বিভাজ্যতা অধ্যায়ের ৫০টি অংক
প্রিয় পাঠক, আজকের এই পর্বটিতে থাকছে বিভাজ্যতা অধ্যায়ের ৫০টি অংক । যা রাজ্য ও কেন্দ্র উভয় চাকরির পরীক্ষাতেই গুরুত্বপূর্ণ ।
এই ৫০টি টাইপ প্র্যাক্টিস করলেই আশা করি চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কমন পবেই ।
1. একটি সংখ্যাকে 38 দিয়ে ভাগ করলে ভাগফল 90 এবং ভাগশেষ 19 হয় । সংখ্যাটি কত ? [ SSC CHSL 2017 ]
A 3401
B 3439
C 3382
D 3458
উত্তর: B 3439
2. একটি ভাগ অঙ্কে ভাজক , ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 25 গুণ । ভাগফল 16 হলে , ভাজ্য কত ? [ SSC CGL Exam 2005 ]
A 6400
B 6480
C 400
D 480
উত্তর: B 6480
3. একটি ভাগ অঙ্কে ভাগফল , ভাগশেষের 4 গুণ এবং ভাজক , ভাগশেষের 2 1/5 গুণ । ভাগফল 20 হলে , ভাজ্য কত ?
A 210
B 215
C 220
D 225
উত্তর: D 225
4. 231 থেকে কোন্ ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে , বিয়োগফল 15 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে ?
A 6
B 4
C 3
D 2
উত্তর: A 6
5 . দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের অন্তর সর্বদা বিভাজ্য হবে [ WBCS ( Main ) 2017 ]
A 3 দ্বারা
B 7 দ্বারা
C 6 দ্বারা
D 4 দ্বারা
উত্তর: D 4 দ্বারা
6. 1000 থেকে 5000 – এর মধ্যে 225 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি ? [ SSC CGL Exam 2008 ]
A 18
B 16
C 19
D 12
উত্তর: A 18
7. 50 থেকে 300 – এর মধ্যে 2 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি ?
A 35
B 40
C 45
D 42
উত্তর: D 42
8. 756896 – এর সঙ্গে কোন্ ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে ? [ SSC CGL Exam 2017 ]
A 3
B 1
C 2
D 5
উত্তর: A 3
9. চার অঙ্কের কোন্ বৃহত্তম সংখ্যা ৪৪ দ্বারা বিভাজ্য ? [ SSC CGL TIER – I 2016 ]
A 9988
B 9944
C 8888
D 9768
উত্তর: B 9944
10. 5 অঙ্কের কোন্ ক্ষুদ্রতম সংখ্যা ৪৪ দ্বারা বিভাজ্য ? [ SSC Matric Level 2017 ]
A 10023
B 10088
C 10132
D 10032
উত্তর: D 10032
11. 21345 সংখ্যাটির ঠিক পূর্ববর্তী কোন্ সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য ?
A 21338
B 21339
C 21340
D 21329
উত্তর: C 21340
12. 31529 সংখ্যাটির ঠিক পরবর্তী কোন্ সংখ্যাটি 17 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য ?
A 31535
B 31530
C 31532
D 31536
উত্তর: A 31535
13. 2135 -এর নিকটবর্তী কোন্ সংখ্যা 11 দ্বারা বিভাজ্য ?
A 2136
B 2143
C 2145
D 2134
উত্তর: D 2134
14. একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করলে 36 ভাগশেষ থাকে । সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে ? [ SSC CGL Exam 2006 ]
A 15
B 7
C 2
D 1
উত্তর: C 2
15. একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 অবশিষ্ট থাকে । সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে ? [ SSC CGL Exam 2008 ]
A 5
B 10
C 7
D 2
উত্তর: A 5
16. 75 75 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে , * স্থানে কোন্ অঙ্ক বসবে ?
A 4
B 7
C 9
D 8
উত্তর: C 9
17. * স্থানে কোন্ অঙ্ক বসালে 2532* সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে ?
A 2, 4, 6
B 0, 4, 8
C 2, 6
D 4, 6
উত্তর: B 0, 4, 8
18. * স্থানে কোন্ অঙ্ক বসালে 513279* 2 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে ?
A 4, 7
B 2, 5, 8
C 1, 4, 7
D 0, 3, 6
উত্তর: C 1, 4, 7
19. * স্থানে কোন্ অঙ্ক বসালে 352232* সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে ?
A 4, 6, 8
B 6, 8
C 2, 6
D 0, 8
উত্তর: D 0, 8
20. * স্থানে কোন্ অঙ্ক বসালে 76712 * 4 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে ?
A 1,8
B 0,2
C 0,9
D 0,8
উত্তর: C 0,9
সরকারী চাকরির পরীক্ষার জন্য আরও গুরুত্বপূর্ণ আর্টিকেল
General Science Question For WBP And KP In Bengali
Folk Dances of India | ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Indian Geography Question Answer
ভারতের প্রধান মন্দিরের তালিকা
WBCS Previous Year Question of Census topic in Bengali
KP Practice Set
SSC GD GK Mock Test in Bengali Part-1
Ancient History of India in Bengali