ভারতের তফসিলি উপজাতিদের তালিকা
প্রিয় পাঠক, এই পর্বটিতে ( ভারতের তফসিলি উপজাতিদের তালিকা ) আমরা ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করা ভিন্ন ভিন্ন উপজাতিদের সম্পর্কে আলোচনা করলাম, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করবে।
তফসিলি উপজাতিদের তালিকা
রাজ্য | প্রধান তপশিলী উপজাতি |
---|---|
অন্ধ্রপ্রদেশ | চেঞ্চু , আন্ধ , সাধু আন্ধ , ভিল , ভাগাটা , ধুলিয়া , রোনা , কলম , গণ্ড , থোটি , গণ্ডু , কামমারা । |
জম্মু ও কাশ্মীর | গাদ্দি , গাররা , মোন , পুরিগপা , সিপ্পি , বাকারওয়াল , বালতি । |
হিমাচলপ্রদেশ | গাদ্দি , গুজ্জর , খাস , লাম্বা , পাংওয়ালা , লাহুল , সোয়াংলা । |
উত্তরাখণ্ড | ভোটিয়া , বাকসা , খাস , জানসারি , রাজি , থারু । |
উত্তরপ্রদেশ | জাউসারি , কোল , রাজি , থারু , ভোটিয়া । |
রাজস্থান | গুর্জর , মীনা , ভিল , দামরিয়া , ধানকা , সাহারিয়া , প্যাটেলিয়া । |
গুজরাট | পারধি , প্যাটেলিয়া , বরদা , বামচা , ভিল , চরণ , ধোদিয়া , গামতা । |
মহারাষ্ট্র | কাটকড়ি , কোণ্ড , রথওয়া , ওয়ার্লিস , ভাইনা , ভুনজিয়া , ধোদিয়া । |
গোয়া | সিদ্দী , ভারালি , ধোদিয়া , দুবিয়া , নাইকদা । |
কর্ণাটক | আদিয়ান , বরদা , গণ্ড , ভিল , ইরুলিগা , কোরগা , ইরাভা এবং প্যাটেলিয়া । |
কেরালা | আদিয়ান , আরান্দান , কুরুমবাস , মালাই , আরায়ান , মপলাহস , ইউরালিস । |
তামিলনাড়ু | কোটা , টোডা , ইরুলার , আদিয়ান , অরণাদান , কাদের , কণিকার । |
মধ্যপ্রদেশ | বাইগা , ভিল , কোল , ভারিয়া , বীরহোড় , গণ্ড , কাকড়ি , খারিয়া , খণ্ড , মুরিয়া । |
ছত্তিশগড় | আগরিয়া , ভাইনা , ভট্টরা , বিয়ার , খণ্ড , মাওসি , নাগাসিয়া । |
ওডিশা | গাদবা , ঘারা , খারিয়া , মত্যা , ওঁরাও , সাঁওতাল । |
ঝাড়খণ্ড | গণ্ড , খারিয়া , মুণ্ডা , সাঁওতাল , সাভার , বীরহোড় , ভূমিজ । |
বিহার | অসুর , বাইগা , বীরহোড় , বিরজিয়া , চেরো , গণ্ড , পারহাইয়া , সাঁওতাল , সাভার । |
পশ্চিমবঙ্গ | অসুর , খণ্ড , হাজং , হো , পারহাইয়া , রাভা , সাঁওতাল , মুণ্ডা , সাভার , টোটো , শবর , লোধা। |
সিকিম | ভুটিয়া , খাস , লেপচাস । |
অরুণাচলপ্রদেশ | শেরদুকেপন , সিঙ্গফো , অপাতানিস , আরোর , ডাফলা , গালং , মোম্বা । |
অসম | চাকমা , চুটিয়া , ডিমাসা , হাজং , গারো , খাসি , গাংতে । |
মণিপুর | আইমোল , আঙ্গামি , চিরু , কুফি , মারাম , মোনসাং , পাইট , পুরুম , থাডৌ । |
মেঘালয় | জৈন্তিয়াস খাসি , লখের , পবাই , রাভা , চাকমা , গারো , হাজং । |
মিজোরাম | খাসি , কুকি , লাখের , পাওয়াই , রাভা , সিন্টেং , চাকমা , ভিমাসা । |
নাগাল্যান্ড | মিকির , নাগা , সেমা , অ্যাঙ্গামি , গারো , কাছারি , কুকি। |
ত্রিপুরা | চাকমা , হালাম , খাসিয়া , লুশাই , মিজেল , নমতে , ভিল , ভুটিয়া , চাইমাল । |
আন্দামান | নেগ্রিটো – আন্দামানিজ ,ওঙ্গে , জারওয়া, সেন্টিলেজ। |
নিকোবর | মঙ্গলয়েড – শম্পেন , নিকোবরী। |
ছোট্ট আন্দামান | ওঙ্গে , জারওয়া । |
তফসিলি উপজাতি সম্পর্কিত প্রশ্ন উত্তর
ভিল কোন রাজ্যের উপজাতি ?
ভিল অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপজাতি।
পশ্চিমবঙ্গের আদিবাসী সংখ্যা কত ?
পশ্চিমবঙ্গে, 2011 সালের আদমশুমারি অনুসারে উপজাতীয় জনসংখ্যা হল 52,96,963 , যা রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 5.8%।
পশ্চিমবঙ্গের তফসিলি উপজাতি কয়টি ?
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তফসিলি উপজাতি; মোট 40টি স্বতন্ত্র উপজাতি ।
ভারতের প্রায় কত শতাংশ জনসংখ্যা আদিবাসী ?
or, ভারতে আদিবাসী কত শতাংশ ?
