Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -2
প্রিয় পাঠক, সামনেই রয়েছে এসএসসি এর নানা পরীক্ষা, তাই সেই দিকে লক্ষ্য রেখে আজকের দ্বিতীয় পর্বটিতে ( Top 50 GK Questions for SSC Exam in Bengali Part -2 ) নিয়ে এসেছি ৫০টি বাছাই করা প্রশ্ন উত্তর।
যা SSC এর সমস্ত রকম EXAM এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আশা করি এই পর্বটি থেকে তোমরা খুবই উপকৃত হবে।
১. সবুজ বিপ্লবের প্রথম পর্বে, H.Y.V. বীজের ব্যবহার কোন রাজ্যের অধিকতর সমৃদ্ধশালী মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল ?
উত্তর: পাঞ্জাব, তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশ
২. নভেম্বর, 2022 সালে, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রাজ শুক্লাকে ____ সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে ?
উত্তর: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন
৩. 2022 সালের মে মাসে NITI আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
উত্তর: সুমন বেরি
৪. ওয়াশিং সোডার রাসায়নিক সূত্র কি ?
উত্তর: সোডিয়াম কার্বনেট নেট ( Na2CO3.10H2O )
৫. ফুটবলে, যখন বল গোল ফ্রেমে বা রেফারিকে আঘাত করে। এবং যদি লক্ষ্য এবং স্পর্শ লাইনের মধ্যে থেকে যায়, তাহলে তাকে ____বলা হয়।
উত্তর: Still In Play
৬. 2022 সালের আগস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার (CVC) হিসাবে কে শপথ গ্রহণ করেছিলেন ?
উত্তর: সুরেশ এন প্যাটেল
৭. তামিল সম্প্রদায়ের দ্বারা পালিত একটি হিন্দু উৎসবকে কী বলা হয়, যা তামিল সৌর মাসে পড়ে ?
উত্তর: থাইপুসাম
৮. 2022 সালের মার্চ মাসে ত্রিপুরা সরকার সরকারি চাকরিতে মহিলাদের জন্য ____সংরক্ষণের ঘোষণা করেছে ?
উত্তর: 33 শতাংশ
৯. বিখ্যাত শিখ উৎসব বৈশাখী প্রতি বছর কোন মাসে পালিত হয় ?
উত্তর: এপ্রিল
১০. সুন্দরম বালাচন্দর কোন বাদ্যযন্ত্রের প্রধান বাদক ছিলেন ?
উত্তর: বীণা
১১. কোন গায়ক 2022 সালে শিল্পকলা বিভাগে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ?
উত্তর: সোনু নিগম
১২. 2011 সালের আদমশুমারি অনুসারে, ভারতে সাক্ষর সংখ্যা 9 কত মিলিয়ন ?
উত্তর: 763.5
১৩. কে প্রথম ভারতীয় মহিলা সঙ্গীতশিল্পী যিনি গ্র্যামি পুরস্কার জিতেছেন ?
উত্তর: তানভি শাহ
১৪. কে ইউএস স্টার্টআপ সেতু প্রোগ্রাম শুরু করেছে ?
উত্তর: পীযূষ গয়াল
১৫. 2013 সালে কেরালা সরকারের রাজ্য বার্ষিক পুরস্কার, নিশা গান্ধী পুরষ্কারম-এর প্রথম প্রাপক কে ছিলেন ?
উত্তর: মৃণালিনী সারাভাই
১৬. 1971 সালে পদ্মবিভূষণ পুরস্কার পান কে ?
উত্তর: উদয় শঙ্কর
১৭. গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক ইভেন্টের মধ্যে কত বছরের ব্যবধান ?
উত্তর: 2 বছর
১৮. ক্রিকেটে স্টাম্পের উচ্চতা কত ?
উত্তর: 28 ইঞ্চি
১৯. ভেম্পতি চিন্না সত্যম 1998 সালে পদ্মবিভূষণে ভূষিত হন। তিনি একজন নৃত্যশিল্পী ছিলেন।
উত্তর: কুচিপুড়ি
২০. ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী কী নামে বিখ্যাত ?
উত্তর: জন্মাষ্টমী
সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
SSC GD GK Mock Test in Bengali Part-1
Ancient History of India in Bengali