General Knowledge In Bengali Page 3 of 200 - lakhya

General Knowledge In Bengali Page 3 of 200 – lakhya

General Knowledge In Bengali

প্রিয় পাঠক, General Knowledge In Bengali পর্বের আজকের এটি তৃতীয় পর্ব। এই পর্বটির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা ৫০ টি প্রশ্ন উত্তর । যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

১। সংবিধানের কত নং ধারায় বলা আছে যে ‘ সংবিধান চালু হওয়ার দশ বছরের মধ্যে ১৪ বছর বয়সী সব ছেলেমেয়েদের শিক্ষা অবৈতনিক করতে হবে ?
উত্তর: ৪৫ নং ধারায় বলা আছে যে ‘ সংবিধান চালু হওয়ার দশ বছরের মধ্যে ১৪ বছর বয়সী সব ছেলেমেয়েদের শিক্ষা অবৈতনিক করতে হবে।

২। সংবিধানের কত নং ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সুযোগ দানের কথা বলা হয়েছে ?
উত্তর: সংবিধানের ১৬ নং ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সুযোগ দানের কথা বলা হয়েছে।

৩। ভারতীয় সংবিধানের কত নং ধারায় তপশিলি জাতি , তপশিলি উপজাতি এবং দুর্বল শ্রেণির শিক্ষাগত ও আর্থিক সুযোগ দানের কথা উল্লেখ করা হয়েছে ?
উত্তর: ভারতীয় সংবিধানের ৪৬ নং ধারায় তপশিলি জাতি , তপশিলি উপজাতি এবং দুর্বল শ্রেণির শিক্ষাগত ও আর্থিক সুযোগ দানের কথা উল্লেখ করা হয়েছে।

৪। পৃথিবীর ফলের বাগান কাকে বলে ?
উত্তর: ভূমধ্যসাগরীয় অরণ্যকে পৃথিবীর ফলের বাগান বলে ।

৫। পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে ?
উত্তর: পৃথিবীর ফুসফুস বলা হয় সেলভা অরণ্যকে ।

৬। কোন দেশকে মৎসজীবীর দেশ বলা হয় ?
উত্তর: নরওয়েকে মৎসজীবীর দেশ বলা হয়।

৭। কোন যুগকে মাছের যুগ বলা হয় ?
উত্তর: প্যালিওজোয়িক যুগকে মাছের যুগ বলা হয় ।

৮। ফ্রান্সের ভুমধ্যসাগরীয় বনভূমির ঝোপঝাড়কে কি বলে ?
উত্তর: ফ্রান্সের ভুমধ্যসাগরীয় বনভূমির ঝোপঝাড়কে ম্যাকুইস বলে ।

৯। নিউজিল্যান্ডের নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি ?
উত্তর: নিউজিল্যান্ডের নাতিশীতোষ্ণ তৃণভূমি হল ক্যান্টারবেরি ।

১০। পৃথিবীর সর্বাধিক অরণ্যযুক্ত মহাদেশটির নাম কি ?
উত্তর: পৃথিবীর সর্বাধিক অরণ্যযুক্ত মহাদেশটি হল দক্ষিণ আমেরিকা ।

১১। সেলভা অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় ?
উত্তর: সেলভা অরণ্য দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যায়।

১২। হেরিং বন্দর কাকে বলা হয় ?
উত্তর: হাউগেসুগু – কে হেরিং বন্দর বলা হয়।

১৩। তৈগা অরণ্য কোথায় অবস্থিত ?
উত্তর: তৈগা অরণ্য রাশিয়ায় অবস্থিত ।

১৪। ইউক্যালিপটাসের দেশ কাকে বলা হয় ?
উত্তর: অস্ট্রেলিয়াকে ইউক্যালিপটাসের দেশ বলা হয়।

১৫। ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বইটি কার লেখা ?
উত্তর: জিমারম্যানের লেখা ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

১৬। ভারত ছাড়ো আন্দোলনের সময় মহত্মা গান্ধীকে কোথায় আটক করে রাখা হয়েছিল ?
উত্তর: ভারত ছাড়ো আন্দোলনের সময় মহত্মা গান্ধীকে আগাখান প্রাসাদে আটক করে রাখা হয়েছিল।

১৭। কোন ঘটনার সাথে হিন্দু রিপাবলিকান পার্টির সদস্যরা জড়িত ছিলেন ?
উত্তর: কাকোরি ষড়যন্ত্র মামলার সাথে হিন্দু রিপাবলিকান পার্টির সদস্যরা জড়িত ছিলেন।

