: (1) কালুমার চূড়া
সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
SSC GD GK Mock Test in Bengali Part-1
Ancient History of India in Bengali
আশা করি এই পর্বটি ( SSC GD GK Mock Test in Bengali Part-8 ) সকল ছাত্র ছাত্রীর কাছে খুবই হেল্পফুল হবে । SSC GD CONSTABLE পরীক্ষার গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়াল পেতে আমাদের ওয়েবসাইটটি প্রতিনিয়ত ভিজিট করো।