General Knowledge In Bengali

General Knowledge In Bengali Page 2 of 200 – lakhya

General Knowledge In Bengali

প্রিয় পাঠক, General Knowledge In Bengali পর্বের আজকের এটি দ্বিতীয় পর্ব। এই পর্বটির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ বাছাই করা ৫০ টি প্রশ্ন উত্তর । যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

১। ‘মিথি’ নদী কোথায় অবস্থিত ?
উত্তর: ‘মিথি’ নদী মহারাষ্ট্রে অবস্থিত।

২। ‘চীনচোটি’ জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তর: ‘চীনচোটি’ জলপ্রপাত মহারাষ্ট্রে অবস্থিত ।

৩। পাকিস্তানে ‘তেহরি কে ইনসাফ’ পার্টির নেতা কে ?
উত্তর: পাকিস্তানে ‘তেহরি কে ইনসাফ’ পার্টির নেতা হলেন ইমরান খান ।

৪। ‘বেদ বিজ্ঞান অলোক’ বইটির লেখক কে ?
উত্তর: ‘বেদ বিজ্ঞান অলোক’ বইটির লেখক হলেন অভি ভরত নাইসস্থিক ।

৫। প্রাচ্যের ব্রিটেন বলা হয় কোন শহরকে ?
উত্তর: প্রাচ্যের ব্রিটেন বলা হয় ব্রিটেন শহরকে ।

৬। মাইকোরাইজা কথাটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন ?
উত্তর: মাইকোরাইজা কথাটি প্রথম বিজ্ঞানী এ ডি ফ্রাঙ্ক ব্যবহার করেন।

৭। কাঁসাই নদীটির উৎপত্তিস্থল কোথায় ?
উত্তর: কাঁসাই নদীটির উৎপত্তিস্থল বিহারের পার্বত্য অঞ্চল থেকে ।

৮। চোলা শৈলশিরা কোথায় অবস্থিত ?
উত্তর: তিস্তা নদীর পূর্বদিকে সিকিম ও ভুটান সীমান্তে চোলা শৈলশিরা অবস্থিত ।

৯। স্বদেশ বান্ধব সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর: স্বদেশ বান্ধব সমিতি বরিশালে প্রতিষ্ঠিত হয়েছিল।

১০। অসহযোগ আন্দোলনে বীরভূমের কৃষক আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিল ?
উত্তর: অসহযোগ আন্দোলনে বীরভূমের কৃষক আন্দোলনে জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়েছিল ৷

১১। বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে কে গভীর জাতীয় বিপর্যয় বলে ব্যাখ্যা করেছিলেন ?
উত্তর: বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গভীর জাতীয় বিপর্যয় বলে ব্যাখ্যা করেছিলেন।

১২। গণবানী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর: গণবানী পত্রিকার সম্পাদক ছিলেন মুজাফ্ফর আহমেদ ।

১৩। ভারতে বামপন্থী আন্দোলনের জনক কে ছিলেন ?
উত্তর: ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন মানবেন্দ্রনাথ রায় ।

১৪। গিরনি কামগার ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: গিরনি কামগার ইউনিয়ন ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হয়।

১৫। যুব কমরেড লিগ কার নেতৃত্বে গড়ে উঠেছিল ?
উত্তর: যুব কমরেড লিগ পি সি জোশীর নেতৃত্বে গড়ে উঠেছিল।

১৬। নরেন্দ্রনাথ ভট্টাচার্য কোথায় মানবেন্দ্রনাথ ছদ্মনাম গ্রহণ করেছিলেন ?
উত্তর: নরেন্দ্রনাথ ভট্টাচার্য আমেরিকায় মানবেন্দ্রনাথ ছদ্মনাম গ্রহণ করেছিলেন।

১৭। অসহযোগ আন্দোলনে মেদিনীপুরের প্রধান নেতা কে ছিলেন ?
উত্তর: অসহযোগ আন্দোলনে মেদিনীপুরের প্রধান নেতা ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল।

১৮। কোথায় পাতিদার যুবমন্ডল গড়ে উঠেছিল ?
উত্তর: বারদৌলিতে পাতিদার যুবমন্ডল গড়ে উঠেছিল।

১৯। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তর: সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন এনজি রঙ্গ ।

২০। ভারত ছাড়ো আন্দোলনের সময় কোথায় চাষী মল্লা গড়ে উঠেছিল ?
উত্তর: ভারত ছাড়ো আন্দোলনের সময় উড়িষ্যার তালচেরে চাষী মল্লা গড়ে উঠেছিল।

২১। কত সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন গঠিত হয় ?
উত্তর: ১৯২০ সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন গঠিত হয়।

২২। ইন্ডিয়া ইন ট্রানজিশন ‘ বইটির রচয়িতা কে ?
উত্তর: ইন্ডিয়া ইন ট্রানজিশন ‘ বইটির রচয়িতা হলেন মানবেন্দ্রনাথ রায় ।

২৩। ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক পথের নাম কি ?
উত্তর: ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক পথ এনএইচ ২ ।

২৪। ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি ?
উত্তর: ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য হল বিহার ।

২৫। কাকে ভারত ইতিহাসে মেকিয়াভেলি বলা হয় ?
উত্তর: কৌটিল্যকে ভারতের ইতিহাসে মেকিয়াভেলি বলা হয়।

২৬। ‘ফতোয়া – ই – জাহান্দারি’ গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর: বরনি হলেন ‘ফতোয়া – ই – জাহান্দারি’ গ্রন্থটির রচয়িতা।