১৮। কদম্ব রাজাদের রাজধানীর নাম কি ?
উত্তর: কদম্ব রাজাদের রাজধানী হল বানভাসি ।

১৯। বিখ্যাত সম্রাজ্ঞী চাঁদ বিবি কোন সাম্রাজ্যের সম্রাজ্ঞী ছিলেন ?
উত্তর: বিখ্যাত সম্রাজ্ঞী চাঁদ বিবি আহম্মদনগর সাম্রাজ্যের সম্রাজ্ঞী ছিলেন।

২০। হিন্দু দর্শন শাস্ত্রে সাংখ্য নামক দার্শনিক চিন্তার উদ্ভব কে করেছিলেন ?
উত্তর: হিন্দু দর্শন শাস্ত্রে সাংখ্য নামক দার্শনিক চিন্তার উদ্ভব করেছিলেন কপিল ।

২১। থিওসফিক্যাল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর: থিওসফিক্যাল সোসাইটি ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

২২। মত্তবিলাস প্রহসন গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর: মত্তবিলাস প্রহসন গ্রন্থের রচয়িতা হলেন প্রথম মহেন্দ্ৰ বৰ্মণ ।

২৩। সাহারা মরুভূমির গরম শুষ্ক ধূলিপূর্ণ স্থানীয় বায়ুপ্রবাহটির নাম কি ?
উত্তর: সাহারা মরুভূমির গরম শুষ্ক ধূলিপূর্ণ স্থানীয় বায়ুপ্রবাহটি হল সিরোপ্পো ।

২৪। AFSPA- এর পুরো কথাটি কি ?
উত্তর: AFSPA- এর পুরো হল আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট ।

২৫। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি ?
উত্তর: মঙ্গোলিয়ার রাজধানীর নাম উলানবাতোর ।

২৬। মার্বেলের রাসায়নিক নাম কি ?
উত্তর: মার্বেলের রাসায়নিক নাম হল ক্যালসিয়াম কার্বোনেট ।

২৭। রক্তকণিকা বিহীন রক্তকে কি বলে ?
উত্তর: রক্তকণিকা বিহীন রক্তকে রক্তরস বলে।

২৮। ভারতীয় সেনাবাহিনীর প্রথম ভারতীয় সেনা প্রধান কে ছিলেন ?
উত্তর: ভারতীয় সেনাবাহিনীর প্রথম ভারতীয় সেনা প্রধান ছিলেন জেনারেল মহারাজ রাজেন্দ্র সিং-জি ।

২৯। কয়টি প্রবালদ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত হয়েছে ?
উত্তর: ২৭ টি প্রবাল দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত।

৩০। ২০১৫ সালের শিক্ষাসারথি সম্মান কে পেলেন ?
উত্তর: ২০১৫ সালের শিক্ষাসারথি সম্মান পেলেন ফ্রন্টপেজ অ্যাকাডেমির কর্ণাধার মুহাম্মদ কামরুজ্জমান ।

৩১। 2022 সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসাবে কোন শহরকে বেছে নেওয়া হয়েছে ?
উত্তর: 2022 সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসাবে দক্ষিণ আফ্রিকার ডারবান শহরকে বেছে নেওয়া হয়েছে।

৩২। ধাতু খোদাইয়ের কাজে কোন অ্যাসিড ব্যবহৃত হয় ?
উত্তর: ধাতু খোদাইয়ের কাজে নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়।

৩৩। প্রাণীদেহে অবস্থিত এক একাধিক উদ্দীপকের সংবেদনশীল কোষকে কি বলে ?
উত্তর: প্রাণীদেহে অবস্থিত এক একাধিক উদ্দীপকের সংবেদনশীল কোষকে রিসেপটর বা গ্রাহক বলে।

৩৪। পশ্চিমবঙ্গের কোথায় রিজার্ভ ব্যাঙ্কের নোট মুদ্রক কেন্দ্ৰ রয়েছে ?
উত্তর: পশ্চিমবঙ্গের শালবনীতে রিজার্ভ ব্যাঙ্কের নোট মুদ্রক কেন্দ্ৰ রয়েছে ।