ভারতের মোট জনসংখ্যার ৮.৬ শতাংশ তপশিলী উপজাতিভুক্ত।
পশ্চিমবঙ্গের বৃহত্তম উপজাতি কোনটি ?
পশ্চিমবঙ্গের বৃহত্তম উপজাতি হল সাঁওতাল।
কোন রাজ্যে এসটি জনসংখ্যা সবচেয়ে বেশি ?
২০১১ এর আদমশুমারি অনুযায়ী শতকরার দিক থেকে লাক্ষাদ্বীপে এসটি জনসংখ্যা সবচেয়ে বেশি।
দক্ষিণ ভারতের অধিবাসীদের কি নামে অভিহিত করা হয়?
দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের দ্রাবিড় নামে অভিহিত করা হয়।
কোল উপজাতি কোথায় বাস করে ?
কোল লোকেরা ভারতের পূর্বাঞ্চলের ছোটনাগপুরের
রাজবংশী উপজাতি কোথায় বাস করে ?
রাজবংশী জাতির লোকেরা বাংলাদেশের রংপুর অঞ্চল, রাজশাহী অঞ্চল ও কিছু সংখ্যক লোকেরা বগুড়া ও ময়মনসিংহ জেলাতেও আছে।
টোটো উপজাতি কোথায় দেখা যায় ?
টোটো উপজাতি পশ্চিমবঙ্গে দেখা যায়।
টোডা উপজাতি কোন রাজ্যে দেখা যায় ?
টোডা উপজাতি তামিলনাড়ু রাজ্যে দেখা যায়
কুকি উপজাতি কোথায় দেখা যায় ?
কুকি জনগণ উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুর , নাগাল্যান্ড , আসাম , মেঘালয় , ত্রিপুরা এবং মিজোরাম ইত্যাদি রাজ্যে দেখা যায়।
লুসাই উপজাতি কোথায় দেখা যায় ?
লুসাই উপজাতিপূর্ব বাংলাদেশ, উত্তর-পূর্ব ভারত এবং মায়ানমারে দেখা যায়।
জারোয়া উপজাতি কোথায় দেখা যায় ?
জারোয়া উপজাতি আন্দামান দ্বীপপুঞ্জে দেখা যায়।
জুলু উপজাতি কোথায় দেখা যায় ?
জুলু উপজাতি দক্ষিণ আফ্রিকার কোয়া জুলু নাটাল প্রদেশে দেখা যায় ।
থারু উপজাতি কোথায় বাস করে ?
থারু উপজাতি উত্তর প্রদেশের তরাই অঞ্চলে বাস করে।
ভারতের শীর্ষ 6 টি উপজাতি কি কি ?
ভারতের প্রধান উপজাতি হল ভিল উপজাতি, গোন্ড উপজাতি, মুন্ডা উপজাতি, আঙ্গামি উপজাতি, টোটো উপজাতি এবং ভুটিয়া উপজাতি।
ভারতে কত প্রকার উপজাতি আছে ?
ভারতে 700 টিরও বেশি উপজাতি রয়েছে।
ভারতের সবচেয়ে বড় উপজাতি কোনটি ?
ভারতের সবচেয়ে বড় উপজাতি ভীল।
গারো উপজাতি কোন জেলায় বাস করে ?
গারো উপজাতি ময়মনসিং জেলায় বাস করে।
গুরুত্বপূর্ণ কিছু Article
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
SSC GD GK Mock Test in Bengali Part-1
Ancient History of India in Bengali
ভারতের তফসিলি উপজাতিদের তালিকা এই পর্বটি আশা করি সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে । যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ।
Pingback: Bharat Ratna Winners list from 1954 to 2024 in Bengali
Pingback: Ancient History SAQ Question-প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন
Pingback: List of Multipurpose River Schemes-বহুমুখী নদী পরিকল্পনার তালিকা
Pingback: Research Institutes In India PDF-ভারতের গবেষণা কেন্দ্রের নাম
Pingback: Familiar Names Of Different People-বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম
Pingback: List of Fathers of Various Fields PDF in Bengali-কে কিসের জনক PDF
Pingback: National Parks of India in Bengali-ভারতের জাতীয় উদ্যান
Pingback: আন্তর্জাতিক সংস্থা ও সদর দপ্তর pdf
Pingback: সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
Pingback: বিখ্যাত ব্যক্তিগণের আত্মজীবনী তালিকা pdf - lakhya
Pingback: ভারতের সাধারণজ্ঞান প্রশ্ন ও উত্তর
Pingback: ভারতের ভূগোল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
Pingback: GK Question in Bengali Page 11 of 200 – lakhya
Pingback: GK Question in Bengali Page 12 of 200 – lakhya
Pingback: GK Question in Bengali
Pingback: SSC GD GK Mock Test in Bengali Part-9
Pingback: তড়িৎ লেপনের সংজ্ঞা, উদাহরণ, উদ্দেশ্য ও ব্যবহার
Pingback: GK Question in Bengali Page 16 of 200 – lakhya - lakhya
Pingback: WBCS Previous Year Question of Census topic in Bengali
Pingback: General Knowledge In Bengali
Pingback: GK Question in Bengali Page 17 of 200 – lakhya
Pingback: ভারতের ভাইসরয়দের তালিকা পিডিএফ
Pingback: ভারতের জাতীয় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন
Pingback: গতি সংক্রান্ত কয়েকটি রাশির তথ্য - lakhya