২৭। কবে বাগদাদে খলিফাতন্ত্রের পতন ঘটে ?
উত্তর: ১২৫৮ সালে বাগদাদে খলিফাতন্ত্রের পতন ঘটে।

২৮। দিল্লির কোন সুলতান সর্বপ্রথম খলিফার স্বীকৃতি পান ?
উত্তর: দিল্লির সুলতান ইলতুৎমিস সর্বপ্রথম খলিফার স্বীকৃতি পান।

২৯। অ্যাক্ট অফ সুপ্রীমেসি নামক আইনটি কত সালে পাশ হয় ?
উত্তর: অ্যাক্ট অফ সুপ্রীমেসি নামক আইনটি ১৫৩৪ সালে পাশ হয়।

৩০। কবে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয়েছিল ?
উত্তর: ১৬৮৮ সালে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয়েছিল।

৩১। বায়ুমন্ডলের কোন স্তরটি শান্ত মন্ডল নামে পরিচিত ?
উত্তর: বায়ুমন্ডলের স্ট্যাটোস্ফিয়ার স্তরটি শান্ত মন্ডল নামে পরিচিত।

৩২। গৃহীত তাপ বা বর্জিত তাপ কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয় ?
উত্তর: গৃহীত তাপ বা বর্জিত তাপ ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়।

৩৩। ভারতের কোন রাজ্যে ভরতপুর পক্ষী অভয়ারণ্য অবস্থিত ?
উত্তর: ভারতের রাজস্থানে ভরতপুর পক্ষী অভয়ারণ্য অবস্থিত।

৩৪। ইদুক্কি বাঁধ কোন নদীতে অবস্থিত ?
উত্তর: ইদুক্কি বাঁধ পেরিয়ার নদীতে অবস্থিত।

৩৫। রাইনিয়া কোন দুটি উদ্ভিদ বিভাগে সংযোজী উদ্ভিদ ?
উত্তর: রাইনিয়া ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা সংযোজী উদ্ভিদ।

৩৬। টেস্ট ক্রসের সাহায্যে প্রজাতির কোন বিষয়ের সম্বন্ধে জানা যায় ?
উত্তর: টেস্ট ক্রসের সাহায্যে প্রজাতির জিনোটাইপ সম্বন্ধে জানা যায়।

৩৭। একটি জিনের , বিভিন্ন রূপভেদকে কি বলে ?
উত্তর: একটি জিনের , বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলে।

৩৮। সি.জি.গি কি ?
উত্তর: চাঁদ , সূর্য ও পৃথিবীর কেন্দ্রের একই সরলরেখায় অবস্থানকে সি.জি.গি বলে ।

৩৯। দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন শিল্পকেন্দ্রটির নাম কি ?
উত্তর: দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন শিল্পকেন্দ্রটি হল কোয়েম্বাটোর ।

৪০। ভারতের মিলেট গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তর: যোধপুরে ভারতের মিলেট গবেষণাগার অবস্থিত।

৪১। ওজন হোলের অস্তিত্ব প্রথম কোথায় ধরা পড়ে ?
উত্তর: ওজন হোলের অস্তিত্ব প্রথম সুমেরু অঞ্চলে ধরা পড়ে।

৪২। STH- এর পুরো নাম কি ?
উত্তর: STH- এর পুরো নাম সোমাটো ট্রপিক হরমোন ।

৪৩। পৃথিবীর দুটি ফুসফুস বলা হয় কাদেরকে ?
উত্তর: পৃথিবীর দুটি ফুসফুস বলা হয় আমাজন অববাহিকার বনভূমি ও কঙ্গো অববাহিকার বনভূমিকে ।

৪৪। সুমেরু অঞ্চলের অন্তর্ভুক্ত দুটি সাগরের নাম লেখ ।
উত্তর: সুমেরু অঞ্চলের অন্তর্ভুক্ত দুটি সাগর বিউফোর্ড সাগর ও বাফিন সাগর ।

৪৫। প্রাকৃতিক স্পঞ্জ কাকে বলে ?
উত্তর: উদ্ভিদকে প্রাকৃতিক স্পঞ্জ বলে।

৪৬। ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন ?
উত্তর: ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন।

৪৭। রাজ্যপাল রাজ্য বিধানসভায় কতজন ইঙ্গো ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারেন ?
উত্তর: রাজ্যপাল রাজ্য বিধানসভায় একজন ইঙ্গো ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারেন।

৪৮। ভারতের কোন দিনটি বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে পালিত ?
উত্তর: ভারতের ২৪ শে অক্টোবর বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে পালিত।

৪৯। ভারতে লোক আদালতের জনক কে ?
উত্তর: পি এন ভগবতী ভারতের লোক আদালতের জনক।

৫০। সংবিধানের কত নং ধারায় প্রাথমিক শিক্ষার স্তরে মাতৃভাষায় শিক্ষার কথা বলা হয়েছে ?
উত্তর: সংবিধানের ৩৫০ ( এ ) নং ধারায় প্রাথমিক শিক্ষার স্তরে মাতৃভাষায় শিক্ষার কথা বলা হয়েছে।

সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল

General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set

General Knowledge In Bengali এই দ্বিতীয় পর্বটির প্রশ্ন উত্তর গুলি যে সকল চাকরির পরীক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেগুলি হল পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, ভারতীয় রেলের পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা ইত্যাদি আরও state এর exam গুলিতে খুব ভাল একটি ফল দেবে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top