৩৫। ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু কোনটি ?
উত্তর: ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু হল তামিলনাড়ুতে রামেশ্বরম ও মন্দানাম দ্বীপ সংযোগকারী আন্না ইন্দিরা গান্ধী সেতু ( ২.৩৪ কিমি ) ।

৩৬। ভারতের প্রাচীনতম ও দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি ?
উত্তর: হুগলি শিল্পাঞ্চল হল ভারতের প্রাচীনতম ও দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল।

৩৭। রেডিও অ্যাক্টিভিটি শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর: রেডিও অ্যাক্টিভিটি শব্দটি প্রথম মাদাম কুরি ও পিয়ের কুরি ব্যবহার করেন।

৩৮। ভারতের কোন রাজ্যের সাথে সমুদ্র দূষণকারী টার বল ফেনোমেনন জড়িত ?
উত্তর: ভারতের গোয়া রাজ্যের সাথে সমুদ্র দূষণকারী টার বল ফেনোমেনন জড়িত।

৩৯। ভারতে কোন নদীর উপরে লন্ডন ব্রিজের আদলে সিগনেচার ব্রিজ তৈরি হচ্ছে ?
উত্তর: ভারতে যমুনা নদীর উপরে লন্ডন ব্রিজের আদলে সিগনেচার ব্রিজ তৈরি হচ্ছে।

৪০। কেম্ব্রিজ ফিলোজফিক্যাল সোসাইটিতে কোন বিষয়ে চর্চা হয় ?
উত্তর: কেম্ব্রিজ ফিলোজফিক্যাল সোসাইটিতে বিজ্ঞানের চর্চা হয়।

৪১। অতিবাদী জগন্নাথ দাস সম্মান কোন রাজ্যের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ?
উত্তর: অতিবাদী জগন্নাথ দাস সম্মান ওড়িশা রাজ্যের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার।

৪২। রঙ্গরাজন কমিটির রিপোর্ট অনুসারে দেশের কত শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে ?
উত্তর: রঙ্গরাজন কমিটির রিপোর্ট অনুসারে দেশের ২৯.৫ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে।

৪৩। কোন স্টেডিয়ামকে ক্রিকেটের মক্কা বলা হয় ?
উত্তর: দ্য লর্ডস ( লন্ডন ) স্টেডিয়ামকে ক্রিকেটের মক্কা বলা হয়।

৪৪। সুপার সাইক্লোন বাতাসের গতি ঘন্টায় কত থাকে ?
উত্তর: সুপার সাইক্লোন বাতাসের গতি ঘন্টায় ২৪০ কিমির বেশি ।

৪৫। পরিবেশে কার্বন – ডাই – অক্সাইডের পরিমাণ নিরুপন করতে নাসার প্রথম উপগ্রহের নাম কি ?
উত্তর: পরিবেশে কার্বন – ডাই – অক্সাইডের পরিমাণ নিরুপন করতে নাসার প্রথম উপগ্রহ হল OCO-2 .

৪৬। ভারতের ৪৭ তম ব্যাঘ্র অভয়ারণ্য ‘বোর ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি’ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: ভারতের ৪৭ তম ব্যাঘ্র অভয়ারণ্য ‘বোর ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি’মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত।

৪৭। ভারতের কোন জাতীয় উদ্যানে নোনা জলের কুমির সংরক্ষণ করা হয়েছে ?
উত্তর: ভারতের ভিতর কণিকা ন্যাশনাল পার্ক এ নোনা জলের কুমির সংরক্ষণ করা হয়েছে।

৪৮। ব্লু কার্বন বলতে কি বোঝানো হয় ?
উত্তর: ব্লু কার্বন বলতে বিশ্বের মহাসমুদ্র ও উপকূলের ইকো সিস্টেমে জমা কার্বন।

৪৯। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ( GSI ) এর মতে ভারতের কত অংশ ধসপ্রবণ ?
উত্তর: জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ( GSI ) এর মতে ভারতের ১৫ শতাংশ ধসপ্রবণ ।

৫০। নিমু বাজাগো জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: নিমু বাজাগো জলবিদ্যুৎ প্রকল্প জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত।

সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল

General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set

General Knowledge In Bengali এই তৃতীয় পর্বটির প্রশ্ন উত্তর গুলি যে সকল চাকরির পরীক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেগুলি হল পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, ভারতীয় রেলের পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা ইত্যাদি আরও state এর exam গুলিতে খুব ভাল একটি ফল দেবে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top