SSC GD GK Mock Test in Bengali Part-5

SSC GD GK Mock Test in Bengali Part-5

প্রিয় পাঠক, সামনেই রয়েছে এসএসসি জিডি এর পরীক্ষা । তাই সেই দিকে লক্ষ্য রেখে আজকের এটি তৃতীয় পর্ব । এই পর্বটি ( SSC GD GK Mock Test in Bengali Part-5 ) তে রয়েছে বাছাই করা ২৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর । আশা করি এই পর্বটি থেকে তোমরা খুবই উপকৃত হবে।

১. রেল বাজেট হল আসলে কী ?
(1) রাজ্য বাজেটের একটি অংশ।
(2) এটি কেন্দ্রীয় এবং রাজ্য বাজেট থেকে আলাদা।
(3) কেন্দ্রীয় বাজেট থেকে ভিন্ন।
(4) কেন্দ্রীয় বাজেটের অংশ।
উত্তর: (4) কেন্দ্রীয় বাজেটের অংশ।

২. রোগ সৃষ্টিকারী অণুজীব ধ্বংস করতে এবং দুধের শেলফ লাইফ বাড়াতে কোন প্রক্রিয়া ব্যবহার করা হয় ?
(1) পাস্তুরাইজেশন
(2) হাইড্রোজেনেশন
(3) ঘনীভূতকরণ
(4) বাষ্পীভবন
উত্তর: (1) পাস্তুরাইজেশন

৩. ‘মাটকি’ কোন রাজ্যের নৃত্যশৈলী ?
(1) গুজরাট
(2) পশ্চিমবঙ্গ
(3) কেরালা
(4) মধ্যপ্রদেশ
উত্তর: (4) মধ্যপ্রদেশ

৪. পণ্য ও পরিষেবা কর প্রয়োগের সাথে সাথে ভারত __হয়ে গেছে।
(1) বিভিন্ন বাজারের একটি গ্রুপ
(2) একটি পূর্ব ও পশ্চিম বাজার
(3) একটি দক্ষিণ ও উত্তর বাজার
(4) একটি সাধারণ বাজার
উত্তর: (4) একটি সাধারণ বাজার

৫. বাঙালিদের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার 2017 এর বিজয়ী হলেন:
(1) রমেশ মেঘ
(2) আফসার আহমেদ
(3) হিমাংশু বোস
(4) ডেভিড ভট্টাচার্য
উত্তর: (2) আফসার আহমেদ

৬. উদ্ভিদের সালোকসংশ্লেষণ আলোকে __শক্তিতে রূপান্তরিত করে।
(1) রাসায়নিক
(2) তাপীয়
(3) গতিবিদ্যা
(4) ভৌত
উত্তর: (1) রাসায়নিক

৭. 1965 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতের নেতৃত্বদানকারী প্রধানমন্ত্রী কে ছিলেন ?
(1) ইন্দিরা গান্ধী
(2) মোরারজি দেশাই
(3) লাল বাহাদুর শাস্ত্রী
(4) জওহরলাল নেহেরু
উত্তর: (2) মোরারজি দেশাই

৮. একজন ব্যক্তি যিনি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে রাষ্ট্রকে আলাদা করার পক্ষে কথা বলেন তাকে কী বলে ?
(1) সাম্প্রদায়িক
(2) সমাজতান্ত্রিক
(3) নারীবাদী
(4) ধর্মনিরপেক্ষতাবাদী
উত্তর: (4) ধর্মনিরপেক্ষতাবাদী

৯. ব্রিটিশ শাসকরা আনুমানিক কত বছর ভারত শাসন করেছিল ?
(1) 500 বছর
(2) 200 বছর
(3) 50 বছর
(4) 100 বছর
উত্তর: (2) 200 বছর

১০. সাদা কাপড়ে একটি তরকারির দাগ সাবান লাগালে লালচে বাদামী হয়ে যায় কারণ সাবানের প্রকৃতি হল:
(1) ক্ষারীয়
(2) নিরপেক্ষ
(3) ক্ষারীয়
(4) অ্যাসিডিক
উত্তর: (3) ক্ষারীয়

১১. 2018 সালে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষদের শিরোপা কে জিতেছিল ?
(1) অ্যান্ডি মারে
(2) স্ট্যান ওয়ারউইকা
(3) রাফায়েল নাদাল
(4) রজার ফেদেরার
উত্তর: (4) রজার ফেদেরার

১২. বিশ্বের গভীরতম হ্রদ কোনটি ?
(1) লেক বৈকাল
(2) লেক টাঙ্গানিকা
(3) লেক সুপিরিয়র
(4) লেক ভস্টক
উত্তর: (1) লেক বৈকাল

১৩. ভারতে চিপকো আন্দোলন প্রথম কোথায় শুরু হয়েছিল ?
(1) মহারাষ্ট্র
(2) কর্ণাটক
(3) উত্তর প্রদেশ
(4) তামিলনাড়ু
উত্তর: (3) উত্তর প্রদেশ

১৪. ‘ঝুমুরা’ লোকনৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত ?
(1) পাঞ্জাব
(2) তামিলনাড়ু
(3) ওডিশা
(4) কেরালা
উত্তর: (3) ওডিশা

আরও কিছু পর্ব
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
SSC GD GK Mock Test in Bengali Part-1
Ancient History of India in Bengali

১৫. পশ্চিমঘাটের প্রধান ব্যবধান কোথায় অবস্থিত ?
(1) মণিপাল
(2) পালঘাট
(3) মাদুরাই
(4) ম্যাঙ্গালোর
উত্তর: (2) পালঘাট

১৬. নিচের কোনটি রূপান্তরিত শিলা নয় ?
(1) স্লেট
(2) চুনাপাথর
(3) স্লেট/নিস
(4) মার্বেল
উত্তর: (2) চুনাপাথর

১৭. ভারতে দারিদ্র্যসীমা পরিমাপ করার জন্য একটি নির্বাহের উপাদান কোনটি ?
(1) শিক্ষা
(2) পরিবহন
(3) সমতা
(4) ইন্টারনেট
উত্তর: (1) শিক্ষা

১৮. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয়?
(1) 1952
(2) 1935
(3) 1950
(4) 1947
উত্তর: (2) 1935

১৯. 2016 সালের অলিম্পিকে পুরুষদের একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কে জিতেছিল?
(1) লি চং ওয়েই
(2) কিদাম্বি শ্রীকান্ত
(3) চেন লং
(4) লিন ড্যান
উত্তর: (3) চেন লং

২০. লেগুমিনাস উদ্ভিদ তাদের ___ উপস্থিতি দ্বারা মাটি পুনরায় পূরণ করে।
(1) Aquiphyceae
(2) Spirochaete
(3) Rhizobium
(4) Firmicutes
উত্তর: (3) Rhizobium

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top